Feluda: ১৭ জুন মুক্তি পাবে সৃজিত-টোটার 'ফেলুদার গোয়েন্দাগিরি'
Feludar Goyendagiri: আজ সোশ্যাল মিডিয়ায় সিরিজের নতুন পোস্টার শেয়ার করে নিলেন স্বয়ং পরিচালক। জুন মাসের ১৭ তারিখ 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'
কলকাতা: জুনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা (Feluda)। 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat)-এর গল্পের আদলে তৈরি হচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি' (Feludar Goyendagiri)। আজ সোশ্যাল মিডিয়ায় সিরিজের নতুন পোস্টার শেয়ার করে নিলেন স্বয়ং পরিচালক। জুন মাসের ১৭ তারিখ 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'।
মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে (Tota RoyChowdhury)। টলিউড থেকে শুরু করে বলিউড, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ব্যস্ত পরিচালক। তবে ফেলুদার ছবির শ্যুটিং করার সময় নাকি সবচেয়ে খুশি থাকেন তিনি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিছেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'
আরও পড়ুন: Shruti Das: বাঁকুড়ার শুশুনিয়ায় স্বর্ণেন্দু-শ্রুতি, সঙ্গী অভিনেত্রীর পরিবারও
'ছিন্নমস্তার অভিশাপ'-এ প্রশংসা আর সমালোচনা দুইই পেয়েছিলেন টোটা। 'দার্জিলিং জমজমাট'-এর সময় সেগুলো কীভাবে কাজে লাগালেন তিনি? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে টোটা বলেছিলেন, 'সঠিক সমালোচনা আমার কাছে উপহার বলে মনে হয়। সবসময় মনে হয়, সেগুলো মাথায় রাখলে নিজেকে আরও ভালো করতে সুবিধা হবে। আমরা, অভিনেতারা নিজেদের ভুলগুলো বুঝি। তাই যেটা সৎ সমালোচনা সেটা আমরা ধরতে পারি আর সেগুলো নিয়ে চিন্তাভাবনাও করি। তবে অযথা সমালোচনা অবান্তর। সমস্ত সমালোচনাই মাথায় রেখে গোটা টিম, বিশেষ করে আমি দার্জিলিং জমজমাট-এ কাজ করেছি। দর্শকদের বলব কী পার্থক্য লক্ষ্য করলেন, দেখে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকব।'