Gargi Roychowdhury Exclusive: 'নববর্ষ মানে সুতির পোশাক, প্লাস্টিকের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস'
Gargi Roychowdhury on Noboborsho: ছোটবেলার নববর্ষ মানেই নতুন জামা, আর হালখাতা। কেমন ছিল গার্গীর ছোটবেলার নববর্ষ? অভিনেত্রী বলছেন, 'ছোটবেলায় নববর্ষে হালখাতা করতে বেরনো চাইই চাই। তখন অবশ্য হালখাতা বুঝতাম না। নজর থাকত ওই মিষ্টির বাক্সের ওপর'
কলকাতা: সামনেই নববর্ষ। ছোটবেলায় এই দিনটা মানেই ছিল হালখাতা, নতুন জামা.. বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় জীবন থেকে হারিয়ে যায় এই সব নস্ট্যালজিয়া। তবে এই অভিনেত্রীর কাছে এখনও বাংলা নববর্ষ সমানভাবে বিশেষ। তিনি গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)। নববর্ষ মানেই তাঁর কাছে সুতির শাড়ি, বন্ধুরা আর ভালো রান্না, খাওয়া দাওয়া..
সেকালের নববর্ষ
ছোটবেলার নববর্ষ মানেই নতুন জামা, আর হালখাতা। কেমন ছিল গার্গীর ছোটবেলার নববর্ষ? অভিনেত্রী বলছেন, 'ছোটবেলায় নববর্ষে হালখাতা করতে বেরনো চাইই চাই। তখন অবশ্য হালখাতা বুঝতাম না। নজর থাকত ওই মিষ্টির বাক্সের ওপর। নকুড়ের ছোট ছোট মিষ্টি দিচ্ছে, ওটাই খাচ্ছি। আর প্লাস্টিকের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস (Cold Drinks)। তখন তাতেই কী ভালোলাগা মিশে থাকত।'
আরও পড়ুন: চলতি মাসেই শ্রাবন্তী আর ওম বড়পর্দায় বলবেন, 'ভয় পেও না'
একালের নববর্ষ
বড় হয়েও ইংরাজি নয়, বাংলা নববর্ষ পালনেই বেশি ভালোবাসেন গার্গী। বলছেন, 'তখন কোর্টশিপ চলছে আমার আর আমার কর্তার। নববর্ষে উপহার দিতেন সুতির শাড়ি। আমি এই জিনিসটা বজায় রাখার চেষ্টা করি। নববর্ষে যা যা উপহার দিই বন্ধুদের সব সুতির। সেইদিন বাড়িতে বেশ কিছু বন্ধু আসেন। তাঁদের রান্না করে খাওয়াই। নিজেও খাই। সব বাঙালি খাবার। এই দিনটাকে আমি সবসময় চেষ্টা করি বিশেষভাবে পালন করতে। ছোট থেকেই একটা এত বাঙালি পরিবারে মানুষ হয়েছি, নববর্ষের দিনটাকে সবসময় বিশেষ করে তুলতেই চাই।'
একটু থেকে স্মৃতি হাতড়ালেন গার্গী। তারপর বললেন, 'ছোটবেলায় মনে আছে, আমাদের অর্ধেকটা ডিম দেওয়া হত পাতে। বলা হত, বেশি ডিম খেলে শরীর খারাপ হবে। আসলে বাকি অর্ধেক ডিম থেকে গেলে রাতের মেনুটা নিয়ে আর ভাবতে হত না। কিন্তু ওই অর্ধেক ডিমেই মিশে থাকত কী ভালোলাগা। নববর্ষের আনন্দটা কিছুটা ওইরকম আমার কাছে। তাকে পুরোটা গায়ে মেখে নিতে হবে। নিউ ইয়ার থাক.. কিন্তু নববর্ষটাও থাক সমানভাবে।'