Dasvi: আগামীকাল ট্রেলার, মুক্তি পেল 'দশভি'-তে ইয়ামি, নিমরত, অভিষেকের লুক
আগামীকাল মুক্তি পাবে নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুকের ছবি ভাগ করে নিলেন ইয়ামি গৌতম, নিমরত কৌর ও অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেদের লুক শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চন।
মুম্বই: আগামীকাল মুক্তি পাবে নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। তার আগে সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুকের ছবি ভাগ করে নিলেন ইয়ামি গৌতম, নিমরত কৌর ও অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেদের লুক শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চন।
এর আগে ছবির টিজার শেয়ার করে অভিনেতা লেখেন, 'একজন ছাত্রের তরফ থেকে অপর ছাত্রের উদ্দেশে, দশমের পরীক্ষার জন্য শুভেচ্ছা! দশভি ৭ এপ্রিল থেকে দেখা যাবে জিও সিনেমা ও নেটফ্লিক্সে।' 'হিন্দি মিডিয়াম', 'অংরেজি মিডিয়াম' ও 'বালা' ছবির নির্মাতাদের আগামী কাজ 'দশভি'। এই ছবিতে গঙ্গারাম চৌধুরীর ভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে। সোশ্যাল কমেডি ঘরানার এই ছবিতে নিমরত কৌর, ইয়ামি গৌতমও অভিনয় করেছেন। তুষার জলোটা এই ছবি দিয়েই পরিচালনায় পা রাখছেন।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে অভিষেক লেখেন, 'গঙ্গারাম চৌধুরী আমার নাম'। তিনি শেয়ার করে নিয়েছেন নিমরত ও ইয়ামির লুকও। ইয়ামির ছবি শেয়ার করে অভিষেক লেখেন, 'জ্যোতি জী খুব কঠিন, ট্রেলারের আর কিছুটা সময় বাকি।' নিমরত কৌরের ছবি শেয়ার করে অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী নিমরত তাঁর পত্নী।
এই ছবিতে ইয়ামি গৌতম অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে নিমরত কৌরকে দেখা যাবে এক রাজনীতিকের ভূমিকায়। সিনেমার পরিচালকের থাকছেন আসনে তুষার জালোটা। আর জিও স্টুডিওর সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।
আরও পড়ুন: গোয়েন্দা সিরিজে স্বস্তিকা, দেবাশীষ জুটি, শ্যুটিং শুরু এপ্রিলে
এর আগে নিজের ইনস্টাগ্রামে সিনেমার টিজার শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে ছবিতে তাঁর চরিত্রের খানিক ঝলকও দেখতে পাওয়া গিয়েছিল। জেলবন্দি এক আসামীর চরিত্রে দেখা যাবে তাঁকে, যে তাঁর শিক্ষার অধিকার (Right to education) নিয়ে কণ্ঠ তুলবেন। এছাড়া ছবির একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। যেখানে সাদা পাজামা-পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। বেশ কিছু বইয়ের তাকের মাঝে একটি টেবিলে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।