Shah Rukh Khan-Deepika Padukone: পর্দায় সুহানার মা, শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধছেন দীপিকা পাডুকোন!
Deepika Padukone in King: শোনা যাচ্ছে, এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা। তবে ক্যামিও হলেও তাঁর চরিত্র যথেষ্ট বড় ও গুরুত্বপূর্ণ বলেই জানা যাচ্ছে।

কলকাতা: বড়পর্দায় তাঁদের সমীকরণ যেন ম্যাজিক। আর ফের একবার বড়পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর জুটি। 'ওম শান্তি ওম' (Om Shanti Om) থেকে শুরু করে চেন্নাই এক্সপ্রেস, পাঠান, জওয়ান.. প্রত্যেকটা ছবিতেই চোখে পড়েছে দিপীকা শাহরুখের রসায়ন। আর এবার ফের একবার নতুন ছবিতে দেখা যেতে চলেছে দীপিকা আর শাহরুখকে। সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি 'কিং' (King)-এ দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে।
শোনা যাচ্ছে, এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা। তবে ক্যামিও হলেও তাঁর চরিত্র যথেষ্ট বড় ও গুরুত্বপূর্ণ বলেই জানা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, শোনা যাচ্ছে দীপিকাকে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানের মায়ের ভূমিকায়। তাঁর চরিত্র গল্পের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তা মোটেই ছোট নয় বলেই জানা যাচ্ছে। দীপিকার চরিত্র গল্পে একটা মোড় নিয়ে আসবে বলেই জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এর থেকে বেশি আর কিছু জানা যায়নি। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে সুহানার বাবার চরিত্রে। সুতরাং স্পষ্ট যে শাহরুখের সঙ্গেই ফের একবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা।
কাজের ক্ষেত্রে, দীপিকা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান মানসিক শান্তির ওপর। চিরকালই দীপিকা মানসিক শান্তি নিয়ে, মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলায় বিশ্বাসী। তাঁর মতে, শুধু বলিউড কেন? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য ভীষণভাবে অবহেলিত হয়। এর কারণ হল কোথাও কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন না। তাঁর পরিবার অতি পরিচিত হলেও, বলিউডের সঙ্গে কোনও যোগ ছিল না। প্রকাশ পাড়ুকোন ছিলেন প্রথিতযশা ব্যাডমিন্টন তারকা। তাঁরই মেয়ে হিসেবে দীপিকাও প্রথম জীবনে ভেবেছিলেন ব্যাডমিন্টনই তাঁর পেশা হবে। সেই মতো তিনি খেলাও শিখেছিলেন। তবে দীপিকার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। গ্ল্যামার দুনিয়া। দীপিকা কখনোই নাকি পারিশ্রমিকের পিছনে ছোটেননি। তিনি কেবল নিজের কাজটা করে গিয়েছেন মন দিয়ে। সেই কারণেই তিনি মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দিতে চান। পারিশ্রমিক নিয়ে কথা বলতে চান না।
দীপিকা এই মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলোয় আগ্রহ ছিল বেশি। বাবা নামকরা খেলোয়াড়। দীপিকাও খুব ভাল ব্যাডমিন্টন খেলতেন। কিন্তু ধীরে ধীরে দীপিকা বুঝতে পারেন, তাঁর মডেলিংয়ের দিকে বেশি আগ্রহ। সেই কারণে খুব অল্প বয়স থেকেই তিনি শুরু করেন মডেলিং। তারপরে তিনি পা রাখেন অভিনয়ে। প্রথম ছবিতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) -এর বিপরীতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
