Ganapath: 'অ্যাকশন অবতার'-এ অভিনেত্রী কৃতি শ্যানন, লন্ডনে শুরু করলেন 'গণপথ' ছবির শ্যুটিং
Kriti Sanon in Ganapath: 'গণপথ' ছবিতে একাধিক অ্যাকশন সিন দেখতে চলেছেন দর্শকরা। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি 'অ্যাকশন' ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কৃতি শ্যানন। নয়া অবতারে নজরকাড়া অভিনেত্রী।

মুম্বই: ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা উৎসুক হয়ে আছেন টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত 'গণপথ' (Ganapath) ছবির জন্য। 'হিরোপন্থি'-এর পর ফের একবার পর্দায় দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে। দীর্ঘ সময়ের পর রুপোলি পর্দায় ফের তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা। 'গণপথ' ছবির গোটা টিম আপাতত লন্ডনে শ্যুটে ব্যস্ত।
শ্যুটিংয়ে যোগ দিলেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon Joins Team Of Ganapath In The UK )
'গণপথ' ছবিতে একাধিক অ্যাকশন সিন দেখতে চলেছেন দর্শক। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি 'অ্যাকশন' ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনেত্রীর এই নয়া অবতার দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের। ভিডিওয় দেখা যাচ্ছে বাইকে চড়ে স্টান্টের জন্য তৈরি কৃতি।
ভিডিওয় লেদার জ্যাকেটে নজর কাড়ছেন কৃতি। ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল তুলেছেন অভিনেত্রী। 'গণপথ' ছবিতে তাঁকে বেশ কিছু 'অ্যাকশন সিক্যোয়েন্স'-এ দেখা যাবে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'শ্যুট মোড অন। গণপথে আমার সফর শুরুর আগে বেশ উৎসাহী। থাকবে প্রচুর অ্যাকশন ও প্রচুর মজা। শুরু করছি আমার লন্ডনের শিডিউল।'
View this post on Instagram
কবে মুক্তি পাচ্ছে 'গণপথ' (‘Ganapath’ Release Date)
বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২২ সালের ২৩ ডিসেম্বর। ক্রিসমাসের মরসুমে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছেন ছবির নির্মাতারা।
ছবির লন্ডন শিডিউলে অভিনেত্রীকে স্বাগত জানিয়েছেন তাঁর 'কো-স্টার' টাইগার শ্রফও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আরও কিছু অ্যাকশন, আরও ধামাকার সময় এসেছে। আমার "লিডিং লেডি"-কে স্বাগত।'






















