Film Fatafati: 'মোটা ছিলাম বলে ক্লাস ফাইভ থেকে শুরু হয় ডায়েট, মানসিক অবস্থার কথা কেউ ভাবেনি'
Fatafati Movie: 'প্লাস সাইজের তথ্যটা কিন্তু একজন মানুষকে আর পাঁচজনের থেকে আলাদা করে একটা শ্রেণীতে ভাগ করে দেয়। সমাজে অনেক জায়গা আছে, যেখানে কাঙ্খিত চেহারা না হলেই তাকে অস্বাভাবিক বলে দাগিয়ে দেওয়া হয়।
কলকাতা: রাত পেরোলেই মুক্তি পাবে অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee)-র নতুন ছবি, 'ফাটাফাটি' (Fatafati)। ইতিমধ্যেই এই ছবি পাড়ি দিয়েছে বিদেশে। রোগা হোক বা মোটা.. নিজেকে ভালবাসার কথাই বলে এই ছবি। আর এবার, এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে, বডি শেমিং নিয়ে মুখ খুললেন মার্কিন কনসাল জেনেরাল মেলিন্ডা পাভেক।
কী বলছেন তিনি? প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে তিনি বলছেন, 'শুধু মানুষকে শরীর নিয়ে কথা শুনে, অপদস্থ হতে দেখেছি তা নয়, নিজেরও বহুবার এই অভিজ্ঞতা হয়েছে। আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন শরীরের গঠন, গায়ের রঙ, প্রতিভা নিয়ে জন্মেছি। আমরা যখন কাউকে ,মোটা বা রোগা বলে দাগিয়ে দিই, আমাদের মূল্যবোধই হারিয়ে যায়। প্রত্যেকটা মানুষই নিজের মতো করে স্বাভাবিক। কেউ অস্বাভাবাবিক নয়। মানুষ তুলনা টানতে ভালবাসে তাঁরা নিজেদের নিয়ে স্বচ্ছন্দ্য নয় বলে। আমাদের নিজেদের গায়ের রঙ, শারীরিক গঠন, সবকিছু নিয়েই খুশি থাকা উচিত। শুধু তাই নয়, দেখা উচিত অন্যরাও যেন নিজেদের নিয়ে খুশি থাকে।'
'প্লাস সাইজের তথ্যটা কিন্তু একজন মানুষকে আর পাঁচজনের থেকে আলাদা করে একটা শ্রেণীতে ভাগ করে দেয়। সমাজে এখনও অনেক জায়গা আছে, যেখানে কাঙ্খিত চেহারা না হলেই তাকে অস্বাভাবিক বলে দাগিয়ে দেওয়া হয়। যেন সমাজে তাঁদের কোনও গুরুত্বই নেই। আমরা তাঁদের সম্মানের চোখেই যেন দেখি না। সম্মান অর্জন করতে গেলেও তাঁদের যেন যুদ্ধ করতে হয়।'
এরপর, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন মেলিন্ডা। বলেন, 'আমি জীবনে কোনোদিনও ছিপছিপে ছিলাম না। আমি তখন ক্লাস ফাইভে পড়ি, আমার বাবা-মা আমায় চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন থেকে শুরু হয় আমার ডায়েট। বাবা-মা মনে করছিলেন, আমার জন্য ওঁরা সবচেয়ে ভাল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেটা কি আদৌ আমার মানসিক অবস্থার জন্য ভাল ছিল? খাওয়াদাওয়ার প্রতি আমার চিন্তাধারাই বদলে যায়। আমি চাই, আমার পরবর্তী প্রজন্ম এমন একটা সমাজে বসবাস করুক, যেখানে এমন পরিস্থিতি তৈরিই না হয়। আমাদের একজনেরই কথা শোনা উচিত, সেটা হল নিজের মনের কথা। কারণ তাকেই তো আমরা সবসময় সব জায়গায় বয়ে নিয়ে চলি।'
আরও পড়ুন: Sugar Cravings: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা
আরও পড়ুন:Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?
View this post on Instagram