Dibyojyoti News: পায়ে চিড়, প্লাস্টার নিয়েই শ্যুটিং করছেন 'অনুরাগের ছোঁয়া'-র সূর্য দিব্যজ্যোতি
Dibyojyoti Dutta News: নায়ক জানিয়েছেন, নাচের ক্লাসে পায়ে চোট লেগেছে তাঁর। চিড় ধরেছে আর তাই প্লাস্টার করতে হয়েছে অভিনেতাকে।
কলকাতা: ডান পায়ে প্লাস্টার, তবে মুখের হাসি অমলীন। কী হয়েছে 'অনুরাগের ছোঁয়া'-র নায়ক দিব্যজ্যোতি দত্তের (Dibyojyoti Dutta)? সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি আপলোড করেছেন নায়ক নিজেই।
ঠিক কী হয়েছে দিব্যজ্য়োতির? নায়ক জানিয়েছেন, নাচের ক্লাসে পায়ে চোট লেগেছে তাঁর। চিড় ধরেছে আর তাই প্লাস্টার করতে হয়েছে অভিনেতাকে। ধারাবাহিকের শ্যুটিংয়ের চাপের কথা কমবেশি সবারই জানা। টিআরপির তালিকায় বেশ ওপরের দিকে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সূর্য ও দীপার সম্পর্কের সমীকরণে মজে দর্শকেরা।ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়িয়েছে দুই খুদেরও।
সদ্য পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে টিম 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। নিজের ফিটনেস নিয়ে চিরকালই বেশ সতর্ক দিব্যজ্যোতি। রোজকার তালিকায় তাঁর জিম ও নাচের ক্লাসের মতো শরীরচর্চা থাকেন। বেশ ডায়েটও মেনে চলেন দিব্যজ্যোতি। তবে শ্যুটিং করলেও আপাতত ব্যথা ও প্লাস্টারের কারণে সবরকমের শরীরচর্চা বন্ধ রাখতে হয়েছে তাঁকে।
সদ্য দিতিপ্রিয়া রায়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। এসভিএফের প্রযোজনায় দিব্যজ্যোতি ও দিতিপ্রিয়ার এই কাজটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এরপর অবশ্য আরও একটি মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন দিব্যজ্যোতি। যদিও ধারাবাহিকের কাজের চাপে খুব বেশি বাইরের কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব হয় না কোনও অভিনেতা অভিনেত্রীর পক্ষেই।
আজ সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতি নিজের বাড়ির বিছানায় বসে একটি ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি। তাঁর পায়ে প্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'জীবন সুন্দর। হাসতে ভুলে যেও না কখনও'। ছবিতে তাঁর মুখেও দেখা গিয়েছে হাসি। তাঁর ছবিতে সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Abir Tnusree: মুখ্যভূমিকায় আবির-তনুশ্রী, বিচ্ছেদ পরবর্তী সমীকরণের গল্প শোনাবেন অর্জুন
'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের কাজ শেষ হলে নতুন পরিকল্পনা রয়েছে দিব্যজ্যোতির। এক সাক্ষাৎকারে এবিপি লাইভকেই একথা জানিয়েছিলেন তিনি। নিজেকে নিয়ে কাজ করতে চান তিনি। অভিনয়ের দিকটিকে নিয়ে আরও ঘষামাজা করতে চান অভিনেতা।
View this post on Instagram