Dev on Politics: কাউকে রেফার করিনি কখনও, দলের সাংগঠনিক কাজে নাক গলাই না: দেব
Dev on Politics: এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে
কলকাতা: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির। আঙুল তুলেছেন তাঁরই ইন্ডাস্ট্রির সহকর্মী। তবে চিরকালই দুর্নীতির প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিয়ে এসেছেন তিনি। অন্যথা হল না এদিনও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-র সঙ্গে বৈঠকের কথা বলতে গিয়ে তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)-এর কথায় উঠে এল দুর্নীতি প্রসঙ্গ।
এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে তাঁর কথায় উঠে আসে দুর্নীতির কথাও। এদিন দেব বলেন, 'আমায় জড়িয়ে দুর্নীতির কথা যে কেউ বলতেই পারেন। তবে আমি ইতিমধ্যেই তো তার উত্তর দিয়েছি। এখানে সমস্ত তদন্ত আধিকারীকরা আছেন। প্রমাণ দেখান। আমি ৩ বছর ধরে একই কথা বলছি। যারা চোর নয়, তাদেরকে প্রমাণ দিতে হয় তারা চোর নয় কেন। অথচ যাঁরা চুরি করছেন, দলবদল করছেন, ক্যামেরায় ধরা পড়ছেন, তাঁদেরকে কিছু প্রমাণ দিতে হয় না। তাঁরা ঠিক দাঁড়িয়ে ভোট চেয়ে নিয়ে চলে যান। আমি অনেকদিন চুপ করে ছিলাম। আমি রাজনীতির মধ্যে একটা অন্য পন্থা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম কাউকে দোষারোপ করব না। কিন্তু আমায় ভালবাসার, বিশ্বাস করার মানুষ অনেক রয়েছেন। তাঁদের জন্যই আমায় মুখ খুলতে হল। ভারতে প্রথম যে নির্বাচনে যে দল দাঁড়িয়েছিল, তাঁরাই প্রথম কথা দিয়েছিল 'রোটি -কাপড়া-মকান' (খাদ্য-বস্ত্র-বাসস্থান)-এর। এত বছর ধরে এখনও তো রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে এই কথাই দেয়। অর্থাৎ ৭৫-৭৬ বছরেও তেমন কিছু বদলায়নি রাজনীতির। এখন চুরি করার কথা বলা হয়.. আওয়াজ বেশি কাজ কম হয়। আমি এই দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করি না।'
এদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দেব বলেন, 'সাংসদ হিসেবে নিজেকে ১০-এ শূন্য দেব। অনেক কিছু শেখার আছে। আমার দায়িত্ব ঘাটালের ১৮ লক্ষ মানুষকে ভাল রাখার। সেটা খুব কঠিন। যেদিন এটা আমি করতে পারব সেদিন না হয় নিজেকে ২ বা ৩ নম্বর দেব। ততদিন, প্রত্যেকদিন শিখছি মানুষকে ভাল রাখার।' দেব আরও বলেন, '১০ বছরে আমি দলের কোনও সাংগঠনিক কাজে মতামত দিইনি। আজকেও বললাম, আমায় এর মধ্যে ঢুকিও না। আজ পর্যন্ত ঘাটালে কেউ বলুক যে আমি কাউকে রেফার করেছি বা কারোও দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছি। শঙ্কর দলুইকে নিয়েও কখনও মতামত দিইনি। এটা সম্পূর্ণ সাংগঠনিক একটা ব্যাপার। যা সিদ্ধান্ত নেওযার, সেটা দল নিয়েছে।'
আরও পড়ুন: Dev on Mamata-Abhishek Meeting: 'ভোটে লড়ব না ভেবেছিলাম', মমতা-অভিষেকের কোন কথায় মত বদলালেন দেব?