এক্সপ্লোর

Top Entertainment News Today: আসছে দেব-রুক্মিনীর 'কিশমিশ', ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর

বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।স্থিতিশীল লতা মঙ্গেশকর-

কলকাতা: আগের থেকে ভালো আছেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। জানিয়েছেন তাঁর মুখপাত্র। অন্যদিকে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর প্রয়াত হলেন বিখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিবাদে। সলমন খান, সাইনি আহুজাদের মতো বলিউডের তাবড় তারকাদের মামলা লড়েছিলেন। আসছে দেব-রুক্মিনীর নতুন ছবি কিশমিশ। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।

স্থিতিশীল লতা মঙ্গেশকর-

করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বিরানব্বই বছর বয়সী গায়িকা। ভর্তি করা থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়। করোনার সঙ্গে তাঁর রয়েছে নিউমোনিয়ার সমস্যাও। লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সম্প্রতি লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুষা শ্রীনিবাসনের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'লতা দি এখন স্থিতিশীল রয়েছেন। চিকিৎসক যখন অনুমতি দেবেন, তখনই তিনি বাড়িতে ফিরবেন।'

প্রয়াত সলমন খানের 'হিট অ্যান্ড রান' মামলার আইনজীবী-

মাত্র ৬৭ বছরে প্রয়াত হলেন আইনজীবী শ্রীকান্ত শিবাদে (Shrikant Shivade)। বলিউডের একাধিক বড় বড় কেস সামলেছেন তিনি। ক্রিমিনাল ল' ইয়ার হিসেবে সুনাম অপ্জন করেছিলেন। সলমন খানের (Salman Khan) 'হিট অ্যান্ড রান' কেস ছাড়াও, বলিউডের তাবড় তারকাদের মামলার আইনজীবী ছিলেন শ্রীকান্ত শিবাদে। সেফ আলি খান, সাইনি আহুজার বিভিন্ন মামলা এবং টুজি স্পেকট্রাম মামলাও তিনি লড়েছিলেন। পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত আইনজীবী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শ্রীকান্ত শিবাদে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে মাত্র ৬৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হল তাঁকে।

চার মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন কিং খান-

চার মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেও কোনও ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও সেখানে শেয়ার করেননি শাহরুখ খান। বরং এক ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বিজ্ঞাপন শেয়ার করতে দেখা গেল তাঁকে। একেবারে বিজ্ঞাপনী প্রচারের জন্য নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও শেয়ার করলেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে ফিরতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। নেট দুনিয়ায় কিং খানের কামব্যাকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। কোনও অনুরাগী লিখেছেন, 'কিং খান ফিরে এসেছেন।' কোনও অনুরাগী লিখেছেন, 'ওয়েলকাম ব্যাক'। আবার কোনও নেচ নাগরিক লিখেছেন, 'মাত্র ২৩ সেকেন্ড আগে ভিডিও শেয়ার হয়েছে। আর এরইমধ্যে একশোর অনেক বেশি লাইক। এটাই কিং খানের জাদু'। কোনো অনুরাগী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, 'তুমি আমাদের কাছে পৃথিবীর সমান।' তবে, শুধু অনুরাগীরাই নন, শাহরুখ খানের পোস্ট করা ভিডিওতে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। জনপ্রিয় কোরিওগ্রাফার ও ছবি পরিচালক ফারহা খান কমেন্টে লিখেছেন, 'শাহ তোমার সঙ্গে এর শ্যুটিং করতে ভালোলেগেছে।'

আসছে দেব-রুক্মিনীর ছবি 'কিশমিশ'-

২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মীণি। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মীণি মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রঙিন এই পোস্টারই প্রকাশ করা হয় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'-এর তরফ থেকে। 

আরও পড়ুন - Celebrities Update: রহস্যজনকভাবে মৃত রেমো ডি'সুজার শ্যালক, উদ্ধার সুইসাইড নোট

প্রয়াত গায়ক শানের মা-

প্রয়াত গায়ক শানের (Shaan) মা সোনালি মুখোপাধ্যায় (Sonali Mukherjee)। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুঃখজনক খবরটি জানালেন শান নিজেই। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি শেয়ার করে জনপ্রিয় গায়ক শান লিখেছেন, 'আমাদের মা সোনালি মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত। ঘুমের মধ্যেই শান্তিতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। একজন দুর্দান্ত মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন আমাদের মা। তাঁকে আমাদের শেষ বিদায় বলার পালা। এমন দিনেও আমরা যেন ভুলে না যাই করোনাবিধির কথা। অনুরোধ করি সকলের প্রার্থনায় যেন থাকে তাঁর কথা। গভীরভাবে শোকাহত- সাগরিকা - মার্টিন, শান - রাধিকা এবং আমাদের সন্তানেরা'।

হিন্দিতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-

বাংলার পাশাপাশি এবার হিন্দিতেও পা রাখল এসভিএফ। বাংলার ছবির পাশাপাশি এবার হিন্দি গান ও বিভিন্ন ছবির স্বাদ নিতে পারবেন হিন্দিভাষী দর্শকেরাও। নতুন প্ল্যাটফর্ম 'এসভিএফ ভারত' নিয়ে এসেছে বিনোদন জগতের প্রথম সারির এই সংস্থা। নতুন এই উদ্যোগ সম্পর্কে এসভিএফের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বলছেন, 'দীর্ঘ ২৫ বছর ধরে বাংলা বিনোদন জগতের কাছে বিভিন্ন স্বাদের ছবি, ওয়েব সিরিজ, গান ইত্যাদি পৌঁছে দিয়েছি আমরা। ২০২২ সাল সঠিক সময় 'এসভিএফ ভারত'-কে বাজারে নিয়ে আসার। আঞ্চলিক ছবি ও ওয়েবসিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। আশা করছি গোটা দেশের জনগনের ঘরে ঘরে বিনোদনকে পৌঁছে দিতে পারবে 'এসভিএফ ভারত'।

বলিউডে আয়ুষ্মান খুরানার ১০ বছর পূর্ণ-

লিউডে দেখতে দেখতে ১০টা বছর কাটিয়ে ফেললেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। বরাবরই ছক ভাঙা ছবিতে অভিনয় করতে পছন্দ করেন। কখনও তাঁকে দেখা গিয়েছে 'ভিকি ডোনর' ছবিতে। কখনও বা 'দম লাগা কে হ্যায়সা' ছবিতে। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার মধ্যেই আনন্দ অনুভব করেন আয়ুষ্মান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।

অভিনেতা সিদ্ধার্থকে সমন পাঠাল পুলিশ-

তামিলনাড়ুর পুলিশের পক্ষ থেকে সমন পাঠানো হল 'রং দে বাসন্তী' অভিনেতা সিদ্ধার্থকে (Siddharth)। সম্প্রতি পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাস্তা যেভাবে আটকান হয়, তাতে কেন্দ্র করে নিজের মত জানিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই প্রেক্ষিতেই সাইনা নেহওয়ালকে একহাত নিতে গিয়ে মানহানিকর মন্তব্য করে বসেন অভিনেতা সিদ্ধার্থ। তারপরই অবস্থা পৌঁছল থানায়। চেন্নাই পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল জানিয়েছেন, 'হায়দরাবাদ পুলিশ যে মামলা করেছিল, তার প্রেক্ষিতেই সমন পাঠানো হয়েছে অভিনেতা সিদ্ধার্থকে। তবে এটা অভিনেতার বিরুদ্ধে কোনও অপরাধমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নয়। শুধুমাত্র তাঁর মানহানিকর মন্তব্যের মামলায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।'

রহস্যজনকভাবে মৃত রেমো ডি'সুজার শ্যালক-

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার (Remo D'souza) শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনসের (Jason Savio Watkins) মৃতদেহ উদ্ধার হল মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ পাঠিয়েছে মুম্বইয়ের কুপার হাসপাতালে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুম্বই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রেমো ডিসুজার শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনস খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। কারণ হিসেবে জানা যাচ্ছে, মৃতদেহর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
CMIE Unemployment Data: দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা
দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা
Bangladeshi Refugees: বাংলাদেশি শরণার্থীদের তাড়ানো সম্ভব নয়, মোদিকে জানাল মিজোরাম, প্রশ্ন BSF-এর ভূমিকায়
বাংলাদেশি শরণার্থীদের তাড়ানো সম্ভব নয়, মোদিকে জানাল মিজোরাম, প্রশ্ন BSF-এর ভূমিকায়
Rahul Gandhi: পরাজিত সুনককে চিঠি রাহুলের, কী বার্তা দেশের বিরোধী দলনেতার?
পরাজিত সুনককে চিঠি রাহুলের, কী বার্তা দেশের বিরোধী দলনেতার?
Advertisement
ABP Premium

ভিডিও

Subodh Singh: সুবোধ সিংহকে নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের! ABP Ananda LiveBhangar Lynching: ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ! ABP Ananda LiveRath Yatra 2024: রথযাত্রার দিন হল এন্টালি কাঁঠালবাগানের পুজোর খুঁটি পুজো। ABP Ananda LiveBengaluruNews:ভিনরাজ্যে বাংলার নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু,বেঙ্গালুরুর হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
CMIE Unemployment Data: দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা
দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা
Bangladeshi Refugees: বাংলাদেশি শরণার্থীদের তাড়ানো সম্ভব নয়, মোদিকে জানাল মিজোরাম, প্রশ্ন BSF-এর ভূমিকায়
বাংলাদেশি শরণার্থীদের তাড়ানো সম্ভব নয়, মোদিকে জানাল মিজোরাম, প্রশ্ন BSF-এর ভূমিকায়
Rahul Gandhi: পরাজিত সুনককে চিঠি রাহুলের, কী বার্তা দেশের বিরোধী দলনেতার?
পরাজিত সুনককে চিঠি রাহুলের, কী বার্তা দেশের বিরোধী দলনেতার?
Jalpaiguri News: টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি, সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা
টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি, সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা
Laxmi Narayan Yog: লক্ষ্মী-নারায়ণ যোগে ৫ রাশিতে অর্থপ্রাপ্তি, রাজকীয় সৌভাগ্যের ছোঁয়া
লক্ষ্মী-নারায়ণ যোগে ৫ রাশিতে অর্থপ্রাপ্তি, রাজকীয় সৌভাগ্যের ছোঁয়া
Birbhum News: উচ্ছেদ অভিযানের মধ্যেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, তুমুল হইচই এলাকায়
উচ্ছেদ অভিযানের মধ্যেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, তুমুল হইচই এলাকায়
Salary Hike: ডিএ বাড়ার পরে ফের সুখবর সরকারি কর্মীদের, আরও বাড়বে বেতন ?
ডিএ বাড়ার পরে ফের সুখবর সরকারি কর্মীদের, আরও বাড়বে বেতন ?
Embed widget