Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রবীণ পরিচালক। কেমন আছেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব? অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
পর্দায় ফিরছে পায়েল-সোহম জুটি
এই গল্প এক খুদের । ছোটবেলা থেকেই মায়ের সঙ্গ না পাওয়ায় তাঁর শৈশব যখন পঙ্গু হয়ে যেতে বসেছে, এই গল্পের শুরু ঠিক তখন থেকেই । কার্যত মেয়ের জন্যই ফের জীবনসঙ্গীর কথা ভাবতে বাধ্য হয় তার বাবা । আর তারপর? রাজা চন্দের এই ছবির হাত ধরেই ১৩ বছর পরে ফের একসঙ্গে ফিরছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও পায়েল সরকার (Paayel Sarkar) । এই ছবিতে সোহমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে খুদে অভিনেত্রী সিলভিয়া দে (Sylvia Dey) । এছাড়াও এই ছবিতে রয়েছেন আয়ুষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Ayoshi Talukdar, Sudipta Chakraborty and Prantik Banerjee) । আগামী ১৬ সেপ্টেম্বর (16 September) মুক্তি পাবে এই ছবি ।
চায়ের ভাঁড় হাতে আড্ডা জমালেন দেব ও ইশা
উত্তর কলকাতার আলো ছায়া মাখা রক, ভাঁড়ের চা আর আড্ডা। ছবিটা জুড়ে নস্ট্যালজিয়া। আর সেই নস্ট্যালজিয়া মাখলেন দেব (Dev) আর ইশা সাহা (Ishaa Saha)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দেব (Dev) আর ইশা সাহা (Ishaa Saha) অভিনীত ছবি কাছের মানুষ (Kacher Manush) মুক্তি পাচ্ছে এই পুজোয়। আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার । তার আগে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে দেব-ইশার এক মিষ্টি ছবি। সেই ছবিতে উত্তর কলকাতার রক, চায়ের ভাঁড়ের মত নস্ট্যালজিয়া ধরা রয়েছে। ক্যাপশানে লেখা, 'উত্তর কলকাতার রক, আমি, তুমি আর আমাদের গল্পটা ।'
প্রয়াত সাওয়ান কুমার তক
বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। বর্ষীয়ান পরিচালক সাওয়ান কুমার তক প্রয়াত (Sawan Kumar Tak passes away)। দীর্ঘদিনের অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai) দেহত্যাগ করেন তিনি। ফুসফুস জনিত একাধিক রোগে (lung-related ailments) বহুদিন ধরে ভুগছিলেন পরিচালক। প্রয়াত পরিচালকের পরিবারের সদস্য নবীন কুমার জানান যে ৮৬ বছর বয়সী পরিচালক মারা গেছেন হার্ট অ্যাটাকের ফলে এবং একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে।
কেমন আছেন রাজু শ্রীবাস্তব?
শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। আজ জ্ঞান ফিরেছে তার। এএনআই সূত্রে খবর, ১৫ দিন পরে আজ জ্ঞান ফিরেছে কমেডিয়ানের। তবে এখনও চিকিৎসদের নজরবন্দিই রয়েছেন তিনি। চলছে যাবতীয় চিকিৎসাও। আজ রাজু শ্রীবাস্তবের সহকারী গরবিত নারাঙ (Garvit Narang) জানিয়েছেন, পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে রাজুর।
জন আব্রাহামের লুক প্রকাশ্যে
আগুনের মধ্যে আধো অন্ধকার আর তার মাঝখানে দাঁড়িয়ে অভিনেতা । জন আব্রাহাম (John Abraham)। সোশ্যাল মিডিয়ায় পাঠান (Pathaan) ছবিতে জনের ছবি শেয়ার করে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শাহরুখের সঙ্গে 'পাঠান' ছবিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। একাধিক কারণে বার বার পিছিয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। মুম্বই ও বিদেশেও এই ছবির কিছু অংশ শ্যুটিং হয়েছে। অ্যাকশনধর্মী এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিটি পরিচালনা করছেন 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ।
রহস্য সমাধানে ফিরছে সোনাদা
প্রথমে একটা গুহা । আগুনের আঁচে আধো অন্ধকার কেটে গিয়ে দেখা যাচ্ছে একটা মূর্তি । তার মাথার অর্ধেক অংশ ভাঙা । তারপরেই একটা রহস্যে মোড়া মিউজিক আর সেই সঙ্গে যেন সেই রহস্যময় গুহার গভীর থেকে আরও গভীরে সরে যাওয়ার হাতছানি । অবশেষে মশাল হাতে দাঁড়িয়ে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ওরফে সোনাদা, ঝিনুক ওরফে ইশা সাহা (Ishaa Saha) ও আবির ওরফে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত সোনাদা সিরিজের নতুন গল্প কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon)-এর মোশন পোস্টার আর ফার্স্ট লুক । চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই নতুন অভিযান নিয়ে হাজির সোনাদা।
অনির্বাণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
তাঁর অভিনয়, পরিচালনা, গান, বাচনভঙ্গির গুণগ্রাহী অজস্র। সেই ভালবাসা ও শ্রদ্ধা থেকেই ২০১৮ সালে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Actor Anirban Bhattacharya) অনুরাগীরা শুরু করেন ফ্যানপেজ। কিন্তু এবার সেই 'স্বপ্নের নায়ক'-এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনল তাঁর পেজের অ্যাডমিন টিম (Admin Team)। অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অ্যাডমিন টিমের করা সুদীর্ঘ পোস্টে উঠে এল একাধিক অভিযোগ। অনির্বাণ ভট্টাচার্যের পেজের অ্যাডমিন প্যানেলের অভিযোগ, তাঁদের সঙ্গে আর্থিক চুক্তিতে থেকে কাজ ও পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিলেও সেই প্রসঙ্গ ধীরে ধীরে ভুলে গেছেন অভিনেতা। তাঁদের আরও অভিযোগ, পেজের সমস্ত অধিকার তাঁদের থেকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে।
আসছে নতুন ধারাবাহিক 'জগদ্ধাত্রী'
এ যেন সেই ছোটবেলায় দেখা শক্তিমানের গল্প । কিন্তু কাল্পনিক নয়, এই গল্পে বাস্তবের ছোঁয়া রয়েছে । ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক উমা । আর এবার সেই স্লটেই একটি প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী । আগামী ২৯ তারিখ থেকে এই ধারাবাহিকের প্রচার শুরু হবে । ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। তাঁর বিপরীতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে।
'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজন শুরুর তারিখ ঘোষণা
এদিন সম্প্রচারিত চ্যানেল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজন শুরুর জন্য একটি প্রোমো পোস্ট করেছে। কপিল শর্মার সঙ্গে এই শোয়ের নতুন সিজনে দেখা মিলবে কিকু সারদা, চন্দন প্রভাকর, সুমনা চক্রবর্তী এবং অর্চনা পূরণ সিংহের। এছাড়াও 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে নতুন মুখ হিসেবে দেখা যেতে চলেছে সৃষ্টি রোড, গৌরব দুবে, ইশতিয়াক খান, সিদ্ধার্থ সাগর, শ্রীকান্ত জি মাস্কির। জানা যাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে এই শো।
নতুন রূপে বিগ-বি
আসছে 'চুপ' (Chup)। আর এই ছবির হাত ধরে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর. বাল্কি (R Balki) পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালক (Music Composer) হিসেবে পাওয়া যাবে বিগ বি-কে। ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। মুক্তি পেল মোশন পোস্টার (Motion Poster)। বৃহস্পতিবার ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। যার মধ্যে উল্লেখ করা হয়েছে ছবির মুক্তির তারিখ। এই প্রসঙ্গে পরিচালক বাল্কি বলেন, 'এই ছবি একাধিক কারণে বিশেষ। আমার জন্য সবচেয়ে বড় কারণ এর হাত ধরেই মিউজিক কম্পোজার হিসেবে অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ হবে।'