Top Entertainment News Today: একঝলকে আজকের সেরা বিনোদনের খবর
বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন। দেখে নিন সারাদিন কোথায় কী হল(Top Entertainment News Today)।
![Top Entertainment News Today: একঝলকে আজকের সেরা বিনোদনের খবর Get to know top Entertainment news for the day which you can't miss, know in details Top Entertainment News Today: একঝলকে আজকের সেরা বিনোদনের খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/d248f20a9c12375a0e39bc4213b231631658686604_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন। দেখে নিন সারাদিন কোথায় কী হল (Top Entertainment News Today)।
কী কারণে মৃত্যু দীপেশের?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপেশ ভানের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। কিন্তু 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের অন্য অভিনেতা এবং দীপেশের ঘনিষ্ঠ বন্ধু আসিফ শেখ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে, ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন দীপেশ। এমনকি সঠিক সময় খাবারও খেতেন না। সেই কারণেই ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে দীপেশের। এমনটাই দাবি আসিফ শেখের।
কোন কোন ছবিতে অভিনয় করেন অর্পিতা মুখোপাধ্যায়?
নিজেকে মডেল ও অভিনেত্রী বলে পরিচয় দেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর মা-ও সম্প্রতি জানিয়েছেন যে, মেয়ে মডেলিং করেন, অভিনয় করেন। অর্পিতা আর কী কী করেন, সে সম্পর্কে তাঁর জানা নেই বলেই তিনি দাবি করেন। কোন কোন বাংলা ছবিতে দেখা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। জানা যায়, ২০০৮ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি 'পার্টনার'-এ (Partner) অভিনয় করেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন টলিউডের দুই নামকরা তারকা জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক শঙ্কর রায়ের এটি একটি প্রেমের ছবি। এই ছবিতে তাঁকে প্রথমে জিৎ-এর প্রেমিকা হিসেবে দেখানো হয়। 'পার্টনার' ছাড়াও আরও একটি বাংলা ছবিতে অভিনয় করেন অর্পিতা। ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রঞ্জিত মল্লিক অভিনীত 'মামা ভাগ্নে' (Mama Bhagne)। এই ছবিতে অনন্যা চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে।
প্রথম ছবির বর্ষপূর্তিতে আবেগঘন ভিকি কৌশল-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'সাত বছর হয়ে গেল। মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।' প্রথম ছবি থেকেই নিজের জাত চিনিয়ে দেন ভিকি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কখনও 'রাজি', কখনও 'সঞ্জু', কখনও 'উরি', কখনও আবার 'সর্দার উধম'। তাঁকে শীঘ্রই একাধিক ছবিতে দেখা যেতে চলেছে। 'গোবিন্দা মেরা নাম', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' এবং আরও বেশ কিছুতে ছবিতে তাঁকে দেখা যাবে।
আরও পড়ুন - Akshay Kumar: দারুণ কাজ করলেন অক্ষয় কুমার, প্রশংসিত সর্বমহলে
প্রিয়জনকে হারালেন কুণাল খেমু-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা কুণাল খেমু দিদার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁর ছোট্ট মেয়ে ইনায়াকেও দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'আজ আমি আমার নানিকে হারালাম। আমরা সকলেই তাঁকে মা-জি বলে ডাকতাম। আমাদের সকলের জীবনে সত্যি তিনি সার্থক মা-জি ছিলেন। মায়ের মতোই আমাদের সকলকে ভালোবাসতেন। প্রত্যেক সময় আমাদের খুশি রাখার জন্য কত কীই না করতেন। ওঁর সঙ্গে আমার কত কত স্মৃতি রয়েছে। আমাকে গল্প বলা, খাওয়ানো, দেখাশোনা করা, আমাকে নানা জিনিস কিনে দেওয়া। অনেক সময়ই মা-বাবা অনেক কিছু কিনে দিতে চাইতেন না, সেগুলো আমি ওঁর কাছ থেকে পেয়ে যেতাম। সবসময় আমায় বলতেন নিজের উপর বিশ্বাস রাখার জন্য।'
গোলাপের পাপড়িকেই পোশাক বানালেন উরফি-
এদিন উরফি জাভেদ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গোলাপের পাপড়ি ছড়ানো রয়েছে। আর তার উপর তিনি শুয়ে রয়েছেন। তাঁর পরনেও কোনও পোশাক নেই। তবে, তিনি নিজেকে ঢেকেছেন গোলাপের পাপড়ি দিয়েই। ভিডিও পোস্ট করেছেন তিনি নিজেও গোলাপের ইমোজি দিয়ে। নেট নাগরিকরা তাঁকে অন্যান্য সময়ের মতোই কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তাঁরা জানতে চেয়েছেন যে, তিনি কি বলিউড (Bollywood) অভিনেতা রণবীর সিহংকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই রণবীর সিংহ নগ্ন হয়ে ফোটোশ্যুট করেন। এবং সেই ছবি নেট দুনিয়ায় প্রকাশ পাওয়া মাত্রই শুরু হয় বিতর্ক। কেউ তাঁকে সমর্থন করেন। আবার কেউ ট্রোল করেন। রণবীর সিংহের সঙ্গে তাঁর তুলনা টানায় যদিও এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি উরফি।
'পুষ্পা টু'-তে কি এমন লুকেই দেখা যাবে আল্লু অর্জুনকে?
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে কিছুটা অন্য লুকে দেখা যাচ্ছে। আর অভিনেতার পোস্ট করা ছবি ঘিরেই বেড়েছে জল্পনা। নেটিজেনরা ইতিমধ্যেই কমেন্ট বক্স ভরিয়েছেন এটা জানতে চেয়ে যে এই লুক কি তাঁর 'পুষ্পা' ছবির সিক্যুয়েলের? যদিও সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
দারুণ কাজ করলেন অক্ষয় কুমার, প্রশংসিত সর্বমহলে-
এবার শুধু অনুরাগীরা নন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে প্রশংসায় ভরিয়ে দিল দেশের আয়কর দফতর। কারণ? ফের তিনি সবথেকে বেশি আয়কর দিয়েছেন। আয়কর দফতরের পক্ষ থেকে অক্ষয় কুমারকে প্রশংসাসূচক একটি সার্টিফিকেটও দেওয়া হয়েছে। অভিনেতার এমন কাজে আপ্লুত তাঁর অনুরাগীরা। কোনও অনুরাগী নেট দুনিয়ায় লিখেছেন, 'সমালোচকদের কথা অনুযায়ী তিনি কানাডার মানুষ। তাঁর নামে কত কত খারাপ কথা বলে থাকেন সমালোচকরা। কিন্তু, এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা তিনিই। গত পাঁচ বছর ধরে তিনি সর্বোচ্চ করদাতা। আমার সুপারস্টার।' আবার কোনও অনুরাগী লিখেছেন, 'আয়কর দফতর সুপারস্টার অক্ষয় কুমারকে সম্মান পত্র দিয়ে প্রশংসিত করেছে। হিন্দি ছবির জগতের সবথেকে বেশি আয়কর দেওয়া ব্যক্তি তিনিই। ওঁকে (অক্ষয় কুমার) কানাডার মানুষ বলার আগে সমালোচকরা এটা দেখবেন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)