Top Entertainment News Today: প্রকাশ্যে রুক্মিণীর 'বিনোদিনী' লুক, 'ড্রিম গার্ল ২' ছবির মুক্তির তারিখ ঘোষণা, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: প্রকাশ্যে বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্রর লুক (Rukmini Maitra as Noti Binodini)। জানা গেল আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) আগামী ছবি 'ড্রিম গার্ল ২'-এর মুক্তির তারিখ (Dream Girl 2 Release Date)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
চর্চায় অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে
হঠাৎ চর্চায় তাঁদের বিয়ে! ১২ বছরের প্রেমের পরেও কেন তাঁরা সামাজিকভাবে বিয়ে করছেন না, এই প্রশ্ন সব্বার। শুধু অনুরাগী নন, বন্ধু, সহকর্মী, বড়দেরও একই প্রশ্ন। সব মিলিয়ে নিজেদের বিয়ে নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করে কার্যত প্রশ্নবাণে জর্জরিত অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। অঙ্কুশ ঐন্দ্রিলার সদ্য পোস্ট করা ভিডিওতে দেখা গেল, শ্রাবন্তী জানতে চাইছেন, কবে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা? ১২ বছরের বেশি তাঁদের সম্পর্ক। প্রশ্নে জর্জরিত রিয়েল লাইফ কাপেল। শেষমেষ অঙ্কুশ মুখ ফস্কে বলেই ফেললেন, 'সবার এক প্রশ্ন! আমার অবিবাহিত থাকা নিয়ে যদি শ্রাবন্তীর এত সমস্যা হয় তাহলে ও আমায় বিয়ে করে নিক না! আমার কোনও সমস্যা নেই'। কথাটা বলেই অঙ্কুশ বুঝলেন, মারাত্মক ভুল করে ফেলেছেন! ঐন্দ্রিলার রাগী দৃষ্টি পেরিয়ে তাই ছুটে পালালেন ঘর ছেড়ে। সপাট জবাব দিয়েছেন সন্দীপ্তা, বনিকেও।
বিনোদিনীর লুকে রুক্মিণী
পাতা কেটে বাঁধা খোঁপা, কপালে পরেছে পরিপাটি চুল। গাঢ় নীল শাড়ির লাল পাড়, তাতে সোনালি কাজ। ভারী সোনার গয়নায় পুরনো দিনের নকশা। বসার ভঙ্গিমা এক ঝলকে মনে করিয়ে দেয় কি কোনও এক ইতিহাসের চরিত্রের কথা? হ্যাঁ। তিনি নটি বিনোদিনী। আর হুবহু তাঁর লুকেই ক্যামেরার সামনে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। নতুন ছবিতে এই ঐতিহাসিক চরিত্রকেই ফুটিয়ে তুলবেন তিনি। প্রকাশ্যে সেই লুক।
তাইল্যান্ডে রুদ্রজিৎ-প্রমিতা
রাত পেরোলেই বিয়ের জন্মদিন। আর বিশেষ এই দিনটাকে উদযাপন করতেই বিদেশে পাড়ি দিয়েছেন টেলিপাড়ার রিয়েল লাইফ জুটি প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ও রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)। দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে গতকালই তাইল্যান্ড পাড়ি দিয়েছেন তাঁরা। এই বছরেই ২ বছরে পা রাখবে প্রমিতা আর রুদ্রজিৎতের আইনি বিয়ে। পুরুলিয়ায় ২ বছর আগে ১৪ তারিখই আইনত বিয়ে করেছিলেন রুদ্রজিৎ-প্রমিতা। সেই দিনটা উদযাপন করতেই তাইল্যান্ড পাড়ি দিলেন টেলিপাড়ার রিয়েল লাইফ এই জুটি। গতকাল তাইল্যান্ডে পা রেখেই এবিপি লাইভকে প্রমিতা বলেছিলেন, 'এই ট্রিপটা শুধু আমার আর রুদ্রর। এই প্রথম ওর সঙ্গে বিদেশ সফর আমার। প্রচুর পরিকল্পনা রয়েছে। আর প্রত্যেক বছরের মতো রুদ্র নিশ্চয়ই আমার জন্য কোনও সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছে। এটা ও প্রতি বছরই করে। সেটা একেবারে ১৪ তারিখেই জানব। অপেক্ষায় রয়েছি।'
জাহ্নবীর তেলুগু ডেবিউ, বিপরীতে কে?
তেলুগু ছবিতে আত্মপ্রকাশ (Telugu Debut) করতে চলেছেন বলিউডের তারকা-কন্যা (Bollywood Star Kid) জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। ছবির নাম এখনও ঠিক না হলেও বেশ বড় প্রজেক্ট যে হতে চলেছে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ছবির পরিচালনা করবেন কোরাতালা শিবা (Koratala Siva)। নায়ক হিসেবে পাওয়া যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে (Jr. NTR)। প্রসঙ্গত, 'জনতা গ্যারাজ'-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কোরাতালা শিবা ও জুনিয়র এনটিআর। তাঁদের একসঙ্গে কাজ 'এনটিআর ৩০'ও (NTR 30) আসতে চলেছে। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণার পর আগামী মাস থেকে শ্যুটিং শুরু হবে বলে খবর।
আরও পড়ুন: New Movie Update: মনোজ দাশের পরিচালনায় আসছে নতুন ছবি 'মহাভোজ'
হাজার কোটির ঘরে 'পাঠান'?
একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান'। এবার নতুন রেকর্ড তৈরির দিকে এগোচ্ছে সিদ্ধার্থ আনন্দের (Sidharth Anand) ছবি। হিসেব বলছে, খুব শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে পৌঁছতে চলেছে শাহরুখ খানের ছবি। এমনকী ভারতেও এই ছবির দুর্দান্ত ব্যবসা অব্যাহত। রবিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, এই ছবি দেশজুড়ে ১২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি হিন্দি সিনে দুনিয়ার একাধিক রেকর্ড ভেঙেছে। 'বাহুবলী ২'-এর রেকর্ডও এই ছবি এবার ভাঙতে চলেছে।
কবে মুক্তি পাচ্ছে 'ড্রিম গার্ল ২'?
ঘোষণা হয়ে গেল 'ড্রিম গার্ল ২'-এর (Dream Girl 2) মুক্তির তারিখ (Release Date Announced)। মজার একটি টিজার (Teaser) এল প্রকাশ্যে। সেখানে শোনা গেল পর্দার পূজার (Pooja) সঙ্গে কথায় মেতেছেন পর্দার পাঠান (Pathaan)। চলতি বছরের ৭ জুলাই পর্দা কাঁপাতে আসছেন আয়ুষ্মান খুরানা। বিপরীতে অনন্যা পাণ্ডে। মুক্তি পাচ্ছে 'ড্রিম গার্ল ২'।