এক্সপ্লোর
Advertisement
বাগী-টু ছবিতে মাধুরীর সেই এক দো তিন এর নতুন ভার্সনে ক্ষুব্ধ তেজাব পরিচালক, আইনি ব্যবস্থা নিচ্ছেন
নয়াদিল্লি: নয়ের দশক মাতিয়ে তোলা 'এক দো তিন' গানটিকে যেভাবে মুক্তির অপেক্ষায় থাকা বাগী-টু ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে, তাতে প্রবল ক্ষুব্ধ পরিচালক এন চন্দ্রা। মাধুরী দীক্ষিতের নাচ গানটিকে নতুন মাত্রা দিয়েছিল। যে তেজাব ছবিতে গানটি ছিল, তার পরিচালক চন্দ্রা।
বাগী টু-তে সেই গানেই নেচেছেন হালের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু চন্দ্রার অভিযোগ, মাধুরীর নজরকাড়া নাচের কিছুই নেই জ্যাকলিনের নাচে। জনপ্রিয় গানটির নতুন ভার্সন সর্বনাশ করে ছেড়েছে আসল গানটির। মাধুরীর সেই নাচের কোরিওগ্রাফার সরোজ খানই তাঁকে এক দো তিন-এর নতুন সংস্করণটির কথা বলেন বলে জানিয়েছেন চন্দ্রা।
প্রবল বিরক্তি সহকারে তিনি বলেছেন, ভাবতে পারছি না, ওরা এক দো তিন-এর এমন হাল করেছে। এটা কল্পনাতীত খারাপ, আবর্জনা। আর মাধুরী দীক্ষিতের জায়গায় জ্যাকলিন ফার্নান্ডেজ! এ তো সেন্ট্রাল পার্ককে বোটানিক্যাল গার্ডেন বানানো। মাধুরীর নাচে কী সৌন্দর্য্যই না ছিল।
বাগী-টু ২০১৬-র ছবি বাগী-র সিক্যুয়েল। রয়েছেন টাইগার শ্রফ, দিশা পাটানি।
শিল্পকর্ম সৃষ্টির নামে এ ধরনের গুন্ডামির বিরুদ্ধে আইন থাকা উচিত বলে মনে করেন চন্দ্রা। তিনি বলেছেন, আমাদের সৃষ্টিকে সুরক্ষিত রাখার কোনও আইন নেই। তাই যে কেউ তাকে নিয়ে যা খুশি করতে পারে! মনে আছে, কয়েক বছর আগে রাহুল দেব বর্মনের দম মারো দম গানটাকেও একইভাবে বিকৃত করা হয়েছিল।
রোহন সিপ্পির দম মারো দম-এর কথাই বলতে চেয়েছেন তিনি। সেই ছবিতে হরে রাম হরে কৃষ্ণ ছবির আশা ভোঁসলের গাওয়া কালজয়ী গান দম মারো দম-এর ওপর আইটেম নাম্বার করেছিলেন দীপিকা পাড়ুকোন।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন চন্দ্রা। ঘটনাচক্রে এক দো তিন-এর নয়া ভার্সনের শ্যুটিংয়ের সময় সেটে নাকি সরোজ খান, গনেশ আচারিয়া হাজির ছিলেন। সরোজ খান অবশ্য চন্দ্রার মতো প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।
বাগী-টু রিলিজ হচ্ছে ৩০ মার্চ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement