S. S. Rajamouli: ১ হাজার কোটি টাকা লগ্নী করে নতুন সিনে সফর শুরু করতে চলেছেন রাজামৌলি, নায়ক কে?
S. S. Rajamouli News: সূত্রের খবর, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির মত এই ছবিটিও দু'টি ভাগে বানাবেন রাজামৌলি।
কলকাতা: হায়দরাবাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে একজোট হলেন তাঁরা। ১ হাজার কোটি টাকা লগ্নীর সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গেল। এবার শুধু গভীর জঙ্গলে অভিযান শুরুর অপেক্ষা। ২০২৫-এ নিজের নতুন সিনে সফর শুরু করতে চলেছেন
এস এস রাজামৌলি। মহেশবাবুকে নিয়ে তিনি নতুন ছবির শ্যুটিং এবছরই শুরু করবেন। ছবিটির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছে এসএসএমবি 29। গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, থ্রিলার...সবকিছুর স্বাদ পাবেন দর্শকেরা, রাজামৌলির আগামী ছবিতে। তারকা তালিকাতেও থাকছে চমক। মহেশবাবুর সঙ্গে এই ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারণ অভিনয় করবেন বলে খবর সূত্রের। শ্যুটিং শুরুর আগে হায়দরাবাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এসএসএমবি টুয়েন্টিনাইনের কলাকুশলীদের উপস্থিতিতে একটি পুজোর আয়োজন করেন রাজামৌলি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এর আগে কোনও ছবির মহরত বা পুজোর অনুষ্ঠানে মহেশবাবুর উপস্থিতি চোখে পড়েনি। কিন্তু রাজামৌলির ছবির ক্ষেত্রে প্রচলিত ধারণাটা ভেঙেছে। অনুরাগীদের অবাক করে পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছেন মহেশ বাবু। রাজামৌলির সঙ্গে তাঁর স্ত্রী রমা রাজামৌলিও হাজির হন এই অনুষ্ঠানে।
সূত্রের খবর, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির মত এই ছবিটিও দু'টি ভাগে বানাবেন রাজামৌলি। ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটির প্রথম ভাগ। আর ২০২৯ সালে ছবিটির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে। এপ্রিল থেকেই ছবিটির শ্যুটিং শুরু করতে চান রাজামৌলি। প্রি-প্রোডাকশনের কাজ এখন চলছে পুরোদমে। গতবছর নভেম্বরে এই ছবির রেকির কাজেই কেনিয়ায় গিয়েছিলেন তিনি। সোশাল মিডিয়ায় কেনিয়া সফরের ছবিও শেয়ার করেছিলেন। রাজামৌলির হাত ধরেই প্যান-ইন্ডিয়ান ফিল্মে জোয়ার এসেছে। বক্স অফিসের অঙ্কে নতুন সমীকরণ কষতে শিখিয়েছেন তিনি। আড়াইশো কোটি, পাঁচশো কোটির গণ্ডী ছাপিয়ে এবার এক হাজার কোটির অঙ্কে পা রাখছেন এসএস রাজামৌলি। হাজার কোটি টাকা খরচ করে এবার আক্ষরিক অর্থেই একটি গ্লোবাল সিনেমা বানাতে চান তিনি। দুরন্ত ভিএফএক্সের ম্যাজিকে কল্কি ভারতীয় সিনেমাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, সেই সোপানে দাঁড়িয়ে রাজামৌলির আগামী ছবি আরও বড় স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এই বিপুল বাজেটে এর আগে কোনও ভারতীয় সিনেমা তৈরি হয়নি। বাজেটের কথা বাদ দিয়ে, শুধু বক্স-অফিস আয়ের প্রসঙ্গে এলেও দেখা যাবে হাজার কোটি আয়ের ছবি একেবারেই হাতে গোনা। পরিসংখ্যান বলছে ভারতে এখনও পর্যন্ত মাত্র ৮টি সিনেমা ব্যবসার অঙ্কে হাজার কোটির ঘরে পৌঁছতে পেরেছে।
কোন কোন ছবি আছে সেই তালিকায়? প্রথম স্থানেই আছে আমির খান অভিনীত দঙ্গল। 'দঙ্গল' ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে প্রায় ২ হাজার ২৪ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতীয় সিনেমার আয়ের পরিসংখ্যানে 'দঙ্গল' রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে আছে এস এস রাজামৌলির 'বাহুবলী টু - দ্য কনক্লুশন'। ছবিটি পৃথিবী জুড়ে প্রায় ১ হাজার ৮১১ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় স্থানটি দখল করেছে অল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রুল। এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে ১ হাজার ৭৯৯ কোটি
টাকার ব্যবসা করেছে ছবিটি। চতুর্থ স্থানে রয়েছে রাজামৌলির অস্কারজয়ী ছবি 'আরআরআর'। ওভারসিজ এবং ভারতীয় বক্স অফিস মিলিয়ে 'আরআরআর' প্রায় ১ হাজার ৩৮৭ কোটি টাকার ব্যবসা করেছে। পঞ্চম স্থানে আছে কন্নড় তারকা যশের প্যান-ইন্ডিয়ান মেগা ব্লক বাস্টার ফিল্ম 'কেজিএফ-চ্যাপ্টার টু'। পৃথিবী জুড়ে ১ হাজার ২৫০ কোটি টাকা আয় করেছিল ছবিটি। শাহরুখ খানের ছবি 'জওয়ান' আছে ষষ্ঠ স্থানে। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 'জওয়ান'-এর আয় প্রায় ১ হাজার ১৪৯ কোটি টাকা। সপ্তম স্থানে রয়েছে শাহরুখেরই ছবি, 'পাঠান'। শাহরুখের কামব্যাক ফিল্ম পৃথিবী জুড়ে বক্স অফিসে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। 'কল্কি' ১ হাজার কোটি টাকার অঙ্ক ছুঁয়ে তালিকায়
অষ্টম স্থানে রয়েছে।
এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ফিল্ম নির্মাতাদের কাছে ব্যবসার অঙ্কে ১ হাজার কোটির মাত্রা ছুঁয়ে ফেলাই যেখানে পরম প্রাপ্তি, সেই ট্রেন্ডকে এবার নতুন চ্যালেঞ্জ দিতে চলেছেন এসএস রাজামৌলি। সূত্রের খবর, রাজামৌলি তাঁর আগামী ছবির প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকার গভীর অরণ্য। পুরাণে বর্ণিত হনুমানের কাহিনির ছায়ায় মহেশবাবুর চরিত্রটিকে তৈরি করা হয়েছে বলেই গুঞ্জন সিনেদুনিয়ায়। কয়েকটি ইন্টারন্যাশনাল স্টুডিও রাজামৌলির এই ছবির সঙ্গে যুক্ত থাকবে। আন্তর্জাতিক টেকনিক্যাল টিম নিয়ে আফ্রিকায় গিয়ে শ্যুটিং করবেন তিনি। ভিয়েতনাম থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে স্টান্ট-অ্যাক্টরদের একটি বিশাল টিমকে। এস এস রাজামৌলির বাবা ভি. ভিজয়েন্দ্র প্রসাদ এই ছবিটির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন। আরআরআর-এর পর এই ছবিতেও সঙ্গীত পরিচালনা করছেন অস্কার এবং গ্র্যামি জয়ী এম এম কিরাভানি।