এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: এই মুহূর্তে টলিউড উত্তাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। তদন্তে এবং মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সামনে আসছে একাদিক তথ্য। অন্যদিকে, নুসরত জাহান নিখোঁজ বলে পোস্টার পড়ল বসিরহাটে। শ্যুটিং করতে গিয়ে আঘাত পেলেন সিদ্ধার্থ মলহোত্র। বি টাউন সরগরম ভিকি কৌশলের জন্মদিনকে কেন্দ্র করে। টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

গরমকালেই 'সার্কাস' নিয়ে আসছেন পরাণ বন্দ্যোপাধ্যায়-

ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। রাজেশ দত্ত এবং ঈপ্সিতা রায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'সার্কাসের ঘোড়া'। প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।

৩৪ পূরণ ভিকি কৌশলের-

বড় ছেলের জন্মদিনে একটি পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বলিউডের স্টান্ট মাস্টার শ্যাম কৌশল। প্রথম ছবিতে জোয়ান বয়সের শ্যাম কৌশল। কোলে খুদে ভিকি। আর তার পাশের ছবিতে বাবাকে ছাড়িয়ে গেছে সে। বর্তমান ও পুরনোর দুটি ছবি কোলাজ করে মিষ্টি ক্যাপশনে ছেলেকে ভালবাসা জানান তিনি। ক্যাপশনে লেখেন, 'পুত্তর (ছেলে), তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালবাসা ও আশীর্বাদ। তোমার মতো সন্তান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। রব রাখা।'

তালিকার শীর্ষে 'অপরাজিত'-

আজকের সকালে পাওয়া চার্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে রয়েছে 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৩ রেটিং পেয়ে আপাতত শীর্ষে রয়েছে এই ছবি।

'প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট পল্লবী-সাগ্নিকের'-

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যকর দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, 'কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী।' তাঁদের আরও দাবি, বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। অভিযোগ, তারপরই পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন তিনি।  ‘প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। সাগ্নিক ও তাঁর বাবার নামে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয় নিউটাউনে। দামি গাড়িও কেনেন সাগ্নিক। ফ্ল্যাট ও গাড়ি কেনায় বড় অঙ্কের টাকা দিয়েছিলেন পল্লবী।’ অভিযোগ পল্লবী দে-র পরিবারের।

'নিউ ইয়র্ক ওয়ালা বার্থ ডে' কেমন কাটল ভিকি কৌশলের?

আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সাদা ফুলেল প্রিন্টেড পোশাক আর খোলা চুলে ঝলমল করছেন অভিনেত্রী। অন্যদিকে গাঢ় নীল টি-শার্ট, মাথায় টুপি আর চোখের সানগ্লাসে নজর কাড়ছেন বার্থডে বয় ভিকিও। কোনও ছবিতে তিনি ক্যাটরিনাকে জড়িয়ে ধরে হাসছেন, কোথাও আবার চুম্বন এঁকে দিচ্ছেন ক্যাটরিনার কপালে। ছবি শেয়ার করে ক্যাপশানে ক্যাটরিনা লিখেছেন, 'নিউ ইয়র্কে জন্মদিন। আমার ভালোবাসা, এক কথায় বলতে গেলে, তোমার উপস্থিতি সবকিছুকে আরও একটু ভালো করে দেয়।'

আরও পড়ুন - Vicky Kaushal Birthday: অভিনয়ে আসার আগে কী করতেন ভিকি কৌশল? জানুন অজানা তথ্য

মুক্তি পেল আবীরের প্রথম হিন্দি সিরিজের ঝলক-

এই প্রথম নয়, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টলিউড থেকে বলিউডের দিকে পা বাড়িয়েছেন অনেকেই। আর এবার সেই দলে নাম লেখালেন পর্দার ব্যোমকেশও (Byomkesh)। আজ মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ 'অবরোধ ২' ( Avrodh Season 2)-এর টিজার। 

আহত সিদ্ধার্থ মলহোত্র-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজের জন্য গোয়ায় অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছেন অভিনেতা। পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে পিছনে রোহিত শেট্টি দাঁড়িয়ে। আর সামনে সিদ্ধার্থ মলহোত্র তাঁর হাতের আঘাত দেখাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাতে একাধিক জায়গায় কেটে গিয়েছে তাঁর। ছবি ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'রোহিত শেট্টির অ্যাকশন হিরো সমান সমান আসল ঘাম, আসল রক্ত। গোয়ায় রোহিত শেট্টি স্যর অসাধারণ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুট করছেন।'

অরুণিতার সঙ্গে কলকাতায় এসে 'বাঙালি বাবু' পবনদীপ-

সদ্য কলকাতার এই সংস্থার 'ই বাইক' উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী রাইমা সেনও। ই বাইক উদ্বোধনের পরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সেখানে একাধিক গানের সঙ্গে 'গাতা রহে মেরা দিন' গানে গলা মেলাল পবনদীপ-অরুণিতা। 

ঘরে উঁচু আসবাব নেই, কী করে সিলিং অবধি হাত পৌঁছল পল্লবীর?

পল্লবীর পরিবারের অভিযোগ, ' পল্লবী সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেই ঘরে সিলিং অবধি পৌঁছনোর মতো কোনও চেয়ার, টেবিল বা অন্যান্য সামগ্রী ছিল না। তবে নিজের গলায় নিজে ফাঁস দেওয়ার জন্য কি করে সিলিং অবধি পৌঁছলেন পল্লবী? তাঁকে মৃত্যুর পরে প্রথম দেখে তাঁর লিভ ইন পার্টনারই। মৃতদেহ নামানোর পর পল্লবীরই ফোন থেকে তাঁর মা-কে ফোন করেন সাগ্নিক। সেই ফোনে তিনি জানিয়েছিলেন, পল্লবী অচৈতন্য হয়ে গিয়েছে।'

ক্ষমা চাইলেন ভারতী সিংহ-

সম্প্রতি নেট দুনিয়ায় ভারতী সিংহের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। সেখানেই দাড়ি-গোঁফ নিয়ে মজা করতে থাকেন ভারতী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যাঁদের বড় দাড়ি গোঁফ রয়েছে, তাঁরা যদি দাড়ির সঙ্গে দুধ খান, তাহলে সেমুইয়ের স্বাদ আসে। আর বড় দাড়ি গোঁফে উকুন হওয়ারও সম্ভাবনা থাকে। ভারতী সিংহের করা এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাতে বহু নেট নাগরিক তাঁকে তিরষ্কার করেছেন। সঙ্গে জানিয়েছেন যে আমাদের শিখ ভাইরা তাঁদের দাড়ি এবং গোঁফ নিয়ে গর্ব করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষমা চেয়ে নেন ভারতী সিংহ।

নুসরত জাহান নিখোঁজ?

এবার নিখোঁজের পোস্টার পড়ল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই পোস্টারে লেখা রয়েছে, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। আর এই নিখোঁজ পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের অন্ধকারেই এই পোস্টার লাগান হয়েছে। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, 'শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।'

নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি-

সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করছেন জানানোর চারদিন পর নেট দুনিয়ায় ফিরে এলেন শিল্পা শেট্টি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি একটি টিজার পোস্টার শেয়ার করেছেন। ভিডিওটি তাঁর আগামী ছবি 'নিকম্মা'র (Nikamma) টিজার পোস্টার। শিল্পা শেট্টির পোস্ট করা ভিডিওতে তাঁকে সুপার উওম্যানের লুকে দেখা যাচ্ছে। আর অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে ফিরে এলেন অভিনেত্রী। নয়া অবতার পোস্ট করে শিল্পা শেট্টি জানিয়েছেন যে তাঁর আগামী ছবি 'নিকম্মা'র ট্রেলার আসতে চলেছে আগামীকাল।

এবিপি আনন্দে বিস্ফোরক ঐন্দ্রিলা-

অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey)-র মৃত্যু ঘিরে যেন ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার। প্রতিক্রিয়া জানার জন্য এবিপি আনন্দর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ঐন্দ্রিলার সঙ্গে। টেলিফোনে তিনি বলেন, 'পল্লবীর তো বন্ধুর অভাব ছিল না। সোশ্যাল মিডিয়ায় ওঁর এত বন্ধু, পাড়া, ধারাবাহিকের এত বন্ধু, তাহলে আমার নামটাই কেন নিলেন ওঁর বাবা-মা? সমস্যা থাকলে পল্লবীই বা কেন সম্পর্কটায় ছিল দিনের পর দিন? এতদিন ওঁর বাবা-মাই বা কেন অভিযোগ করেননি আমার নামে? সাগ্নিকের সঙ্গে সত্যিই আমার কোনও সম্পর্ক নেই। পল্লবীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল। আগের মতো হয়তো ওঠাবসা নেই, সেটা ব্যস্ততার জন্য। সাগ্নিকের সঙ্গে আমার আলাপ বন্ধুদের দল থেকে।'

'নিরপেক্ষ তদন্ত চাই', থানায় এফআইআর দায়ের করে আর্জি পল্লবীর বাবার-

থানায় অভিযোগ দায়ের..বার বার বলে চলেছেন, এটা আত্মহত্যা নয়, খুন। কার্যত এই যুদ্ধ শুরু হল পল্লবী দের বাবা-মায়ের। থানায় অভিযোগ দায়ের করে পল্লবীর বাবা কেবল বললেন, 'নিরপেক্ষ তদন্ত চাই'। 

পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের-

অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)-র রহস্যমৃত্যু। গড়ফা থানায় (Garfa Police Station) অভিযোগ দায়ের পল্লবীর পরিবারের। লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ।  গড়ফা থানায় অভিযোগ জানাল পল্লবীর পরিবার।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Assault Displayed on Washing Machine: ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
Rabindrabharati Chaos: 'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
Bangladesh Situation: দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LiveDilip Ghosh: 'পুলিশে ওপর ভরসা করব না? পুলিশ কি তৃণমূলের মতো কাজ করছে?' মন্তব্য দিলীপেরCBSE Board Exam: একইদিনে CBSE বোর্ডের দ্বাদশের পরীক্ষা, অন্য়দিকে, জয়েন্ট এন্ট্রান্স মেন | ABP Ananda LiveKalyan Banerjee: '২০২১ যেহেতু হেরে গিয়েছিল সেই জন্য পশ্চিমবঙ্গে কোনও টাকা দিচ্ছে না',আক্রমণ কল্যাণের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Assault Displayed on Washing Machine: ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে বন্দি রেখে ছ’-ছ’বার ধর্ষণ, পাশবিক অত্যাচার, যুবককে ধরিয়ে দিল ওয়াশিং মেশিন
Rabindrabharati Chaos: 'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে
Bangladesh Situation: দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান?
New Zealand Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি হতে পারে সুনামি সতর্কতা?
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি হতে পারে সুনামি সতর্কতা?
DC vs LSG Live Score: আশুতোষের মারকাটারি ম্য়াচ জেতানো ইনিংসে লখনউ বধ দিল্লি ক্যাপিটালসের
আশুতোষের মারকাটারি ম্য়াচ জেতানো ইনিংসে লখনউ বধ দিল্লি ক্যাপিটালসের
Celebrity Alimony: বিবাহবিচ্ছেদের পর স্বামীকে খোরপোশ দিয়েছেন এই তারকারা, কেউ টাকা দেন মাসে মাসে, কেউ আবার এককালীন…
বিবাহবিচ্ছেদের পর স্বামীকে খোরপোশ দিয়েছেন এই তারকারা, কেউ টাকা দেন মাসে মাসে, কেউ আবার এককালীন…
LPG Cylinder: গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল এলাকা, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে
গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল এলাকা, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে
Embed widget