Karnasubarner Guptodhon: ৭ দিনে রেকর্ড ব্যবসা! বক্স অফিসে ঝড় তুলছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'
Box Office Collection:এদিন SVF-এর ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ছোট্ট ভিডিওয় পোস্ট করা হয় ব্যবসার অঙ্ক। ক্যাপশনে লেখা হয়, '৭ দিনেই নতুন রেকর্ড! বক্স অফিসে নতুন বেঞ্চমার্ক তৈরি করল কর্ণসুবর্ণের গুপ্তধন।'
কলকাতা: গত ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)। এক সপ্তাহ পেরিয়ে গেছে। কেমন ব্যবসা করল ছবিটি? ঘোষণা করা হল প্রযোজনা সংস্থা 'এসভিএফ'-এর তরফে।
'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর এক সপ্তাহের ব্যবসা
শুক্রবার, ৭ অক্টোবর, প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূর্ণ করল সোনাদার নতুন অ্যাডভেঞ্চার সফর। সোনাদা, আবীর, ঝিনুকের তৃতীয় রহস্য উদঘাটন, 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও ইশা সাহা (Ishaa Saha) অভিনীত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' প্রেক্ষাগৃহে বেশ ভালই ব্যবসা করেছে তা এদিন প্রযোজনা সংস্থার পোস্টেই স্পষ্ট। উৎসবের মরসুমে মাত্র ৭ দিনে এই ছবি সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
View this post on Instagram
এদিন এসভিএফের ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ছোট্ট ভিডিওয় পোস্ট করা হয় ব্যবসার অঙ্ক। ক্যাপশনে লেখা হয়, '৭ দিনেই নতুন রেকর্ড! বক্স অফিসে নতুন বেঞ্চমার্ক তৈরি করল কর্ণসুবর্ণের গুপ্তধন। সগৌরবে চলছে।' সেই ট্যুইট রিট্যুইট করে পরিচালক লেখেন, 'বড় ঘোষণা। আমাদের প্রিয় দর্শকদের অসংখ্য ধন্যবাদ।'
The BIG Announcement is here… thanks to our loving audience 😊@shrikantmohta @iammony @itsmeabir @Arjun_C @m_ishaa @bickramghosh @abhishekdagaa @indraroy @AhanaSVF @iamrpdaw @DebasisSpeaking https://t.co/76cqcowwfJ
— dhrubo banerjee (@dhrubo_banerjee) October 7, 2022
আরও পড়ুন: Belashuru: 'টাপা টিনি'র তালে মাতলেন নব্যা নভেলি, প্রশংসায় অভিষেক-শ্বেতা, উচ্ছ্বসিত টিম 'বেলাশুরু'
'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন', সোনাদা ফ্র্যাঞ্চাইজির এই দুই ছবির পর 'কর্ণসুবর্ণের গুপ্তধন' তাঁদের তৃতীয় কাজ।