এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: এই মুহূর্তে টলিউড উত্তাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। তদন্তে এবং মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সামনে আসছে একাদিক তথ্য। অন্যদিকে, নুসরত জাহান নিখোঁজ বলে পোস্টার পড়ল বসিরহাটে। শ্যুটিং করতে গিয়ে আঘাত পেলেন সিদ্ধার্থ মলহোত্র। বি টাউন সরগরম ভিকি কৌশলের জন্মদিনকে কেন্দ্র করে। টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

গরমকালেই 'সার্কাস' নিয়ে আসছেন পরাণ বন্দ্যোপাধ্যায়-

ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'। প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।

৩৪ পূরণ ভিকি কৌশলের-

বড় ছেলের জন্মদিনে একটি পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বলিউডের স্টান্ট মাস্টার শ্যাম কৌশল। প্রথম ছবিতে জোয়ান বয়সের শ্যাম কৌশল। কোলে খুদে ভিকি। আর তার পাশের ছবিতে বাবাকে ছাড়িয়ে গেছে সে। বর্তমান ও পুরনোর দুটি ছবি কোলাজ করে মিষ্টি ক্যাপশনে ছেলেকে ভালবাসা জানান তিনি। ক্যাপশনে লেখেন, 'পুত্তর (ছেলে), তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালবাসা ও আশীর্বাদ। তোমার মতো সন্তান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। রব রাখা।'

তালিকার শীর্ষে 'অপরাজিত'-

আজকের সকালে পাওয়া চার্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে রয়েছে 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৩ রেটিং পেয়ে আপাতত শীর্ষে রয়েছে এই ছবি।

'প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট পল্লবী-সাগ্নিকের'-

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যকর দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, 'কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী।' তাঁদের আরও দাবি, বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। অভিযোগ, তারপরই পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন তিনি।  ‘প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। সাগ্নিক ও তাঁর বাবার নামে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয় নিউটাউনে। দামি গাড়িও কেনেন সাগ্নিক। ফ্ল্যাট ও গাড়ি কেনায় বড় অঙ্কের টাকা দিয়েছিলেন পল্লবী।’ অভিযোগ পল্লবী দে-র পরিবারের।

'নিউ ইয়র্ক ওয়ালা বার্থ ডে' কেমন কাটল ভিকি কৌশলের?

আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সাদা ফুলেল প্রিন্টেড পোশাক আর খোলা চুলে ঝলমল করছেন অভিনেত্রী। অন্যদিকে গাঢ় নীল টি-শার্ট, মাথায় টুপি আর চোখের সানগ্লাসে নজর কাড়ছেন বার্থডে বয় ভিকিও। কোনও ছবিতে তিনি ক্যাটরিনাকে জড়িয়ে ধরে হাসছেন, কোথাও আবার চুম্বন এঁকে দিচ্ছেন ক্যাটরিনার কপালে। ছবি শেয়ার করে ক্যাপশানে ক্যাটরিনা লিখেছেন, 'নিউ ইয়র্কে জন্মদিন। আমার ভালোবাসা, এক কথায় বলতে গেলে, তোমার উপস্থিতি সবকিছুকে আরও একটু ভালো করে দেয়।'

আরও পড়ুন - Vicky Kaushal Birthday: অভিনয়ে আসার আগে কী করতেন ভিকি কৌশল? জানুন অজানা তথ্য

মুক্তি পেল আবীরের প্রথম হিন্দি সিরিজের ঝলক-

এই প্রথম নয়, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টলিউড থেকে বলিউডের দিকে পা বাড়িয়েছেন অনেকেই। আর এবার সেই দলে নাম লেখালেন পর্দার ব্যোমকেশও (Byomkesh)। আজ মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ 'অবরোধ ২' ( Avrodh Season 2)-এর টিজার। 

আহত সিদ্ধার্থ মলহোত্র-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজের জন্য গোয়ায় অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছেন অভিনেতা। পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে পিছনে রোহিত শেট্টি দাঁড়িয়ে। আর সামনে সিদ্ধার্থ মলহোত্র তাঁর হাতের আঘাত দেখাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাতে একাধিক জায়গায় কেটে গিয়েছে তাঁর। ছবি ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'রোহিত শেট্টির অ্যাকশন হিরো সমান সমান আসল ঘাম, আসল রক্ত। গোয়ায় রোহিত শেট্টি স্যর অসাধারণ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুট করছেন।'

অরুণিতার সঙ্গে কলকাতায় এসে 'বাঙালি বাবু' পবনদীপ-

সদ্য কলকাতার এই সংস্থার 'ই বাইক' উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী রাইমা সেনও। ই বাইক উদ্বোধনের পরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সেখানে একাধিক গানের সঙ্গে 'গাতা রহে মেরা দিন' গানে গলা মেলাল পবনদীপ-অরুণিতা। 

ঘরে উঁচু আসবাব নেই, কী করে সিলিং অবধি হাত পৌঁছল পল্লবীর?

পল্লবীর পরিবারের অভিযোগ, ' পল্লবী সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেই ঘরে সিলিং অবধি পৌঁছনোর মতো কোনও চেয়ার, টেবিল বা অন্যান্য সামগ্রী ছিল না। তবে নিজের গলায় নিজে ফাঁস দেওয়ার জন্য কি করে সিলিং অবধি পৌঁছলেন পল্লবী? তাঁকে মৃত্যুর পরে প্রথম দেখে তাঁর লিভ ইন পার্টনারই। মৃতদেহ নামানোর পর পল্লবীরই ফোন থেকে তাঁর মা-কে ফোন করেন সাগ্নিক। সেই ফোনে তিনি জানিয়েছিলেন, পল্লবী অচৈতন্য হয়ে গিয়েছে।'

ক্ষমা চাইলেন ভারতী সিংহ-

সম্প্রতি নেট দুনিয়ায় ভারতী সিংহের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। সেখানেই দাড়ি-গোঁফ নিয়ে মজা করতে থাকেন ভারতী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যাঁদের বড় দাড়ি গোঁফ রয়েছে, তাঁরা যদি দাড়ির সঙ্গে দুধ খান, তাহলে সেমুইয়ের স্বাদ আসে। আর বড় দাড়ি গোঁফে উকুন হওয়ারও সম্ভাবনা থাকে। ভারতী সিংহের করা এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাতে বহু নেট নাগরিক তাঁকে তিরষ্কার করেছেন। সঙ্গে জানিয়েছেন যে আমাদের শিখ ভাইরা তাঁদের দাড়ি এবং গোঁফ নিয়ে গর্ব করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষমা চেয়ে নেন ভারতী সিংহ।

নুসরত জাহান নিখোঁজ?

এবার নিখোঁজের পোস্টার পড়ল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই পোস্টারে লেখা রয়েছে, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। আর এই নিখোঁজ পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের অন্ধকারেই এই পোস্টার লাগান হয়েছে। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, 'শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।'

নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি-

সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করছেন জানানোর চারদিন পর নেট দুনিয়ায় ফিরে এলেন শিল্পা শেট্টি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি একটি টিজার পোস্টার শেয়ার করেছেন। ভিডিওটি তাঁর আগামী ছবি 'নিকম্মা'র (Nikamma) টিজার পোস্টার। শিল্পা শেট্টির পোস্ট করা ভিডিওতে তাঁকে সুপার উওম্যানের লুকে দেখা যাচ্ছে। আর অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে ফিরে এলেন অভিনেত্রী। নয়া অবতার পোস্ট করে শিল্পা শেট্টি জানিয়েছেন যে তাঁর আগামী ছবি 'নিকম্মা'র ট্রেলার আসতে চলেছে আগামীকাল।

এবিপি আনন্দে বিস্ফোরক ঐন্দ্রিলা-

অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey)-র মৃত্যু ঘিরে যেন ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার। প্রতিক্রিয়া জানার জন্য এবিপি আনন্দর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ঐন্দ্রিলার সঙ্গে। টেলিফোনে তিনি বলেন, 'পল্লবীর তো বন্ধুর অভাব ছিল না। সোশ্যাল মিডিয়ায় ওঁর এত বন্ধু, পাড়া, ধারাবাহিকের এত বন্ধু, তাহলে আমার নামটাই কেন নিলেন ওঁর বাবা-মা? সমস্যা থাকলে পল্লবীই বা কেন সম্পর্কটায় ছিল দিনের পর দিন? এতদিন ওঁর বাবা-মাই বা কেন অভিযোগ করেননি আমার নামে? সাগ্নিকের সঙ্গে সত্যিই আমার কোনও সম্পর্ক নেই। পল্লবীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল। আগের মতো হয়তো ওঠাবসা নেই, সেটা ব্যস্ততার জন্য। সাগ্নিকের সঙ্গে আমার আলাপ বন্ধুদের দল থেকে।'

'নিরপেক্ষ তদন্ত চাই', থানায় এফআইআর দায়ের করে আর্জি পল্লবীর বাবার-

থানায় অভিযোগ দায়ের..বার বার বলে চলেছেন, এটা আত্মহত্যা নয়, খুন। কার্যত এই যুদ্ধ শুরু হল পল্লবী দের বাবা-মায়ের। থানায় অভিযোগ দায়ের করে পল্লবীর বাবা কেবল বললেন, 'নিরপেক্ষ তদন্ত চাই'। 

পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের-

অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)-র রহস্যমৃত্যু। গড়ফা থানায় (Garfa Police Station) অভিযোগ দায়ের পল্লবীর পরিবারের। লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ।  গড়ফা থানায় অভিযোগ জানাল পল্লবীর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Bangladesh Violence: 'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
Car Loan Tips : গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
Aadhaar Card : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
News Live Updates : আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?

ভিডিও

Eye Hospital: বড়দিনের আগে বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিশুদের সঙ্গে নিয়ে চোখের হাসপাতাল চালু করতে চলেছে বিপি পোদ্দার
Durga Puja: কলকাতার পুজোর সঙ্গে, বিশ্বের একাধিক দুর্গাপুজোর আয়োজকদের সেতু তৈরিতে বিশেষ উদ্যোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.১২.২৫) পর্ব ২: সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাস খুনে দোষী ১৩, কাল সাজা ঘোষণা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.১২.২৫) পর্ব ১: মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুনের, বাংলাদেশে হিন্দু যুবকের মর্মান্তিক পরিণতি, উত্তাল কলকাতা
Sajal Ghosh: তৃণমূল কাউন্সিলরকে 'বাংলাদেশি আখ্যা', সজলের সভায় ধুন্ধুমার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh Violence: 'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
Car Loan Tips : গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
Aadhaar Card : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
News Live Updates : আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
Stocks to watch :  আজ নজরে রাখুন এই ১০ স্টক, এইচসিএল টেক, ইন্ডিয়ান হোটেলস ছাড়াও এগুলি রয়েছে তালিকায় 
আজ নজরে রাখুন এই ১০ স্টক, এইচসিএল টেক, ইন্ডিয়ান হোটেলস ছাড়াও এগুলি রয়েছে তালিকায় 
Weather Update: আজ কলকাতা মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৫-র নীচে, জেলাগুলোতেও বাড়ছে ঠাণ্ডার আমেজ
আজ কলকাতা মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৫-র নীচে, জেলাগুলোতেও বাড়ছে ঠাণ্ডার আমেজ
Multibagger Stocks :  ১ লাখ রাখলে পেতেন ১.২৩ কোটি, বিনিয়োগকারীরা পেয়েছেন ১২,২০০% রিটার্ন, স্টকের নাম জানেন ?  
১ লাখ রাখলে পেতেন ১.২৩ কোটি, বিনিয়োগকারীরা পেয়েছেন ১২,২০০% রিটার্ন, স্টকের নাম জানেন ?  
Christmas Offer Fraud : ক্রিসমাস অফারের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা ; এই ৩টি উপায়ে হচ্ছে সাইবার জালিয়াতি
ক্রিসমাস অফারের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা ; এই ৩টি উপায়ে হচ্ছে সাইবার জালিয়াতি
Embed widget