Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: প্রকাশ্যে এল 'জনি বনি'র অ্যানিমেশন টিজার পোস্টার। অন্যদিকে ছবির প্রচারে কলকাতায় এলেন রাজকুমার রাও। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
উরফি জাভেদকে নিয়ে ভুয়ো খবর
সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই চর্চায় থাকেন উরফি জাভেদ। তিনি কি প্রয়াত? সম্প্রতি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এই খবর কি সত্যি? এক নেটিজেন উরফি জাভেদের (Uorfi Javed) ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন যে, আত্মহত্যা করেছেন উরফি জাভেদ। যদিও সেই পোস্টটি পরে মুছে দেওয়া হয়। আর তাঁর মৃত্যুর এই ভুয়ো খবরে (Urfi Javed Fake Death News) বেজায় চটেছেন উরফি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর ভুয়ো মৃত্যুর খবর নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অভিনেত্রী।
রাজনীতিতে অক্ষয় কুমার?
বেশ কিছু বছর ধরে অক্ষয় কুমার যে ধরনের ছবি তৈরি করছেন, তা কিছুটা যেন সরকারি প্রকল্প নির্ভর। কখনও তাঁকে দেখা যাচ্ছে 'প্যাডম্যান' রূপে। কখনও আবার 'টয়লেট' তৈরির উপর জোর দিচ্ছেন ছবির মাধ্যমে। বহু সময়ই তাঁর এই ধরনের ছবি তৈরিকে কেন্দ্র করে হয়েছে প্রচুর জল্পনা। তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও নানাসময়ে নানা গুঞ্জন শোনা যায়। এবার অভিনেতাকে রাজনীতিতে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তরে জানিয়ে দেন যে, এখন তো নয়ই, অদূর ভবিষ্যতেও কখনও রাজনীতিতে আসার তাঁর কোনও ইচ্ছা নেই। বরং তিনি ছবি তৈরিতেই খুশি রয়েছেন। ,
শ্যুটিং শুরু দেব ও মিঠুনের 'প্রজাপতি'র
চলতি বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন টলিউড সুপারস্টার দেব। সেই ছবিরই এবার শ্যুটিং শুরু হল। দেব নিজে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। দুজন দুটো আলাদা রাজনৈতিক দলের কর্মী হওয়ার ফলে কি ছবিতে তার কোনও প্রভাব পড়বে? এই প্রশ্ন একেবারেই মানতে নারাজ 'মহাগুরু'। অন্যদিকে মৃণাল সেনের ছবি 'মৃগয়া'র পর ৪৬ বছর বাদে ফের একসঙ্গে এই ছবিতে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে।
টিজারে 'ডার্লিংস'
সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল 'ডার্লিংস' ছবির টিজার। আগামী ৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। যদিও ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। অভিনয়ে আলিয়া ভট্ট, শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশন ম্যাথিউ। মাত্র দেড় মিনিটের টিজারে ডার্ক কমেডি ঘরানার এই ছবির বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। ছবির গানে সুর দিয়েছেন বিখ্যাত সুরকার বিশাল ভরদ্বাজ। এবং গানের কথা লিখেছেন গুলজার। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'ডার্লিংস' ছবির সত্ত্ব নেটফ্লিক্স কিনে নিয়েছে ৭৫ কোটি টাকার বিনিময়ে।
'দীপঙ্কর-দোলন' কথা
৫ জুলাই। অভিনেতা দীপঙ্কর দে-র জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের একসঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী দোলন রায়। আদুরে ক্যাপশনে লেখেন, 'জীবন মানে অনেক আধার / একটু খানি আলো / সেই আলোতেই হৃদয় ভরুক / মুহূর্ত কাটুক ভালো / বছর বছর ফিরে আসুক / তোমার জন্মদিন ..... তুমি সুস্থ থেকো , ভালো থেকো , তোমার দীর্ঘআয়ু হোক ... ঈশ্বর কাছ থেকে এইটুকু কামনা ।। আর কিছু চাই না।।' (অপরিবর্তিত) প্রসঙ্গত, বাংলা অভিনয় জগতের দুই অত্যন্ত জনপ্রিয় নাম দীপঙ্কর দে ও দোলন রায়। বেশ কিছু বছর ধরে একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়েতে হাজির ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধুরা।
পরিচালকের বিরুদ্ধে FIR
পরিচালক লীনা মণিমেকলাই একটি তথ্যচিত্র তৈরি করেছেন 'কালী' নামে, যার পোস্টার তৈরি করেছে বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে যে মা কালী এক হাতে ধূমপান করছেন অন্য হাতে ধরে আছেন সমকামিতার প্রতীক সাতরঙা পতাকা। সংবাদ সংস্থা এএনআই-র ট্যুইট অনুযায়ী, উত্তরপ্রদেশ পুলিশ অপরাধমূলক ষড়যন্ত্র, উপাসনার জায়গায় অপরাধ, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, হিন্দু দেবতাদের অসম্মানজনক চিত্রণ নিয়ে চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে তাঁর 'কালী' সিনেমার জন্য শান্তি ভঙ্গ করার অভিপ্রায়ের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।
কলকাতায় রাজকুমার
ছবির প্রচারে কলকাতায় হাজির হলেন রাজকুমার রাও। প্রসঙ্গত, বাঙালির জামাইও তিনি। আর নিজের আগামী ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'-এর প্রচারও শুরু করলেন এই কলকাতার বুক থেকেই। শহরে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের। ইভেন্টে অভিনেতা বলেন, 'এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। আমাদের গোটা টিম এই ম্যাজিকাল ছবি তৈরির জন্য তাঁদের সেরাটা দিয়েছেন। ডক্টর শৈলেশ কোলানু (Dr Sailesh Kolanu) দুর্দান্ত একজন পরিচালক। আমার ও সানিয়ার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন তিনি।'
আরও পড়ুন: Mithun Chakraborty: 'মহাগুরুর মহাভোজ', কলকাতা এসে কী খেলেন মিঠুন চক্রবর্তী?
'জনি বনি' মোশন পোস্টার
প্রকাশ্যে 'জনি বনি' সিরিজের মোশন পোস্টার। নজর কাড়া বিষয় যে এই মোশন পোস্টার সম্পূর্ণ অ্যানিমেটেড। প্রথমে এক কিশোরকে দেখা যাচ্ছে। তাকে ঘিরে দাবার ঘুঁটি। হঠাৎই সেইসব ঘুঁটি হাওয়ায় উড়ে তার থেকে তৈরি হচ্ছে বন্দুকের নল। সেই বন্দুক হাতে দাঁড়িয়ে পুলিশ অফিসার। অ্যানিমেশনেও অভিনেতাদের বেশ চেনা যাচ্ছে। 'ক্লিক'(Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় 'জনি বনি'। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম মোশন পোস্টার। অভিজিৎ চৌধুরী (Abhijit Chowdhury) পরিচালিত এই ছবিতে দেখা যাবে দেবাশিষ মণ্ডল (Debasish Mondal), স্বস্তিকা দত্ত (Swastika Dutta) সহ অনেককে। প্রযোজনায় 'মিলকি ওয়ে ফিল্মস' (Milky Way Films)।
শ্যুটিং শেষ
ছবির শ্যুটিং শিডিউল শেষ করলেন (Schedule Wrap-up) বলিউড তারকা বরুণ ধবন (Varun Dhawan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। আমস্টারডামে (Amsterdam) তাঁদের আগামী ছবি 'বাওয়াল'-এর শ্যুটিং করছিলেন তাঁরা। সেখানে শিডিউল র্যাপ-আপ ঘোষণা করলেন দুই অভিনেতা। এদিন ইনস্টাগ্রামে 'রুহি' অভিনেত্রী 'বাওয়াল' জুটির একটি মিষ্টি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আমস্টারডামে "বাওয়াল" সময় কাটাচ্ছি। শিডিউল র্যাপ। পোল্যান্ড, তুমি আমাদের জন্য তৈরি তো?'
ক্ষমা চাইলেন 'খুদা হাফিজ' ছবির নির্মাতারা
আসন্ন 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২: অগ্নি পরীক্ষা' (‘Khuda Haafiz Chapter 2: Agni Pariksha’) নির্মাতার ক্ষমা চাইলেন। ছবির 'হক হুসেন' (‘Haq Hussain’) গানে একটি বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই কারণে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা। এদিন 'প্যানোরামা স্টুডিওজ' তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করে ক্ষমা চাইলেন। তাতে লেখা রয়েছে, 'আমরা "খুদা হাফিজ চ্যাপ্টার ২: অগ্নি পরীক্ষা"-এর নির্মাতারা শিয়া সম্প্রদায়ের কিছু মানুষের দ্বারা প্রকাশিত উদ্বেগের বিষয়টি বিবেচনা করি এবং 'হক হুসেন' গানের উপাদানগুলি অনিচ্ছাকৃতভাবে তাঁদের অনুভূতিতে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।'