এক্সপ্লোর
বিয়ের তারিখ প্রকাশিত, এবার দীপভীরের বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিন

মুম্বই: নভেম্বরের ১৪ এবং ১৫ তারিখ বিয়ে করতে চলেছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। আর একমাসও বাকি নেই সেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে। বলিউডের দীর্ঘ প্রতিক্ষীত এই বিয়ে নিয়ে বিস্তারিত আরও কিছু তথ্য জেনে নেব ইতালির লেক কোমোতে বিয়ে হচ্ছে দীপভীরের। মুম্বই এবং বেঙ্গালুরুতে হবে দুটো রিসেপশন পার্টি। বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রণবীর-দীপিকার ব্যস্ততা। দিনরাত খেটে নিজের আসন্ন ছবির শ্যুটিং সিডিউল শেষ করছেন রণবীর। সূত্রের খবর, বিয়ের পর ছোট্ট করে মধুচন্দ্রিমাও সেরে নেবেন দম্পতি। তারপর ফিরে এসে মুম্বইয়ে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রিসেপশন পার্টি। মুম্বইয়ে গ্র্যান্ড হায়াতে হচ্ছে রিসেপশন পার্টি। প্রায় তিন হাজার অতিথি সেখানে রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ৩০ নভেম্বরের পার্টিতে মূলত থাকবেন বলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব। পয়লা ডিসেম্বরের রিসেপশনে উপস্থিত থাকবেন অন্যান্য পেশার মানুষজন। দম্পতির বেঙ্গালুরুর রিসেপশন পার্টি হবে ২৮ এবং ২৯ নভেম্বর। বলা বাহুল্য এবছর বলিউডের অন্যতম গ্র্যান্ড রিসেপশন পার্টি হতে চলেছে দীপভীরের বিয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















