Durnibar Saha: 'আরও বেশি ভালবাসি', মীনাক্ষি নয়, সোশ্যাল মিডিয়ায় নতুন প্রেমের কথা স্বীকার দুর্নিবার সাহার
Durnibar Saha Relationship: রবিবার সক্কাল সক্কাল ফেসবুকে নিজেদের একটি ছবি পোস্ট করে প্রেমের কথা ঘোষণা করলেন ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলার এই পোস্টে কমেন্ট করেছেন দুর্নিবার নিজেও।
কলকাতা: অবশেষে সমস্ত বিতর্কে ইতি টানলেন তিনি। নতুন পোস্টেই পরিষ্কার হয়ে গেল গায়ক দুর্নিবার সাহার (Durnibar Saha) ব্যক্তিগত জীবনের সমীকরণ। ফেসবুক পোস্ট (Facebook Post) করে সর্বসমক্ষে স্বীকার করে নিলেন যে তিনি আবার প্রেমে পড়েছেন। সেই সঙ্গে স্ত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Meenakshi Mukherjee) সঙ্গে বিচ্ছেদের খবরেও পড়ল সিলমোহর।
ফেসবুকে প্রেমের কথা স্বীকার দুর্নিবার সাহার
রবিবার সক্কাল সক্কাল ফেসবুকে নিজেদের একটি ছবি পোস্ট করে প্রেমের কথা ঘোষণা করলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। ক্যাপশনে লিখলেন, 'তুমি সঙ্গে থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে। আমার জীবনে এসে সেটাকে আরও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি তোমাকে ভালবাসি।' একইসঙ্গে তিনি আরও লেখেন, 'হ্যাঁ, ও আমার সবসময়ের জন্য।'
ঐন্দ্রিলার এই পোস্টে কমেন্ট করেছেন দুর্নিবার নিজেও। লিখেছেন, 'নিয়তি। তোমাকে ভালবাসি। আরও বেশি ভালবাসি।'
'সা রে গা মা পা' সঙ্গীত অনুষ্ঠানে মাধ্যমে দুর্নিবার সাহা জনপ্রিয়তা লাভ করেন। কয়েক মাস ধরেই সঙ্গীত দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছিল দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায়ের বিচ্ছেদের গুঞ্জন। শোনা গিয়েছিল, সদ্য সাত পাকে বাঁধা পড়া এই সুরেলা-জুটির বিয়ে বিয়ে ভাঙতে চলেছে।
আরও পড়ুন: Kesariya Song Out: অবশেষে প্রকাশ্যে! মুক্তি পেল রণবীর-আলিয়ার প্রেমের গান 'কেসরিয়া'
প্রসঙ্গত, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে হিন্দু রীতি মেনে বিয়ে সারেন দুর্নিবার-মীনাক্ষি। তবে রেজিস্ট্রি হয়েছিল আগেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে তাঁদের ছবি পোস্ট করতে দেখা যেত। একসঙ্গে গান গাওয়া থেকে ঘুরতে যাওয়া, বিভিন্ন ছবি-ভিডিওই শেয়ার করতেন তাঁরা। তবে সম্প্রতি সেই সবকিছুতে ভাটা পড়েছিল। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল তাঁদের বিয়ে ভাঙার মুখে। এবার সেই খবরের গুঞ্জনেই সিলমোহর পড়ল।