এক্সপ্লোর
আর পদ্মাবতী নয়, বনশালীর ছবি এবার থেকে শুধু পদ্মাবৎ

মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর ম্যাগনাম ওপাস পদ্মাবতী ছবির নাম পাকাপাকিভাবে বদলে গেল। পদ্মাবতীর বদলে ছবির নাম রাখা হল পদ্মাবৎ। বিতর্ক এড়াতে সেন্সর বোর্ড ছবির ৫ জায়গায় বদলের নির্দেশ দেয়। ছবির নাম পরিবর্তন সেগুলির মধ্যে অন্যতম। এছাড়া বলা হয়েছে, ঘুমর গানটিতে কিছু বদল আনতে যাতে তা চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পাশাপাশি ঐতিহাসিক জায়গার ভুলভাবে উল্লেখ বন্ধ করার কথাও বলা হয়েছে। পদ্মাবৎ যখন পদ্মাবতী ছিল, তখন তার মুক্তির তারিখ ছিল ১ ডিসেম্বর। কিন্তু প্রচণ্ড বিতর্কের মুখে পড়ে ছবি মুক্তির দিন পিছিয়ে দেন নির্মাতারা। এখন ঠিক হয়েছে ছবিটি মুক্তি পাবে এ মাসের ২৫ তারিখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















