Putul: ইতিহাস গড়ল ইন্দিরার 'পুতুল', জায়গা করে নিল অস্কারের 'বেস্ট পিকচার' ক্যাটেগরিতে
Indira Dhar's Putul: এই বিষয়ে এবিপি লাইভকে ইন্দ্রাণী বলেছেন, 'আমি কৃতজ্ঞ। আকাডেমি আর অস্কার কমেটির কাছে আমি কৃতজ্ঞ আমার কাজ পছন্দ করার জন্য'
কলকাতা: ইতিহাস গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'পুতুল' (Putul)। অস্কারের (Oscar) দৌড়ে প্রথম বাংলা ছবি হিসেবে জায়গা করে নিল 'পুতুল'। অস্কারের 'বেস্ট পিকচার' ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে এই ছবি। মোট ৩২৩ টি ছবি অ্যাকাডেমি পুরষ্কারে যোগ্য ছবির তালিকায় রাখা হয়েছে। তবে 'বেস্ট পিকচার' বিভাগে স্থান পেয়েছে মাত্র ২০৭ টি ছবি। এগুলির মধ্যেই 'পুতুল' অন্যতম। প্রসঙ্গত, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কার নমিনেশনে ঠাঁই পেয়েছিল। যদিও পরে দৌড়ে টিকে থাকতে পারেনি। আর এই খবরে উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর।
এই বিষয়ে এবিপি লাইভকে ইন্দ্রাণী বলেছেন, 'আমি কৃতজ্ঞ। আকাডেমি আর অস্কার কমেটির কাছে আমি কৃতজ্ঞ আমার কাজ পছন্দ করার জন্য। আমার ছবিটাকে পছন্দ করার জন্য। আমার কাজকে পছন্দ করার জন্য। আমার লেখাকে পছন্দ করার জন্য। ছবিটা অস্কারের 'বেস্ট পিকচার' ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে। আকাডেমির ওয়েব সাইট খুললেই এখন সেখানে জ্বলজ্বল করছে 'পুতুল'। এর চেয়ে বেশি আর কি চাই? আমি যদি খুব ভুল না করি, এই প্রথম কোনও বাংলা ছবি 'বেস্ট পিকচার' ক্যাটেগরিতে জায়গা করে নিল। এটা ওয়েব সাইটেও রয়েছে। একটা ক্যাটেগরি পেল। আমার সমস্ত টিম মেম্বারকে ধন্যবাদ দিতে চাই। খুব কষ্ট করে আমি ছবিটা তৈরি করেছি। প্রযোজনা করেছি। এটা আমার ডেবিউ ছবি। কোনও বড় প্রযোজক আমার ছবিটার পাশে দাঁড়াননি। আমি খুব খুশি যে অস্কার কমিটি মেম্বারদের আমার কাজ ভাল লেগেছে। একজন নতুন পরিচালক প্রযোজকের ক্ষেত্রে এটা খুব বড় ব্যাপার যে আমি বাংলা ছবিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম। সিলেকশন করাতে পারতাম। ছবি অনেক মুক্তি পায়। বাইরেও পায়। তবে এটা আমার কাছে বড় পাওনা যে ছবিটা একটা জায়গা পেল, একটা প্ল্যাটফর্ম পেল। আর অস্কার হচ্ছে এপিডোম অফ ফিল্মস। মার্জিত একটা সম্মান। প্রিমিয়ারে দেখে আমায় অনেকেই বলেছিলেন, এই ছবি অস্কার পাওয়া উচিত। অন্তত নমিনেশন পেল।'
জানা যাচ্ছে, আগামী ৮ জানুয়ারি থেকে অস্কারের দ্বিতীয় এবং অন্তিম নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে।
আরও পড়ুন: S. S. Rajamouli: ১ হাজার কোটি টাকা লগ্নী করে নতুন সিনে সফর শুরু করতে চলেছেন রাজামৌলি, নায়ক কে?