এক্সপ্লোর
Advertisement
আপনি দেশের অসংখ্য মানুষের আইডল, দ্রুত সেরে উঠুন, অমিতাভের জন্য প্রার্থনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
অমিতাভ করেনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ার খবর দিয়েছেন নিজেই। হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন ট্যুইট করে। গত ১০ দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকেই তিনি পরীক্ষা করানোর আবেদন করেছেন।
নয়াদিল্লি: অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধনের। বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা নিজে ট্যুইট করে করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করার পর তিনি ট্যুইট করেন, প্রিয় অমিতাভজি, গোটা দেশের সঙ্গেও আপনার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় সামিল আমিও। আপনি দেশের অসংখ্য মানুষের আইডল, একজন আইকন হয়ে ওঠা সুপারস্টার। আমরা সকলে আপনার খেয়াল রাখব, খবর নেব। আপনি দ্রুত সেরে উঠুন, শুভ কামনা রইল।
Dear Amitabh ji, I join the whole Nation in wishing you a quick recovery!
After all, you are the idol of millions in this country, an iconic superstar!
We will all take good care of you. Best wishes for a speedy recovery!@SrBachchan @juniorbachchan #AmitabhBachchan #COVID https://t.co/NHeY7e2mjC pic.twitter.com/CsVKlvCJeG
— Dr Harsh Vardhan (@drharshvardhan) July 11, 2020
কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও তাঁর আরোগ্য কামনা করে বার্তা আসছে।
অমিতাভ করেনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ার খবর দিয়েছেন নিজেই। হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন ট্যুইট করে। গত ১০ দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকেই তিনি পরীক্ষা করানোর আবেদন করেছেন।
প্রসঙ্গত, লকডাউন চলাকালে গত তিন মাসে নিজের সোস্যাল মিডিয়া পেজ ও ব্লগের মাধ্যমে নিয়মিত আপডেট দিয়ে গিয়েছেন বিগ বি। লকডাউনের মধ্যে কী কী করছেন, তা নিয়ে লিখেছেন, পুরানো স্মৃতি উসকে দেওয়া ছবিও পোস্ট করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement