Dolon-Dipankar Marriage Anniversary: 'ঈশ্বরের সংবিধানে ২৭ বছর', দ্বিতীয় বিবাহবার্ষিকীতে হলুদে মাখামাখি দোলন-দীপঙ্কর
আজ ২ বছরে পা দিল তাঁদের আইনি বিবাহ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতী অভিনেত্রী। আইনি বিয়ের ২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দোলন রায়।
কলকাতা: আজ ২ বছরে পা দিল তাঁদের আইনি বিবাহ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতী অভিনেত্রী। আইনি বিয়ের ২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)।
২০২০ সালের ১৮ জানুয়ারি বিবাহবন্ধনে (Marriage Anniversary) আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey) ও অভিনেত্রী দোলন রায়। একেবারে নতুন বর-কনের মতোই সেজে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। দোলনের পরণে ছিল লাল বেনারসি ও সোনার গয়না। অন্যদিকে গরদের পাজামা-পাঞ্জাবিতে সেজেছিলেন দীপঙ্কর। অভিনেতা অভিনেত্রীর আইনি বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু চেনা মুখেরা। অতিথি অভ্যাগতদের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়ে নবদম্পতিকে।
আজ সেই খাতায় কলমে বিয়ের ২ বছর পূর্তি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন দোলন রায়। সেখানে তাঁর ও দীপঙ্করের একাধিক নতুন ছবি দেখা গিয়েছে। দুজনের পরণেই হলুদ পোশাক, যেন গায়ে হলুদের সকাল। হলুদ তাঁতের শাড়ি পরেছেন দোলন। তাঁর গলায় লম্বা হার, মাথায় গোলাপ ফুল। আর দীপঙ্কর পরেছিলেন কমলা আর হলুদে মেশানো টি শার্ট, তার ওপর হলুদ শীতপোশাক। একে অপরের সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয়-কৃতীর 'বচ্চন পাণ্ডে'
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে দোলন লিখেছেন, 'সংবিধানে আজ আমাদের ২ বছর। ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন, এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।'
একাধিকবার সম্পর্ক, 'লিভ-ইন' ও বয়সের ফারাক নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন দোলন ও দীপঙ্কর। ২৫ বছর আগে টলিউড অভ্যস্থ ছিল না 'লিভ-ইন' সম্পর্কে। সেসময়ে টলিউডের অলিতে গলিতে কান পাতলেই তাঁদের সম্পর্কের গসিপ শোনা যেত। কিন্তু সেই সব সমালোচনাকে হেলিয়ে এড়িয়ে দীর্ঘ সময় ধরে একসঙ্গে থেকেছেন তাঁরা। এরপর, ২০২০ সালে রেজিস্ট্রি করে আইনি বিয়ে সারেন দীর্ঘদিনের এই জুটি।
বিয়ের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। অন্যদিকে নিজের অভিনয় জীবনও চালিয়ে যাচ্ছেন দোলন। সম্প্রতি নতুন ছবি 'পাকা দেখা'-তে সুমন্তর বিপরীতে অভিনয় করেছেন দোলন রায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়।