Karan Johar Update: বাড়ি ফিরছেন অসুস্থ মা হিরু জোহর, হাসপাতাল থেকে ভিডিও পোস্ট কর্ণের
Karan Johar Update: বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হিরু জোহর। গত আট মাসে পরপর দু'বার অস্ত্রোপচার হয় তাঁর। আজ বাড়ি ফিরলেন তিনি। হাসপাতাল থেকে ভিডিও শেয়ার করলেন কর্ণ জোহর।
নয়াদিল্লি: অস্ত্রোপচারের পর বাড়ি ফিরছেন মা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মা হিরু জোহরের (Hiroo Johar) স্বাস্থ্য সম্বন্ধে ভিডিও পোস্ট করলেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। ক্যাপশনে মাকে 'সুপারহিরো' (Superhero) বলে সম্বোধন করেন পরিচালক। তিনি জানিয়েছেন, করোনা অতিমারীর মধ্যে গত ৮ মাসে মোট দুটি সার্জারি হয়েছে হিরু জোহরের। ঠাকুমার জন্য কেক সাজিয়ে বাড়িতে অপেক্ষা করছে কর্ণের দুই সন্তান যশ ও রুহি। সেই কথাও জানিয়েছেন তিনি।
View this post on Instagram
ভিডিওয় হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায় হিরু জোহরকে। তাঁকে কর্ণ জোহর জিজ্ঞেস করেন সকলের জন্য তিনি কোনও বার্তা দিতে চান কি না। স্বভাবতই ডাক্তার এবং হাসপাতালের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে ছোট্ট বার্তা দেন হিরু জোহর। ভিডিও শেষে মজা করে কর্ণ জোহরের বক্তব্য, 'অ্যান্ড দ্য অস্কার গোজ টু...'।
আরও পড়ুন: অর্থ পাচার মামলায় সাক্ষী হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ ইডি-র
আপাতত সুস্থ হিরু জোহর। বাড়ি ফিরছেন তিনি। ক্যাপশনে কর্ণ লেখেন, 'আমার মা, আমার সুপারহিরো। লকডাউনে গত ৮ মাসে মায়ের দু'টো বড় অস্ত্রোপচার হয়েছে।' স্পাইনাল সার্জারি ও হাঁটুর অস্ত্রোপচার হয়েছে বলে জানান পরিচালক। প্রায় ৭৯ বছর বয়সে এমন দু'টো বড় অস্ত্রোপচারের ধকল সামলানো কম কথা নয়। তবে তাঁর মনের জোরেই এই লড়াই জিতেছেন তিনি, বক্তব্য কর্ণের।