Dev-Subhashree Ganguly: শুভশ্রীর সঙ্গে অন্য ছেলের নাম শুনে হিংসা? নায়ক বললেন, '১০ বছরে দেব বদলায়নি'
Dev and Subhashree Ganguly Controversy: 'ধূমকেতু' বা দেবকে নিয়ে প্রশ্ন আসলেই, শুভশ্রী নাকি গম্ভীর হয়ে যাচ্ছিলেন। দেবের মতে, শুভশ্রীর নাকি একটু হাসা উচিত ছিল

কলকাতা: সোশ্যাল মিডিয়া খুললেই এখন কালো পোশাকের রঙমিলান্তিতে দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র ঝলক এড়িয়ে যেতে পারছেন না কেউই। আগামী ছবি 'ধূমকেতু' (Dhumketu)-র প্রচারের কারণে, ৪৪৪৪ দিন পরে, এক মঞ্চে দেব-শুভশ্রী। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কেবল সেই ছবি, সেই কথা। অনেকেই আবেগে ভেসেছেন এই জুটিকে দেখে। একটা গোটা প্রজন্ম যেন একটা সন্ধেতেই একটা গোটা প্রজন্মকে ফিরিয়ে নিয়ে গিয়েছে কলেজ জীবনে। কিন্তু এদিন মঞ্চে রসায়নের পাশাপাশি নজর কাড়ল, দেব শুভশ্রীর একে অপরকে দেওয়া চোখা চোখা উত্তর। কখনও খুনসুটি, কখনও মজার ছলে, কখনও আবার এমন কিছু মুহূর্তও তৈরি হল, যার উত্তর দিতে গিয়ে খেই হারিয়ে ফেললেন কেউ না কেউ!
এদিন মঞ্চে সঞ্চালক রোহন দেব-কে প্রশ্ন করেন যে, এতদিন পরে দেখা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথম দেখা হওয়ার পরে, 'ধূমকেতু'-র নায়িকাকে কী বলেছেন দেব? উত্তরে দেব বলেন, তিনি শুভশ্রীর দেওয়া সমস্ত সাক্ষাৎকারগুলোই দেখেছেন। 'ধূমকেতু' বা দেবকে নিয়ে প্রশ্ন আসলেই, শুভশ্রী নাকি গম্ভীর হয়ে যাচ্ছিলেন। দেবের মতে, শুভশ্রীর নাকি একটু হাসা উচিত ছিল। এর উত্তরে শুভশ্রী দর্শকদের প্রশ্ন করেন, 'শুভশ্রী মানে কি?' দর্শকেরা সমবেত কন্ঠে উত্তর দেন, 'হাসি'। কথাটি বেশ কয়েক বার বলেন দর্শক, কিন্তু দেব সেই কথা বুঝতে পারেন না। তারপরে বলেন, ' শুভশ্রী মানে হাসি বলল? আমি ভাবলাম, অন্য কোনও ছেলের নাম বলছে কি?' এতে হেসে ওঠেন সবাই। হেসে ফেলেন শুভশ্রীও। এরপরে দেব বলেন, 'আরে, আমি মজা করছিলাম। ১০ বছরে দেব বদলায়নি।' এরপরে শুভশ্রী বলেন, 'আমি হাসছিলাম, তুমি বোধহয় দেখতে পাওনি।' এরপরে দেব বলেন, 'তুমি কি এতটা সিরিয়াসলি খেলবে?'
একই প্রশ্ন আসে শুভশ্রীর কাছেও। শুভশ্রী বলতে যাবেন, এমন সময় দেব মুখের কথা কেড়ে নিয়ে বলেন, 'শুভশ্রী জিজ্ঞাসা করল, আমার সঙ্গে ফ্রেন্ডশীপ করবে?' এতে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস। শুভশ্রী হেসে বললেন, 'হ্যাঁ এটাই বললাম।' এরপরে দেব বলেন, 'না না, তুমি একটা অন্য কথা বলছিলে, বলো।' এরপরে শুভশ্রী বলেন, 'এত বছর পরে দেখা হওয়ার পরে আমি দেবকে প্রথম বলেছিলাম, কেমন লাগছে? এত বছর পরে ধূমকেতু মুক্তি পাচ্ছে?' উত্তরে দেব বলেন, 'হ্যাঁ শুভশ্রী সত্যি সত্যিই এই কথা বলেছে।






















