Cinematograph Amendment Bill: ছবি মুক্তির পর রেকর্ড করলেই ৩ বছরের জেল, পাইরেসি রুখতে বিল পাশ রাজ্যসভায়
Cinematograph Amendment Bill 2023: রাজ্যসভার তরফে সদ্য পাশ করানো হয়েছে সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩। কী কী বলা হয়েছে এই বিলে ?
মুম্বই: ফিল্ম পাইরেসিতে পাকড়াও হলেই কপালে জুটবে শ্রীঘর। সঙ্গে মোট অঙ্কের জরিমানাও। আজ্ঞে হ্যাঁ, রাজ্যসভার তরফে সদ্য পাশ করানো হয়েছে সিনেমাটোগ্রাফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩ (The Cinematograph Amendment Bill 2023)। এই বিলে সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, কোনও ব্যাক্তি যদি সিনেমার পাইরেটেড কপি বানান, তাহলে অভিযুক্তের তিন বছরের জেল হবে। এখানেই শেষ নয়, ওই সিনেমা প্রোডাকশনের ৫ শতাংশ হিসেবে তাঁকে জরিমানাও করা হবে। এই বিলকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি।
প্রসঙ্গত, গতসপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্টের বদল চেয়ে রাজ্যসভায় এই বিলের প্রস্তাব আনেন। যাতে মূলত পাইরেসির মতো বিপুল ক্ষতির হাত থেকে মুক্তি পায় নির্মাতারা। কারণ এর ভুরিভুরি উদাহরণ রয়েছে আমাদের দেশে। মূলত কোনও ছবি আমাদের দেশে মুক্তি পেলেই তা রেকর্ড করে অন্যান্য মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। আগে রেকর্ড করে সিডি ক্যাসেটে তা বিক্রি হত। এখন ডিজিট্যালাইজেশনের যুগে অনলাইনে আরও দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির পর এই কারণে বিপুল ক্ষতির মুখে পড়েন ছবি নির্মাতারা। তাই এবার এই অপরাধের যবনিকা টানতেই নয় বিল পাশ করানো হয়েছে।
A Historic Day For Our Film Industry!
— Anurag Thakur (@ianuragthakur) July 31, 2023
After the successful passage of The Cinematograph (Amendment Bill) 2023 in the Rajya Sabha, the bill also got passed in the Lok Sabha.
India is known as the country of story-tellers and has the distinction of producing the highest number of… pic.twitter.com/wv5M8Sq6tS
পিটিআই সূত্রে খবর, এই বিলের মাধ্যমে সার্টিফিকেট ক্যাটাগরি আনার কথাও ভাবা হয়েছে। এর মধ্যে রয়েছে ইএ ৭ +,ইউএ ১৩ +এবং ইউএ ১৬+ । পাশাপাশি এই বিলের মাধ্যমে, সিনেমাটোগ্রাফ অ্যাক্টের মধ্য়ে, একাধিক নতুন বিভাগ যুক্ত করার কথাও ভাবা হয়েছে। এখানে ছবি রেকর্ডিং পাইরেসি রুখতে সেকশন ৬এএ এবং এর পদর্শন আটকানোর জন্য সেকশন ৬এবি রাখা হয়েছে।
আরও পড়ুন, মিলেছে গ্রীন সিগন্যাল, রাত পেরোলেই 'OMG 2'-র ট্রেলর লঞ্চ
বিল পাশ হওয়ার দিন রাজ্যসভায় অনুরাগ ঠাকুর বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটি একটি ঐতিহাসিক দিন। রাজ্যসভায় সিনেমাটোগ্রাফ (সংশোধনী বিলটি পাশ হওয়ার পরে লোকসভাতেও পাশ হয়েছে। ভারত অন্যতম সেরা গল্পকথকের (স্টোরি টেলর) দেশ হিসেবে পরিচিত।ভারতীয় ছবি আমাদের দেশের সংষ্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।' তাই পাইরেসিকে কোনওভাবেই আর বরদাস্ত নয়,' সরকার একে নির্মূল করতে চায়', বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।