Ankush-Mimi: বেটিং অ্যাপ মামলা জড়িয়ে অঙ্কুশ-মিমির নামও! টলি তারকাদের কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED?
Mimi Chakraborty Ankush Hazra: সমস্ত অভিনেতা অভিনেত্রী ও ক্রিকেটের তারকাদের মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

কলকাতা: বেটিং অ্যাপ মামলায় এর আগেই বলিউডের অভিনেতা অভিনেত্রী আর ২২ গজের তারকাদের সঙ্গে তলব করা হয়েছিল বাংলার ২ অভিনেতা অভিনেত্রী, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আর অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। আর আজ এই মামলায়, বড়সড় পদক্ষেপ নিল ইডি। সমস্ত অভিনেতা অভিনেত্রী ও ক্রিকেটের তারকাদের মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর এই তালিকায় নাম রয়েছে মিমি আর অঙ্কুশেরও। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের বড় অঙ্কের সম্পত্তি।
ইডির তরফে জানানো হয়েছে, অভিনেত্রী মিমি চক্রববর্তীর ৫৯ লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর ইডির তরফ থেকে সবচেয়ে বিস্ফোরক যে তথ্য দেওয়া হয়েছে, তা হল, একেবারেই অজান্তে নয়, গোটা বিষয়টা সম্পর্কে জেনেই এই বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সমস্ত তারকারাই। এই অ্যাপটি কোনওরকম অনুমতি ছাড়াই ভারতে বেটিংয়ের ব্যবসা চালাচ্ছিল। অভিনেতা অভিনেত্রী ও ক্রিকেটারদের অ্যাকাউন্টে যে টাকা আসত, সেখানে উল্লেখ থাকত না সেই টাকার সঠিক উৎস। গোটা বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন অভিনেতা অভিনেত্রী ও ক্রিকেটার রা।
প্রসঙ্গত, 'রক্তবীজ ২' ছবির মুক্তির আগে, সেই ছবির প্রচার চলাকালীন মিমি আর অঙ্কুশকে তলব করা হয়েছিল। সেই সময়ে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেছিলেন, সিনেমার প্রচারে সাহায্যই নাকি করে দিয়েছে ইডি। প্রচারের মধ্যেও মিমি ও অঙ্কুশ ২ জনেই দিল্লি গিয়ে হাজিরা দিয়েছিলেন ইডির দফতরে। সেখানে তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, ওই অ্যাপের সঙ্গে যাঁরা চুক্তিবদ্ধ হয়েছিলেন, তাঁদের প্রত্যেককেই তলব করা হয়েছে। ইডির তরফ থেকে তাঁকে কিছু রুটিন প্রশ্ন করা হয়েছে। এই ধরণের প্রশ্ন সবাইকেই করা হয়েছে। ইডির তরফে তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেই সমস্ত নথি ও তিনি জমা দিয়ে দিয়েছেন। আগামীদিনে ইডির তরফে এই বিষয়ে তদন্ত সংক্রান্ত কোনও প্রয়োজন হলে তিনি সম্পূর্ণ সহযোগীতা করবেন।
কোন তারকার কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল?
জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় ৮ কোটি কাটার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। কোন তারকার কত টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, রইল তার তালিকা
- মিমি চক্রবর্তী: ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- অঙ্কুশ হাজরা: ৪৭ লক্ষ ২০ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- সোনু সুদ: ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- নেহা শর্মা: ১ কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- মীরা রাউতেলা (ঊর্বশী রাওতেলার মা): ২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- যুবরাজ সিংহ: ২ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে
- রবীন উথাপ্পা: ৮ লক্ষ ২৬ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে






















