এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি দেখে নিন (Top Entertainment News Today)।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি দেখে নিন (Top Entertainment News Today)।

'ভাগাড়'-এর জঞ্জালেই দেখা মিলল ৬ চরিত্রের, প্রকাশ্যে এল পোস্টার-

বেশ কিছুদিন আগেই নাম ঘোষণা হয়েছে ওয়েব সিরিজের (web series)। প্রকাশ্যে এসেছে প্রথম দুই চরিত্রের লুকও। এবার প্রকাশিত হল 'ভাগাড়' সিরিজের পোস্টার (Bhagar Poster Out)। দেখা মিলল সমস্ত চরিত্রদের। সম্প্রতি দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে 'ভাগাড়'-এর প্রথম দুটি চরিত্রের লুক পোস্টার। এবার প্রকাশিত হল ওয়েব সিরিজের মূল পোস্টার। মুখ্য চরিত্রদের নিয়ে। ভাগাড়ের জঞ্জালের ওপরেই দৃশ্যমান ৬ জন মূল চরিত্র। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ অগাস্ট মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে 'স্কাইপ্যান কমিউনিকেশন' প্রযোজিত 'ভাগাড়'। পরিচালনায় রাজদীপ ঘোষ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব নিয়েছেন অম্লান মজুমদার।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসব'-এ সেরার শিরোপা রণবীর সিংহ-শেফালি শাহের-

১২ অগাস্ট শুরু হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ত্রয়োদশ ভারতীয় চলচ্চিত্র উৎসব। হাজির ছিলেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। তার মধ্যে নজর কাড়ল ১৪ অগাস্টের সন্ধ্যা। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও শেফালি শাহ (Shefali Shah)। '৮৩' ছবির জন্য সেরা অভিনেতা হলেন রণবীর, অন্যদিকে 'জলসা'র জন্য সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হলেন শেফালি শাহ। 

শিরদাঁড়ায় অস্ত্রোপচার করিয়ে আপাতত সুস্থ কনীনিকা বন্দ্যোপাধ্যায়-

মঙ্গলবার সকালে স্বামী ও কন্যার সঙ্গে হাসিমুখে বেশ কিছু ছবি পোস্ট করে কনীনিকা লেখেন, 'শুভ সকাল বন্ধুরা, প্রায় ১৩ দিনের হাসপাতালের শিক্ষণীয় সফর শেষে পরিবাররে কাছে ফিরেছি। আমি আমার প্রত্যেকজন ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানাই যাঁরা আমার নিজের শরীরকে আরও ভাল করে চেনার পর্যায়ে আমার সবচেয়ে বড় সহায় ছিলেন। ডাক্তার সিদ্ধার্থ ঘোষের মতো একজন চিকিৎসক ও তাঁর স্ত্রী মিত্রা দির মতো সঙ্গী পেয়ে ধন্য। আমার পরিবার আমার শক্তি। কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, আমার বোন আমার শক্তিস্তম্ভ।'

আরও পড়ুন - Huma Qureshi: বডি শেমিং নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন হুমা কুরেশি

স্বাধীনতা দিবসে নতুন স্পাই থ্রিলার সিরিজের ঘোষণা, আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই'-

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী এই সিরিজের টিজার পোস্ট করে জি ফাইভ। ভিডিও শেয়ার করে লেখা হয়, 'এই স্বাধীনতা দিবসে, আমাদের অজ্ঞাত নায়কদের সেলাম। প্রত্যেকটা যুদ্ধই যে যুদ্ধক্ষেত্রে জেতা যায় তা নয়। 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' গল্প জানতে তৈরি হোন, শীঘ্রই আসছে জি ফাইভে'।  শিভম নায়ার ও জয়প্রদ দেসাই পরিচালিত 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' বলবে এক ভারতীয় চরের অনুপ্রেরণাদায়ক গল্প। এক ভারতীয় গুপ্তচর যে পাকিস্তানে থেকে নিজের দেশের দিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। স্পাই থ্রিলার ঘরানার এই সিরিজ মুক্তি পাবে চলতি বছরেই। মুখ্য চরিত্রে দেখা যাবে জইন খান দুরানি, প্রকাশ রাজ, আদিল হুসেন, বরখা বিশত, হর্ষ ছায়া, সত্যদীপ মিশ্র ও জোয়া আফরোজকে।

'শেরশাহ'র পর ফের জুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, আসছে নতুন প্রেমকাহিনি-

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। মাঝেমধ্যে তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে যেতেও দেখা যায়। স্বাধীনতা দিবসের পোস্টে তাঁদের খুনসুটিও নজর কেড়েছে সকলের। এবার দর্শকেরল পছন্দের সেই সিদ্ধার্থ ও কিয়ারা জুটিকে ফের দেখা যাবে আরও এক ছবিতে। শোনা যাচ্ছে তাঁদের আগামী রোম্যান্টিক ঘরানার ছবির নাম আপাতত ঠিক হয়েছে 'অদল বদল' (Adal Badal)। এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, একেবারে নতুন অবতারে দুই তারকাকে দেখা যাবে এই ছবিতে। সূত্রের খবর, থাকবে স্পেশাল এফেক্টসও।

নিজের কণ্ঠে গান গেয়ে পোস্ট হৃত্বিক রোশনের-

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের কণ্ঠে গাওয়া গান আপলোড করলেন অভিনেতা। হৃত্বিক রোশন ক্যাপশনে লেখেন, 'অনুভব করেছি। গেয়েছি। কিছু শট পরপর সাজিয়ে উপস্থাপন করলাম। হেডফোনে বেশি ভাল শোনাবে যদিও তাতে খারাপ গাওয়া ভাল হয়ে যাবে না। আশায় এবং স্বাধীনতার প্রকৃত চেতনায় নিবেদিত। প্রতিটি একক ব্যক্তির জন্য স্বাধীনতা। ধন্যবাদ জ্যাকি ভগনানি তোমার সৃষ্টি আমাকে ব্যবহার করতে দেওয়ার জন্য।' 

দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন গুরমিত-দেবিনা-

মঙ্গলবার সকাল সকাল ফের সুখবর দিলেন দেবিনা। নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ফের মা হতে চলেছেন তিনি। গুরমিত ও দেবিনার পরিবারকে পূর্ণতা দিতে আসছে তাঁদের দ্বিতীয় সন্তান। মেয়ের চার মাসের মাথায়ই দ্বিতীয় সন্তানের খবর দিলেন তাঁরা। সঙ্গে পোস্ট করলেন পরিবারের ছবি। গুরমিত ও দেবিনার প্রথম সন্তানের নাম লিয়ানা (Liaana)। এদিন ছবি পোস্ট করে দেবিনা লেখেন, 'কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনওভাবেই বদলানো যায় না... এটাও তেমনই এক আশীর্বাদ... শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।'

সৌভিক দে নিয়ে আসছেন ক্রাইম থ্রিলার 'বিজয়া দশমী'-

একই ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন (Rajatav Dutta , Aryann , Anindya Banerjee, Gulsanara)। দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজিত 'বিজয়া দশমী' ছবিটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার।  ছবির গল্প শুরু হয় খুনকে কেন্দ্র করে। শহরে একের পর এক মহিলারা খুন হতে শুরু করেব হঠাৎই। এরই মধ্যে এক ছেলে তাঁর মাকে নিয়ে কাকিমার বাড়ি ছাড়তে যায়। মহালয়ার দিন। কিন্তু সেখানে মাকে হারিয়ে ফেলে সে। নিজের মাকে খুঁজতে শুরু করে সে। হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে পৌঁছয় সে। সেখানে তার দেখা হয় বর্মন নামে একজন পুলিশ অফিসারের সঙ্গে। তার হাতেই রয়েছে শহরের খুনের কেসগুলি। এরপর গল্প এগোতে থাকে।

বিশেষ ছবি পোস্ট করে মা হতে চলার ঘোষণা বিপাশা বসুর-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর পোস্ট করা দুটি ছবিতে বেবি বাম্প স্পষ্ট। সাদা রঙের শার্টে বিপাশা বসুর চেহারায় মাতৃত্বের জেল্লা ফুটে উঠেছে। নতুন সদস্য আসতে চলার কথা জানিয়ে বিপাশা বসু লিখেছেন, 'একটা নতুন সময়। একটা নতুন অধ্যায়। একটা নতুন আলো যোগ হল আমাদের জীবনে। আরও বেশি খুশির মুহূর্ত আসতে চলেছে। আমাদের নিজেদের জীবন একা একা শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হল। আর তারপর আমরা একে-একে দুই হলাম। দুজনের এই প্রচুর ভালোবাসা শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক হচ্ছিল না। তাই আমাদের জীবনে শীঘ্রই আসতে চলেছে তৃতীয় সদস্য। আমাদের ভালোবাসার সৃষ্টি আসতে চলেছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে শীঘ্রই। সকলের এই ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রার্থনা আর শুভ কামনা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের জীবনের অঙ্গ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সন্তান আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। দুর্গা দুর্গা।'

কেমন আছেন রাজু শ্রীবাস্তব? স্বাস্থ্যের কি কোনও উন্নতি হল?

দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। এদিন তাঁর ফের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়। রাজু শ্রীবাস্তবের ম্যানেজার নয়ন সোনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'রাজুর (রাজু শ্রীবাস্তব) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শরীরের কোনও কোনও অঙ্গ নড়াচড়া করাতে পারছেন তিনি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। আইসিএই এবং ভেন্টিলেশনেই রাখা হয়েছে রাজু শ্রীবাস্তবকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজুর জ্ঞান ফিরতে এখনও একটা সপ্তাহ লাগতে পারে।'

বডি শেমিং নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন হুমা কুরেশি-

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, 'আমরা একজন মহিলার শরীরের দিকে দেখি আর তাকে নিয়ে নানারকম মন্তব্য করি। এতে সেই ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত লাগে। আমরা এমনই একটি বিষয়ের উপর ছবি তৈরি করছি। যেখানে এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি এর মাধ্যমে আমরা একটা স্বাস্থ্যকর কথপোকথনও করতে পারব।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Dengue: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
Best Stocks To Buy: এই গ্রিন এনার্জি কোম্পানি পেয়েছে বড় অর্ডার, স্টক নিয়েছে দুর্দান্ত গতি, এখন কেনা উচিত ? 
এই গ্রিন এনার্জি কোম্পানি পেয়েছে বড় অর্ডার, স্টক নিয়েছে দুর্দান্ত গতি, এখন কেনা উচিত ? 
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: উধাও আইনের শাসন, চাপের মুখে কাল সর্বদলীয় বৈঠকের ডাকBangladesh News Update: বাংলাদেশে অবিরাম সন্ত্রাস, ফের ঠাকুরগাঁয়ে আক্রান্ত হিন্দু।Bangladesh News: বাংলাদেশে ভারত বিদ্বেষে পাক উস্কানি? মৌলবাদীদের তাণ্ডবের নেপথ্যে পাক-যোগ রয়েছে?Tollywood Controversy: ইচ্ছে মতো ছুটি ঘোষণা করার কোনও অধিকার ফেডারেশনের নেই: অনিবার্ণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh News: হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
হিন্দুদের উপর হামলায় ব্যবস্থা না নিলেও, প্রতিবাদের মুখে ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজ বন্ধ করল বাংলাদেশ !
Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
Dengue: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও
Best Stocks To Buy: এই গ্রিন এনার্জি কোম্পানি পেয়েছে বড় অর্ডার, স্টক নিয়েছে দুর্দান্ত গতি, এখন কেনা উচিত ? 
এই গ্রিন এনার্জি কোম্পানি পেয়েছে বড় অর্ডার, স্টক নিয়েছে দুর্দান্ত গতি, এখন কেনা উচিত ? 
Ram Mandir New Shrines: অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
Malda News: নীল-সাদা রং মুছে গেরুয়া ভবন, বিতর্কের মুখে যা করল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত
নীল-সাদা রং মুছে গেরুয়া ভবন, বিতর্কের মুখে যা করল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত
Multibagger Stock : বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
বাজারে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের 'যমজ ভাই', এক বছরে ১০ হাজার টাকা রাখলে পেতেন এক কোটিরও বেশি
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ব্রিটিশ পার্লামেন্টে, পরিস্থিতির দিকে নজর রাখছে ব্রিটিশ সরকার
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ব্রিটিশ পার্লামেন্টে, পরিস্থিতির দিকে নজর রাখছে ব্রিটিশ সরকার
Embed widget