![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bollywood Cinema: 'বীর জ়ারা' থেকে শুরু করে 'তাল', 'তেজাব', চলতি মাসে বড়পর্দায় মুক্তি পাবে কোন কোন পুরনো হিট সিনেমা?
Bollywood Film: কিছু শো চলতি মাসে রিলিজ করবে ঠিক হয়ে গেলেও এখনও প্রকাশ্যে আনা হয়নি সেই সমস্ত ছবির মুক্তির দিন। হল মালিকেরা সম্ভবত চলতি ছবির ব্যবসাকে বুঝে নিতে চাইছেন।
![Bollywood Cinema: 'বীর জ়ারা' থেকে শুরু করে 'তাল', 'তেজাব', চলতি মাসে বড়পর্দায় মুক্তি পাবে কোন কোন পুরনো হিট সিনেমা? from Veer Zara to Taal Teezab Pardesh Know which film going to be released on this month Entertainment Bollywood Bollywood Cinema: 'বীর জ়ারা' থেকে শুরু করে 'তাল', 'তেজাব', চলতি মাসে বড়পর্দায় মুক্তি পাবে কোন কোন পুরনো হিট সিনেমা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/01/722b5b7befb3956b6a9b8f04de464afd172518839063149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এ যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে ফিরে দেখা। এর আগেই শোনা গিয়েছিল চলতি মাসে মুক্তি পাচ্ছে আর মাধবন (R Madhavan) ও দিয়া মির্জা (Dia Mirza) অভিনীত ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে' (Rehnaa Hai Terre Dil Mein)। তবে কেবল এই একটি ছবিই নয়, সেপ্টেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একাধিক পুরনো ছবি। তালিকায় রয়েছে কোন কোন ছবি, একবার দেখে নেওয়া যাক
সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টা (Preeti Zinta), রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত ছবি বীর জারা (Veer Zara)। বলিউড হাঙ্গামা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবি। শাহরুখ-প্রীতির দুর্দান্ত রসায়ন দর্শক বড়পর্দায় দেখার সুযোগ পাবেন আরও একবার।এখনও পর্যন্ত কিছু পরিমাণ প্রেক্ষাগৃহ আর শো ঠিক করা হয়েছে। দর্শকদের চাহিদা অনুযায়ী, তা বাড়ানো হতে পারে।
শাহরুখ খান ও মহিমা চৌধুরী (Mahima Chaudhry)-র ছবি 'পরদেশ' মুক্তি পাওয়ার কথা চলতি মাসের শেষের দিকে হয় ২০ সেপ্টেম্বর নাহলে ২৭ সেপ্টেম্বর। বড়পর্দায় সেই সময়ে দুর্দান্ত ব্যবসা করেছিল এই ছবিটি। সেটিই আবার মুক্তি পেতে পারে চলতি মাসে।
ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অক্ষয় খান্না (Akshay Khanna) ও অনিল কপূর (Anil Kapoor) অভিনীত 'তাল' (Taal) ছবিটিও মুক্তি পেতে পারে চলতি মাসেই। এই ছবির গল্প তো বটেই, এ আর রহমানের মিউজিকও এই ছবির অন্যতম আকর্ষণ। সেটাই বড়পর্দায় দেখার সৌভাগ্য হতে পারে দর্শকদের। এক্ষেত্রেও জানানো হয়েছে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে শো বাড়ানো হবে।
অনিল কপূরের কেবল এই একটি ছবিই নয়, তাঁর আরও একটি হিট সিনেমা 'তেজাব'-ও মুক্তি পাওয়ার কথা চলতি মাসেই। মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit)-এর সেই আইকনিক 'এক দো তিন' খানের নাচকে বড়পর্দায় দেখার আকর্ষণেই দর্শকেরা ভিড় জমাতে পারেন বলে ধারণা হল মালিকদের। তবে কিছু শো চলতি মাসে রিলিজ করবে ঠিক হয়ে গেলেও এখনও প্রকাশ্যে আনা হয়নি সেই সমস্ত ছবির মুক্তির দিন। হল মালিকেরা সম্ভবত চলতি ছবির ব্যবসাকে বুঝে নিতে চাইছেন।
আরও পড়ুন: Ankita Lokhande: বাবা-মা হলেন ভিকি-অঙ্কিতা! পরিবারে এল নতুন সদস্য!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)