Top Entertainment News Today: হলি-বলি-টলি, বিনোদন জগতের সেরা খবরগুলি দেখে নিন
বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। আজকের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।
কলকাতা: বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। আজকের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।
'অস্কার ২০২২'-এর মঞ্চে কয়েক মুহূর্তের নীরবতা পালন-
রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। সেই কথা স্মরণ করে 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' (The Academy of Motion Picture Arts and Sciences) আজ অস্কারের মঞ্চে কয়েক মুহূর্ত নীরবতা পালন করল। স্লাইডের মাধ্যমে ইউক্রেনের প্রতি সমর্থন ও পাশে থাকার বার্তা দিতে দেখা যায় নির্মাতাদের। 'ফোর গুড ডেজ' ছবির গান 'সামহাও ইউ ডু' গানটি শ্রেষ্ঠ অরিজিন্যাল গান হিসেবে মনোনীত হয়। রেবা ম্যাকেন্টায়ারের (Reba McEntire) সেই গান পারফর্ম করার পরই পর্দায় ইউক্রেনের প্রতি বার্তা দেখা যায়।
অস্কার ২০২২-এর রেড কার্পেট উজ্জ্বল ইউক্রেনীয় পতাকার রঙে-
কেউ পরেছেন ইউক্রেনের ফ্ল্যাগের ব্যাজ। কারও পোশাকে চকচক করছে নীল রিবন। এভাবেই একগুচ্ছ তারকা অস্কার ২০২২-এর রেড কার্পেটে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। বেনেডিক্ট কাম্বারব্যাচ (Benedict Cumberbatch), জেসন মোমোয়া (Jason Momoa), জেমি লি কার্টিস (Jamie Lee Curtis), জো ওয়াকার (Joe Walker), নিকোল কিডম্যান (Nicole Kidman), জেসিকা চেস্টেন (Jessica Chastain) প্রমুখ ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন তাঁদের সাজপোশাক দিয়ে। অস্কারের রেড কার্পেটকেই নিজেদের কণ্ঠ তোলার স্থান হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।
সঞ্চালক ক্রিস রককে চড় মেরে ক্ষমাপ্রার্থী উইল স্মিথ-
অনুষ্ঠিত হচ্ছে অস্কার ২০২২ (Oscars 2022)। একের পর এক চলছে বিজয়ীদের নাম ঘোষণা। এবারে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন কমেডিয়ান ক্রিস রক (Chris Rock)। সঞ্চালনার অঙ্গ হিসেবে চলছে হাসি ঠাট্টা মস্করা। আর সেখানেই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। পুরস্কার জেতার আগেই অন্য এক কারণে অস্কারের শিরোনামে উঠে এল অভিনেতা উইল স্মিথের নাম (Will Smith)। মঞ্চে উঠে সঞ্চালককে সজোড়ে চড় মেরেছেন যে তিনি। অস্কার ২০২২-এর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা উইল স্মিথ। ফের উঠলেন মঞ্চে। পুরস্কার নিতে। মঞ্চে উঠে সঞ্চালককে চড় মারার কয়েক মুহূর্ত পরেই ফের উঠলেন পুরস্কার নিতে।
আরও পড়ুন - Kolkata Police: উইল স্মিথের চড় কাণ্ডকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বিশেষ বার্তা কলকাতা পুলিশের
প্রথম বধির অভিনেতা হিসাবে সেরার শিরোপা 'কোডা'র ট্রয় কটসুরের মাথায়-
নিজের জন্য প্রথম তো বটেই অস্কারের ইতিহাসেও নতুন রেকর্ড তৈরি করলেন তিনি। ট্রয় হলেন অভিনয়ের জন্য অস্কারপ্রাপ্ত প্রথম বধির অভিনেতা। 'কোডা' ছবিতে ট্রয়ের সহ অভিনেত্রী মার্লি ম্যাটলিন (Marlee Matlin) ছিলেন প্রথম বধির অভিনেত্রী যিনি আজ থেকে ছিল ৩৫ বছর আগে অস্কার পেয়েছিলেন 'চিলড্রেন অফ এ লেসার গড' ছবির জন্য। এর আগে সহ অভিনেতা বিভাগেই ট্রয় মনোনীত হয়েছিলেন 'গোল্ডেন গ্লোবস'-এ কিন্তু পুরস্কার জিততে পারেননি। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত 'কোডা' একটি নতুন প্রজন্মের কমেডি-ড্রামা ঘরানার ছবি।
উইল স্মিথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে অস্বীকার ক্রিসের-
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (94th Academy Awards) মঞ্চ তোলপাড় মাত্র কয়েক সেকেন্ডে। স্ত্রী ও অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথকে (Jada Pinkett Smith) নিয়ে করা 'রসিকতা' পছন্দ হয়নি 'সেরা অভিনেতা' উইল স্মিথের ( Oscar winner Will Smith)। সঙ্গে সঙ্গে মঞ্চে পৌঁছে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় মারলেন উইল। আর তাতেই তোলপাড় গোটা বিশ্ব। তবে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) নিশ্চিত করেছে যে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অস্কার বিজয়ী উইল স্মিথের সঙ্গে এমন কাণ্ডের পরেও কমেডিয়ান ক্রিস রক 'পুলিশে অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন'।
অস্কারের মঞ্চে 'জেমস বন্ড'-এর ৬০ বছর উদযাপন-
জেমস বন্ডের বিভিন্ন সিনেমার একাধিক দৃশ্য নিয়ে একটি ভিডিও কোলাজ তৈরি করা হয়। তাতে ড্যানিয়েল ক্রেগের 'নো টাইম টু ডাই'-এর (Daniel Craig's 'No Time To Die') অংশও দেখানো হয়। শোনানো হয় নেপথ্য সঙ্গীত 'লিভ অ্য়ান্ড লেট ডাই' ('Live and Let Die')। কেলি স্লেটার, শন হোয়াইট, টনি হক, এই তিন অ্যাথলিট (Athletes Kelly Slater, Shaun White and Tony Hawk) এদিন অর্থাৎ রবিবার ডলবি থিয়েটারের মঞ্চে কেন্দ্রীয় আকর্ষণ হয়ে ওঠেন।
ওটিটিতে কবে থেকে দেখা যাবে 'রাধে শ্যাম'?
পরিচালক রাধা কৃষ্ণ কুমারের ছবি 'রাধে শ্যাম'-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর বিপরীতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে (Pooja Hegde)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সচিন খেড়েকর, ঋদ্ধি কুমার, সাসা ছেত্রী, মুরলী শর্মা, জগপতি বাবু, ভাগ্যশ্রী প্রমুখ অভিনেতারা। জানা গিয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে 'রাধে শ্যাম'। ১ এপ্রিল থেকে তেলুগু, তামিল, মালায়লম এবং কন্নড় ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'রাধে শ্যাম'।
আরিয়ান খান মাদক কাণ্ডে চার্জশিট পেশ করতে অতিরিক্ত সময় চাইল এনসিবি-
২০২১ সালের অক্টোবরে মুম্বই মাদক মামলার ঘটনাটি ঘটে। কর্ডেলিয়া নামক প্রমোদতরী থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। যে কাণ্ডের সঙ্গে নাম জড়ায় আরিয়ান খানেরও। জানা গিয়েছে এফআইআর দায়ের হওয়ার ১৮০ দিনের মধ্যে চার্জশিট গঠন করার কথা ছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। সময়সীমা শেষ হওয়ার আগেই আরও অতিরিক্ত ৯০ দিন সময় চেয়ে নিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। চার্জশিট পেশের সময়সীমা শেষ হওয়ার আগেই মুম্বই সেশন কোর্টের কাছে এই আবেদন জানাল এনসিবি।
সাধারণ মানুষকে বিশেষ বার্তা কলকাতা পুলিশের-
এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে উইল স্মিথ চড় মারছেন ক্রিস রককে, সেই দৃশ্যের ছবি দিয়ে নাগরিকদের সচেতনতার উদ্দেশে বার্তা দিল কলকাতা পুলিশ। তাদের বার্তা, বহু ক্ষেত্রেই অনলাইনে সহজে ঋণ পাওয়ার লোভ দেখানো হয় সাধারণ মানুষকে। আর বহু মানুষ সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ান। আর কলকাতা পুলিশের পক্ষ থেকে যে মিম পোস্ট করে বার্তা দেওয়া হয়েছে, সেখানে ক্রিস রককে অনলাইনে ঋণ দেওয়ার অ্যাপ হিসেবে দেখানো হয়েছে। আর উইল স্মিথকে দেখানো হয়েছে সাধারণ নাগরিক হিসেবে। লোভনীয় অনলাইন ঋণের প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার জন্য এভাবেই ওই অনলাইন অ্যাপকে থাপ্পড় মারার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। অর্থাত, এই ফাঁদে পা না দেওয়ার সচেতনতা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।