Dev-Rana Sarkar: সমস্যা মিটিয়ে এক ফ্রেমে হাসিমুখে দেব-রানা সরকার, এবার কী 'ধুমকেতু' মুক্তি পাবে?
Dev and Rana Sarkar News: কেন এমন লেখা? এর আগে ঠিক কী হয়েছিল?

কলকাতা: হঠাৎ ইন্ডাস্ট্রিতে চমক! যে দেব-এর সঙ্গে ধুমকেতু ছবি নিয়ে সমস্যার কথা ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই জানে, সেই দেব আর রানা সরকার হঠাৎ এক ফ্রেমে! মুখে হাসি! দেব-এর প্রোফাইল থেকে মঙ্গলবার একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রানা সরকার। দুজনের মুখেই হাসি। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'এমনি.. আশা করছি এবার সব ঠিকঠাক হবে।'
কেন এমন লেখা? এর আগে ঠিক কী হয়েছিল? শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। রানা সরকার প্রযোজিত এই ছবির শুটিং হয় ২০১৬ সালে। কিন্তু কিছু সমস্যার জন্য সেই ছবিটি এখনও মুক্তি পায়নি। সেই ছবিটির প্রযোজক ছিলেন রানা সরকার। শোনা গিয়েছিল, দেব ও রানার মধ্যে কিছু সমস্যার কারণেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। দেব একাধিকবার বলেছিলেন, তিনি যাবতীয় সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। কিন্তু রানা সরকারের সঙ্গে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তবে এবার কি কোনও নতুন কাজ নিয়ে এগোতে চাইছেন তাঁরা? নাকি ফের ধুমকেতু মুক্তির জন্যই আঁটঘাট বাঁধছেন প্রযোজক ও নায়ক? সেই উত্তর অবশ্য অধরা। কোনো কিছুরই ইঙ্গিত দেননি দেব।
রানা সরকারের তরফ থেকেও কোনও উত্তর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পরে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে এবার কী ধুমকেতু আসবে? অনেকে আবার জানতে চেয়েছেন, ফের কি নতুন কাজ একসঙ্গে করতে চলেছেন তাঁরা? অনেকে আবার দেবকে সতর্কও করেছেন। বারণ করেছেন কাজ করতে। তবে ঠিক কী কারণে সম্মিলিত হয়েছেন তাঁরা, সেটা বোঝা যাচ্ছে না। তা দেখার জন্য অপেক্ষা করতেই হবে আগামী কিছুদিনের জন্য।
প্রসঙ্গত, এর আগে রানা সরকার বলেছিলেন, শুভশ্রীর ছবি সন্তান ও দেবের ছবি খাদান হিট হলেই তিনি ধুমকেতু প্রেক্ষগৃহে নিয়ে আসবেন। তিনি যেন মেপে নিতে চাইছেন দেব ও শুভশ্রীর জনপ্রিয়তা। দুটি ছবিই হিট হয়েছে। তবে কী এবার পর্দায় ধুমকেতু আসার পালা? উত্তরের অপেক্ষায় সবাই।
View this post on Instagram






















