Coldplay Concert Controversy: গোপনে কোল্ডপ্লে-র কনসার্ট দেখতে গিয়ে অন্ধকারে ঘনিষ্ঠ, ক্যামেরার আলো পড়তেই ফাঁস CEO আর HR-এর পরকীয়া!
Coldplay Concert Viral Video: বস্টনে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'র কনসার্ট ছিল সদ্যই। আর সেখানেই ভাইরাল হয়ে যাক এক যুগল! কে তাঁরা?

কলকাতা: ক্রিকেটের বাইশ গজ হোক বা সুরেলা কনসার্ট.. সবসময় যে তারকারাই চর্চায় থাকেন, এমনটা নয়। অনেক সময় তারকাদের ছাপিয়ে যায় গ্যালারিতে হওয়া বিভিন্ন ঘটনা। কোথায় গ্য়ালারিতে কোনও শিশুর কাণ্ডকারখানা, কোথাও আবার প্রেমিক প্রেম নিবেদন করছেন প্রেমিকাকে... এই সমস্ত ছবি হামেশাই ধরা পড়ে ক্যামেরায়। আর সেইদিনকার ম্যাচে বা কনসার্টে, সেই দৃশ্যই হয়ে ওঠে ভাইরাল। ঠিক তেমনই ঘটনা ঘটল সম্প্রতি কোল্ড প্লে-র কনসার্টে। সেখানেও ভাইরাল হল এক প্রেমিক প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্ত। তবে সেই মুহূর্ত ভাইরাল হয়ে যাওয়ায়, আনন্দ তো দূর, রীতিমতো মুশকিলে পড়লেন প্রেমিক প্রেমিকা! ক্যামেরায় তাঁদের ধরা হচ্ছে দেখেই মুখ লুকোলেন তাঁরা! ঠিক কী ঘটেছে?
বস্টনে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'র কনসার্ট ছিল সদ্যই। আর সেখানেই ভাইরাল হয়ে যাক এক যুগল! কে তাঁরা? পরিচয় জানা গেল, তাঁরা হলেন, মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। তাঁরা কি দম্পতি? মধ্যবয়স্ক এই যুগলকে দেখে প্রথমে এই প্রশ্নই মনে জেগেছিল নেটদুনিয়ার। কিন্তু ট্যুইস্ট সেখানেই। জানা গেল, তাঁরা মোটেই দম্পতি নন। এখানেই শেষ নয়, অ্যান্ডি বায়রন নাকি বিবাহিত ও বাড়িতে তাঁর স্ত্রী রয়েছেন। কিন্তু সংস্থার চিফ পিপল অফিসারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল তাঁকে!
ক্যামেরা তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছে, তা বুঝতে পেরেই ক্রিস্টিন ক্যাবটকে ছিটকে গিয়ে ছেড়ে দেন অ্যান্ডি বায়রন। এরপরে মুখ লুকিয়ে ক্যামেরার আড়ালে বসে পড়েন। অন্যদিকে পিছন ফেলে মুখ লুকোন ক্রিস্টিন ক্যাবটও। ক্যামেরা যে তাঁদের ধরে ফেলেছে, সেটা বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তাঁরা। ক্যামেরা যতক্ষণ তাঁদের দিকে ছিল, ক্যামেরা ছেলে বাঁচতেই তৎপর ছিলেন তাঁরা। মঞ্চের শিল্পীদেরও নজর এড়ায় না এই দৃশ্য। মঞ্চ থেকে গায়ক ক্রিস মার্টিন ঠাট্টা করে বলেন, 'ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!' এই কথার পর হাসিতে ফেটে পড়ে দর্শকরা।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা যায়, অ্যান্ডি বায়রন দীর্ঘদিন ধরেই বিবাহিত। তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবট হলেন তার সহকর্মী ও অ্যাস্ট্রোনোমারের চিফ পিপল অফিসার। এই ভিডিও ভাইরাল হতেই মেগান কেরিগান ফেসবুকে নিজের প্রোফাইল থেকে ‘বায়রন’ পদবি সরিয়ে ফেলেন এবং পরে পুরো অ্যাকাউন্টই মুছে দেন। এর ফলে, বায়রন দম্পতির মধ্যে ভাঙনের গুঞ্জন শুরু হয়েছে।






















