এক্সপ্লোর
Advertisement
‘পঠান’: দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি, জন আব্রাহাম ২০ কোটি! তাহলে শাহরুখ পাচ্ছেন কত?
যে ছবির আনুষ্ঠানিকভাবে ঘোষণাই এখনও হয়নি, সেই ছবি নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। এমনটা কিন্তু বেশ অভিনব ও আকর্ষণীয়। ছবির শিল্পীদের নাম, পটভূমি, পরিচালক- এখনও কোনও কিছুই ঘোষণা হয়নি। কিন্তু এ সত্ত্বেও ‘পঠান’ সোশ্যাল মিডিয়ায় ও সুপারস্টারদের অনুরাগী মহলে জোর হাইপ তৈরি করেছে।
মুম্বই: যে ছবির আনুষ্ঠানিকভাবে ঘোষণাই এখনও হয়নি, সেই ছবি নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। এমনটা কিন্তু বেশ অভিনব ও আকর্ষণীয়। ছবির শিল্পীদের নাম, পটভূমি, পরিচালক- এখনও কোনও কিছুই ঘোষণা হয়নি। কিন্তু এ সত্ত্বেও ‘পঠান’ সোশ্যাল মিডিয়ায় ও সুপারস্টারদের অনুরাগী মহলে জোর হাইপ তৈরি করেছে।
কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, শাহরুখ খান এই সিনেমার শ্যুটিং শুরু করবেন এবং যশ রাজ স্টুডিও থেকে তাঁর বেরোনোর ছবি সামনে আসতেই অনুরাগী মহলে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছিল, সিনেমায় জন আব্রাহামকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। এজন্য তাঁর পারিশ্রমিক হবে ২০ কোটি টাকা। অন্যদিকে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এ জন্য তিনি পাবেন ১৫ কোটি টাকা।
এখন সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমার লভ্যাংশের ৪৫ শতাংশ পাবেন শাহরুখ খান।
সূত্র উল্লেখ করে একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে, শাহরুখ ও আদির সম্পর্ক দাদা-ভাইয়ের মতো। তাঁরা কোনও সিনেমায় স্বাক্ষরের আগে আর্থিক চুক্তি নিয়ে সচরাসচর কিছু বলেন না। এটা প্রায় অলিখিত নিয়ম হয়ে গিয়েছে যে, ওয়াইআরএফের কোনও সিনেমায় লভ্যাংশের শেয়ার পেয়ে থাকেন শাহরুখ। ‘পঠান’-এর ক্ষেত্রেও এই ধারা বহাল থাকবে। ওয়াইআরএফের সঙ্গে সুপারস্টারের ৪৫ শতাংশ লভ্যাংশের চুক্তি রয়েছে।
আগেই বলা হয়েছে, যশরাশ ফিল্মস এখনও এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করেনি। বিষয়টি সম্পর্কে ওই সূত্র জানিয়েছে যে, সবাই জানেন যে, শাহরুথ ওয়াইআরএফ প্রযোজিত একটি অ্যাকশন সিনেমা করছেন। পরিচালনা করছেন সিদ। সহ শিল্পী হিসেবে থাকছেন জন ও দীপিকা। উপযুক্ত সময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দারুণ একটা ছবি তৈরির দিকেই এখন মনোনিবেশ করা হচ্ছে। শাহরুখ খানেরও চিত্রনাট্য পছন্দ হয়েছে। আর এই ছবির মাধ্যমেই তাঁর দুরন্ত প্রত্যাবর্তন ঘটবে বলেও তিনি আত্মবিশ্বাসী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement