এক্সপ্লোর
Vicky Kaushal Birthday: অভিনয়ে আসার আগে কী করতেন ভিকি কৌশল? জানুন অজানা তথ্য

ভিকি কৌশল
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেতা ভিকি কৌশলের। আজ ৩৪ বছরে পা দিলেন অভিনেতা। আজ ভিকি কৌশলের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10

বলিউডে পা রাখার আগেই পড়াশোনা শেষ করেন ভিকি কৌশল। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে তাঁর। সহপাঠীদের সঙ্গে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
3/10

অভিনয় শেখার জন্য নমিত কপূরের অ্যাকাডেমিতে ভর্তি হন ভিকি কৌশল। তিনি শুধুমাত্র একজন দক্ষ অভিনেতাই নন। পাশাপাশি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও বটে।
4/10

অভিনয় কেরিয়ার শুরু করার আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ভিকি কৌশল। অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন।
5/10

অনেকেরই জানা নেই সঙ্গীতেও দক্ষ ভিকি কৌশল। তিনি বীণা বাজাতে শেখেন। শুধু তাই নয়, পেশাদারদের মতো বীণা বাজাতে পারেন।
6/10

বহু মানুষ মনে করেন ২০১৫ সালে 'মাসান' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ভিকি কৌশলের। আসলে তারও তিন বছর আগে ২০১২ সালে সমীর শর্মার 'লভ সভ তে চিকেন খুরানা' ছিল তাঁর ডেবিউ ছবি।
7/10

ফিটনেস সচেতন ভিকি কৌশল। প্রতিদিন নিয়ম মেনে তাঁর শরীরচর্চা করা চাই-ই চাই। তবে, ফিট থাকতে পছন্দ করেন বলে খেতে ভালোবাসেন না এমন নয় একেবারেই। বরং, অত্যন্ত খাদ্যরসিক ভিকি কৌশল।
8/10

যেখানে তারকারা বিলাসবহুল জীবনযাত্রায় স্বচ্ছ্বন্দ, সেখানে ভিকি কৌশল অন্য ধারণা পোষণ করেন। বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, বেড়ে ওঠার দিনে খুব ছোট ঘরে থাকতেন তিনি।
9/10

ভিকি কৌশলের জুতোতেই পা গলান তাঁর ভাই সানি কৌশল। প্রথমে সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন। তারপর আসেন অভিনয়ে। দুই তারকার বাবাও নামী তারকা।
10/10

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন ভিকি কৌশল। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 16 May 2022 07:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
