Adipurush Teaser: 'আদিপুরুষ' নিয়ে সমালোচনার ঝড়, এবার মুখ খুললেন পরিচালক রাম গোপাল বর্মা
Ram Gopal Varma: 'আদিপুরুষ' নিয়ে একাধিক নেটিজেনের একাধিক মন্তব্যে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। অনেকের মতে এই ছবি তৈরি করে দক্ষিণী তারকা প্রভাসের নাম খারাপ করার চেষ্টা করছে বলিউড।
নয়াদিল্লি: ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush) একের পর এক সমালোচনার সম্মুখীন। টিজার মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে এই ছবিকে। কেউই হয়তো কল্পনাও করেননি যে এত বড় বাজেটে বহু প্রতীক্ষিত ছবি মুক্তির আগেই এমন সমালোচনার মুখে পড়বে। এবার এই সমস্ত সমালোচনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন বর্ষীয়ান চিত্র পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)।
কী বললেন আর জি ভি?
এক সাক্ষাৎকারে এই ছবি সম্পর্কে রাম গোপাল বর্মা বলেন, 'এর থেকে বড় হাসির কথা আমি জীবনে কখনও শুনিনি।' ছবিতে সেফ আলি খানের লুক নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তাঁর মন্তব্য, 'রামকে কেমন দেখতে, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল। যখন আদিপুরুষ আমাদের সেই ধারণার থেকে আলাদা, তখন অনেকেই সেটা নিয়ে সমালোচনা করছেন। সত্যি কথা বলতে, রাবণ হিসেবে সেফ আলি খানের লুক আমার পছন্দ হয়নি। কারণ ছোট থেকেই আমি এস ভি রানাগা রাওকে রাবণাসুর হিসেবে দেখে এসেছি। রাবণের লম্বা চুল ছিল, রাজকীয় চেহারা ছিল। যখন আমি সেফ আলি খানকে দেখলাম, খানিক দুঃখই পেলাম। গণতান্ত্রিক রাষ্ট্রে, সকলেরই নিজের পছন্দ মতো কাজ করার অধিকার আছে। যদি কোনও ছবি পছন্দ না হয় তাহলে দেখো না, যদি ভাল লাগে দেখো। সবচেয়ে বড় কথা, ট্রোল করে অন্যের স্বাধীনতা হরণ করা উচিত নয়।'
View this post on Instagram
অন্যদিকে, 'আদিপুরুষ' নিয়ে একাধিক নেটিজেনের একাধিক মন্তব্যে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। অনেকের মতে এই ছবি তৈরি করে দক্ষিণী তারকা প্রভাসের নাম খারাপ করার চেষ্টা করছে বলিউড। ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ভিএফএক্স নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ছবিকে। বেশিরভাগের মতে, নির্মাতারা দর্শকের আবেগে আঘাত করেছেন। প্রসঙ্গত, 'আদিপুরুষ' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ১২ জানুয়ারি।
আরও পড়ুন: Karnasubarner Guptodhon: ৭ দিনে রেকর্ড ব্যবসা! বক্স অফিসে ঝড় তুলছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'