Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর
টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
নিজের সঙ্গে বন্দুক রাখতে পারবেন সলমন খান-
ব্যক্তিগত সুরক্ষার (self-protection) জন্য নিজের কাছে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সলমন খান। কিছুদিন আগেই মুম্বই পুলিশের কাছে 'আর্মস লাইসেন্স' এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন (gun licence ) মঞ্জুর করেছে। জানা গিয়েছে, অভিনেতা বন্দুকের লাইসেন্সের জন্য শীর্ষ পুলিশ বিবেক ফাঁসালকারের সাথে দেখা করতে গত মাসের শেষের দিকে মুম্বই পুলিশ সদর দফতরে যান। তিনি নিজেকে এবং তাঁর পরিবারকে রক্ষা করার জন্য একটি বন্দুক রাখতে চান , সূত্রের খবর। এর জন্য পুলিশের সদর দফতরে তিনি যান। তারপর নিয়মমাফিক physical verification ও করান। এটি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করার একটি বাধ্যতামূলক পদক্ষেপ।
সপ্তাহ শেষে কত টাকা আয় করল 'এক ভিলেন রিটার্নস'?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'এক ভিলেন রিটার্নস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, সপ্তাহ শেষে বক্স অফিস কালেকশনে ব্যবসা ধরে রাখল 'এক ভিলেন রিটার্নস'। শুক্রবার এই ছবি ব্যবসা করে ৭.০৫ কোটি টাকার। শনিবার ব্যবসা করে ৭.৪৭ কোটি টাকার। আর রবিবার এই দুই দিনের বক্স অফিস কালেকশনকেই ছাপিয়ে গিয়েছে। রবিবার ব্যবসা করেছে এই ছবি ৯.০২ কোটি টাকার। তিন দিনে মোট ব্যবসা হল ২৩.৫৪ কোটি টাকার।
আরও পড়ুন - New Web Series: গোপন রহস্যের পর্দা ফাঁস করতে আসছে 'ভাগাড়', দেখুন কারা অভিনয় করছেন
রেগে গেলেন কাজল! কার উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কাজল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'যদি তুমি আমাকে বিনোদন দিতে না পারো, তাহলে দয়া করে চলে যাও। আর তখনই ফিরে এসো, যখন তোমার কাছে নতুন কিছু থাকবে।' কাজলের এমন পোস্টের পরই নেট দুনিয়ায় তাঁকে বহু অনুরাগী প্রশ্ন করেছেন যে, কী হয়েছে? কার উপর এত ক্ষুব্ধ হলেন অভিনেত্রী? তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্টই বা কার উদ্দেশে? কী তাঁর এই পোস্টের অর্থ? যদিও সে প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছুই জানাননি কাজল।
তোলপাড় ফেলা 'ভাগাড় কাণ্ড' নিয়ে আসছে ওয়েব সিরিজ 'ভাগাড়'-
গত কয়েক বছর আগে সারা বাংলা তোলপাড় হয়েছিল 'ভাগাড়' কাণ্ডে। রেস্তোরাঁ, হোটেলে ভাগাড়ের পচা মাংসের ব্যবসা কার্যত বিতর্ক তৈরি করে। এই ঘটনার গ্রেফতারও হয় বেশ কিছু অসাধু ব্যবসায়ী। আর এবার সেই ভাগাড় কাণ্ডকে নিয়েই আসছে ওয়েব সিরিজ (Web Series) 'ভাগাড়' (Bhagar)। প্রথমবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরীর। অন্যদিকে, এই ওয়েব সিরিজ দিয়ে পর্দায় ফিরছেন ক্যানসার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
আমির নন, 'লাল সিং চাড্ডা' দিয়ে আত্মপ্রকাশের কথা ছিল এই স্টার কিডের-
আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। তার আগে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন আমির খান। সঙ্গী হচ্ছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি ছবির প্রচারে এসে নিজেই রহস্য ফাঁস করলেন। জানালেন, তাঁর পুত্র জুনেইদ খান (Junaid Khan) লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে 'লাল সিং চাড্ডা'র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। সেই টেস্ট ভিডিও যখন আমিরের চোখে পড়ে, তিনি নিজেও অবাক হয়ে যান। অভিনেতা জানাচ্ছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একেবারে আদর্শ ছিলেন জুনেইদ।






















