এক্সপ্লোর
করুণানিধির স্মারক হোক মেরিনা বিচে, ডিএমকে-র দাবি খারিজ তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের, প্রবল বিতর্ক

চেন্নাই: ডিএমকে-র দাবি খারিজ করে দিল তামিলনাড়ুর এআইএডিএমকে সরকার। প্রয়াত দলীয় সভাপতি এম করুণানিধির জন্য শেষকৃত্যের জন্য মেরিনা বিচে জায়গা দেওয়ার দাবি তুলেছে ডিএমকে। কিন্তু তাতে সায় দেয়নি তামিলনাড়ুর ক্ষমতাসীন কে পালানিস্বামীর সরকার। এ নিয়ে তীব্র বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ডিএমকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাচ্ছে বলে খবর। ডিএমকে-র অস্থায়ী সভাপতি তথা করুণানিধি পুত্র এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী পালানিস্বামীকে চিঠি লিখে প্রয়াত বাবার দীর্ঘদিন জনজীবনে থাকার উল্লেখ করে মেরিনায় তাঁর রাজনৈতিক গুরু সি এন আন্নাদুরাইয়ের সৌধের পাশে তাঁর সৌধের ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেন। বাবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে পালানিস্বামীর সঙ্গে দেখাও করেন স্ট্যালিন। কিন্তু সরকারি বিবৃতিতে বলা হয়, মাদ্রাজ হাইকোর্টে এই সংক্রান্ত একাধিক মামলা বকেয়া রয়েছে, অনেক আইনি জটিলতাও আছে। তাই মেরিনা বিচে জায়গা দেওয়া যাচ্ছে না। তবে সরকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সি রাজাগোপালাচারী ও কে কামরাজের সৌধের পাশে জায়গা দিতে পারবে। ওঁদের সৌধের কাছে সর্দার পটেল রোডে ২ একর জমি মিলবে। কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, যেহেতু করুণানিধি মৃত্যুর সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন না, তাই সরকার মেরিনায় তাঁর স্মারকের জন্য জমি দিতে আগ্রহী নয়। যদিও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন ও তাঁর রাজনৈতিক উত্তরসূরী জয়ললিতার সৌধ তৈরি হয়েছে মেরিনায়। দুজনেই ছিলেন করুণানিধির কট্টর রাজনৈতিক বিরোধী। করুণানিধির পূর্বসূরী আন্নাদুরাইও মৃত্যুকালে কর্মরত ছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















