Aamir Khan: এবার উজ্জ্বল নিকমের বায়োপিকে দেখা মিলবে আমির খানের, নিশ্চিত করলেন পরিচালক
Ujjwal Nikam biopic: পরিচালক অবিনাশ অরুণ মারাঠি ছবি 'কিল্লা'-র জন্য় একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
কলকাতা: পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকমের জীবন এবার ছবির পর্দায়। হ্য়াঁ। বলিউড সূত্রের খবর অনুযায়ী, পরিচালক অবিনাশ অরুণ এই খবর নিশ্চিত করেছেন।
পরিচালক অবিনাশ অরুণ মারাঠি ছবি 'কিল্লা'-র জন্য় একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার তিনি আমির খানের সঙ্গে কাজ করতে চলেছেন। তিনি জানিয়েছেন, 'ইতিমধ্য়েই এই ছবি নিয়ে আমির খানের সঙ্গে আলোচনা হয়েছে।' ছবির শ্য়ুটিং কবে থেকে শুরু হবে সে সম্পর্কে কিছু জানা যায় নি। তবে জানা যাচ্ছে এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাতে পারেন দীনেশ ভিজান।
আরও পড়ুন...
নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির
উল্লেখ্য়, আপাতত মিস্টার পারফেক্টশানিস্ট ব্যস্ত স্প্যানিশ ছবি 'ক্যাম্পেওন'-এর হিন্দি রিমেক তৈরি করতে।
প্রসঙ্গত, বক্সঅফিসে ভাল ফল করেনি আমির খানের (Amir Khan) ছবি 'লাল সিং চাড্ডা'। সিনেপ্রেমীদের নানান সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল এই ছবিকে। কিছুসময় আগে আমির খানকে (Amir Khan) তাঁর পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানিয়েছিলেন, "আমি এখন পর্যন্ত কোনো ছবিতে কাজ করার ব্য়পারে সিদ্ধান্ত নিইনি। আমি এখন সম্পূর্ণভাবে আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। মানসিকভাবে প্রস্তুত না হয়ে আমি কোনও ছবির কাজে হাত দেব না।"
একটি সাক্ষাৎকারে 'বয়কট বলিউড' প্রসঙ্গে অনুপম খেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'লাল সিং চাড্ডা ভাল ছবি ছিল না। যদি এটি ভাল সিনেমা হত তবে কোনও শক্তি এটিকে সফল হওয়া থেকে আটকাতে পারত না। কিন্তু আমির খানের 'পিকে' সত্যিই ভাল ছবি। মূল বিষয় হল আপনাকে সত্যকে গ্রহণ করতেই হবে।'
উল্লেখ্য়, কিছুদিন আগে ঈদ উপলক্ষে আমির খানের (Amir Khan) সঙ্গে ফ্রেমবন্দি 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দিয়ে অনুরাগীদের ঈদের শুভেচ্ছাও জানান সলমন ও আমির(Amir Khan)।
অন্য়দিকে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে একটি পোস্টে আমির খানের কথা উল্লেখ করেন। যেখানে তিনি বলেন, আমির খান একসময় তাঁর সবথেকে কাছের বন্ধু ছিলেন। কিন্তু তারপর হঠাৎই ভেঙে যায় এই বন্ধুত্ব।কারণ হিসেবে বলিউডের কুইন জানান, হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর যে দীর্ঘ আইনি লড়াই চলেছিল, সেই সময়ই ছেদ পড়ে তাঁদের সম্পর্কে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন