Shruti Das: বাঁকুড়ার শুশুনিয়ায় স্বর্ণেন্দু-শ্রুতি, সঙ্গী অভিনেত্রীর পরিবারও
'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি।
কলকাতা: রুক্ষ জমিতে, কখনও পাহাড়ের কোলে জমে উঠেছে তাঁদের প্রেম। প্রেমিক আর পরিবারের সঙ্গে বাঁকুড়া পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। সেখানে অভিনেত্রীর পাশেই দেখা মিলল তাঁর পরিচালক-প্রযোজক প্রেমিকের। স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)।
তাঁদের প্রেম ইন্ডাস্ট্রিতে চর্চার বিষয়। কেবল তাঁদের বয়স নয়, শ্রুতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও হয়েছে প্রচুর। তাঁর গায়ের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুকামনাও করেছিলেন নেটিজেনদের একাংশ। শ্রুতি অবশ্য চিরকালই ডাকাবুকো। সেই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
আরও পড়ুন: Prapti: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে এবার সেলুলয়েডে মুড়ে আসছে 'প্রাপ্তি'
সেই ঝলমলে মুহূর্তে আরও কিছু ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। লিখেছেন, 'বাঁকুড়ায় আমাদের প্রথম দিন। গোলাপি সাদা পাঞ্জাবি আর চশমায় স্বর্ণেন্দু। আর নীল ডেনিম আর কালো টপে পাশেই শ্রুতি। লম্বা চুলে খোঁপা। আপাতত 'গৌরী এল' ধারাবাহিকের পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন স্বর্ণেন্দু। তার ফাঁকেই ছুটি নিয়ে প্রেমিকার সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন তিনি। বাঁকুড়া সফর হবে প্রেমে মাখা।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিল পোস্ট করেছিলেন শ্রুতি। সাদা কালো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দোলনায় বসে রয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। কখনও শ্রুতি আদর করে মাথা রাখছেন স্বর্ণেন্দুর কাঁধে। আবার কখনও গাল টিপে খুনসুটি করছেন। ক্যাপশানে অভিনেত্রী লিখছেন, 'বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আমার সঙ্গীর বয়স প্রায় ৪০ আর তাতে আমি গর্বিত। ও কখনও আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কখনও শিক্ষক, কখনও প্রেমিক, কখনও স্বামী কখনও পথপ্রদর্শক আবার কখনও আমার সন্তানও। ও আমায় যেভাবে ভালোবাসে সেটাকে আমি ভালোবাসি। সমস্ত সমালোচনা, খারাপ মন্তব্য, মৃত্যুকামনা, কদর্য ভাষায় আক্রমণ, সবকিছু পেরিয়েও ওকে আমি ভালোবাসি। স্বর্ণেন্দু, একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবাসি।'