এক্সপ্লোর
নোট বাতিল: প্রভাব পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, বললেন কবীর খান

মুম্বই: কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পড়েছে। এমনটাই মনে করছেন বলিউডের বিশিষ্ট পরিচালক কবীর খান। সদ্যই মুক্তি পেয়েছে ‘রক ওন ২’।ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে ‘রক ওন ২’-র ব্যবসার ক্ষেত্রে নোট বাতিলের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে কবির বলেছেন, ‘আমি মনে করি, দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ছে। সিনেমা দেখাটাও দৈনন্দিন জীবনেরই অঙ্গ। বাজারে এখন নোট কম। লোকজনের হাতে ১০০ বা ৫০০ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে নেই। যাঁদের হাতে কিছু টাকা রয়েছে তাঁরা সিনেমার টিকিট কেনার জন্য ওই টাকা খরচ করতে চাইছেন না। তাঁরা প্রথমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার কথাই ভাবছেন’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















