এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)। 

কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)। 

'আর্টিস্ট' তৈরির কোচিং সেন্টারে হাজির একঝাঁক পড়ুয়া, কে পাবে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ?

ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজের নাম ঘোষণা হয়ে গেল। সিরিজের নাম 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি' (Vinchi Bharati Academy)। সিরিজের পরিচালনার দায়িত্বে সৌমিত দেব। এমনকী গল্প, চিত্রনাট্য, সংলাপও তাঁরই লেখা। মূলত ব্যঙ্গাত্মক, ডার্ক কমেডি ঘরানার সিরিজ এটি।

'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের মজার অনুকরণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও-

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে চাঁদনির তৈরি আলিয়ার চরিত্রের অনুকরণ। ছবিতে আলিয়ার একাধিক সংলাপ তাঁকে অভিনয় করে বলতে শোনা যায়। সেখানে দেখা যায় প্রত্যেকটা সংলাপে তিনি রণবীর কপূরের চরিত্র - শিবার নাম ধরে ডাকছেন। বারবার 'শিবা'র নাম ডেকেই চলেছেন তিনি। এমনই দেখা যায়। তবে অনেকেরই মতে এমনই আলিয়ার চরিত্রটিও। ছবিতে তাঁকে বারংবার এবং বেশিরভাগ সময়েই রণবীরের চরিত্রের নাম ধরেই ডাকতে শোনা যায় বলে মত অনেকের। এবং এই কারণেও 'ব্রহ্মাস্ত্র' বিপুল পরিমাণে সমালোচিত হয়েছে। 

অনুষ্ঠিত হল ৭৪তম 'এমি অ্যাওয়ার্ডস'-

অনুষ্ঠিত হয়ে গেল ৭৪তম 'টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (74th Television Academy Awards)। অনুষ্ঠানস্থল লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে (Microsoft Theater in Los Angeles)। যেমন আশা করা হয়েছিল সেই অনুযায়ীই 'সাকসেশন' (Succession) এমি (Emmy) পেল 'বেস্ট আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ' হিসেবে। এই নিয়ে দ্বিতীয়বার 'আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ' হিসেবে এমি পেল 'টেড লাসো' (Ted Lasso)। 

মুক্তি পেল অমিতাভ বচ্চন - রশ্মিকা মান্দান্নার 'গুড বাই' ছবির প্রথম গান 'জয়কাল মহাকাল'-

ইনস্টাগ্রামে এদিন ছবির প্রথম গান শেয়ার করেন অভিনেত্রী নীনা গুপ্তা। ক্যাপশনে লেখেন, 'জয়কাল মহাকালের রাগ ও পরিবারের ভালবাসা, দুটোর শব্দই প্রত্যেক মনে এবার শোনা যাবে!' প্রসঙ্গত, রশ্মিকা মান্দান্না, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে দেখা যাবে ৭ অক্টোবর থেকে।

কন্যা পলকের বিয়ে হোক, চান না শ্বেতা তিওয়ারি! কেন?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। আজও তাঁকে দর্শকেরা জনপ্রিয় 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকের 'প্রেরণা' চরিত্রর জন্য মনে রেখেছে। মাত্র ১৮ বছর বয়সে তিনি রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁর দুটি বিয়েই টেকেনি। বর্তমানে তিনি তাঁর দুই সন্তান পলক এবং রিয়াংশকে নিয়ে থাকেন। তিনি নিজে বিবাহিত জীবনের নানা টানাপোড়েনের সাক্ষী হয়েছেন। তাঁই তিনি চান না তাঁর কন্যা পলক বিয়ের পিঁড়িতে বসুক। শ্বেতা তিওয়ারি বলেন, 'আমি তথাকথিত বিয়েতে বিশ্বাস করি না। এমনকি আমি তো আমার মেয়েকে বলি যে, ও যেন বিয়ে না করে। এটা ওর জীবন। আমি ওর জীবনে দখলদারি করতে চাই না। ও নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারে। তবে, শুধু এটুকুই ওকে বলতে চাইব যে, বিয়ের মতো কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন ও আরও বেশি করে ভাবনা চিন্তা করে। শুধু একটা সম্পর্কে আছো বলেই তাতে বিয়ে করে নিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। জীবনে বিয়ে করা খুব জরুরি, বিয়ে না করলে জীবন কীভাবে কাটবে, এই ধারণা সঠিক নয়।'

আরও পড়ুন - Brahmastra: এইদিন মাত্র ৭৫ টাকার টিকিটে 'ব্রহ্মাস্ত্র' দেখুন

জিয়া খান হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত চেয়ে মা রাবিয়া খানের আবেদন খারিজ-

নয় বছর পুরনো কেসের পুনরায় তদন্ত শুরু করার আবেদন খারিজ করল আদালত। বলিউড অভিনেত্রী জিয়া খান (Jiah Khan), অভিযোগ যিনি আত্মহত্যা করেছিলেন, তাঁর মা রাবিয়া খান (Rabia Khan), সেই কেস পুনরায় চালু করার আবেদন জানান। সোমবার সেই আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (The Bombay High Court)।

মাত্র ৭৫ টাকার টিকিটে 'ব্রহ্মাস্ত্র' দেখতে চান?

গত ২রা সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, আগামী ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া (National Cinema Day) উদযাপন করা হবে। আর সেইদিনই মাত্র ৭৫ টাকায় পাওয়া যাবে সিনেমার টিকিট। কিন্তু সম্প্রতি তাঁদের ফের ঘোষণা বদলেছে। ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বিভিন্ন সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসার কারণেই মূলত এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। 

চলতি বছর 'বিগ বস'-এ কী থাকছে না? বড় চমক দিলেন সলমন খান-

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। একটিতে 'বিগ বস ১৬' সম্পর্কে দর্শকদের মনে আরও উত্তেজনা তৈরি করছেন সলমন খান। তাঁকে দেখা যাচ্ছে কালো পোশাকে। আর তিনি বলছেন, এবার বিগ বস নিজে খেলবে। প্রোমোতে দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়েছেন সঞ্চালক। আরও একটি ভিডিওতে তিনি জানাচ্ছেন যে, চলতি বছর 'বিগ বস'-এর নিয়ম যে কোনও নিয়মই নেই। অন্যান্য সিজনের তুলনায় চলতি বছর যে এই রিয়েলিটি শো আরও বেশি অন্যরকম, তা বোঝা যাচ্ছে প্রোমো থেকেই। 

'কাছের মানুষ'-এর নতুন গানে সোনু নিগমের কণ্ঠ, প্রচারে কলকাতায় হাজির হবেন তারকা গায়ক-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা দেব। আগামী ১৬ সেপ্টেম্বর শহরের এক শপিং মলে হাজির হবেন বলিউডের তারকা গায়ক সোনু নিগম। দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত 'কাছের মানুষ' ছবির নতুন গান মুক্তি পাবে সেদিন। 'মুক্তি দাও' গানে কণ্ঠ সোনু নিগমেরই। সেদিন সাধারণ মানুষের মাঝেই নতুন গান আসবে প্রকাশ্যে। 'এই গানটা নিয়ে আমি খুবই উত্তেজিত। শুনছি দর্শকও মুখিয়ে রয়েছেন,' ভিডিওয় বলতে শোনা যায় সোনু নিগমকে। প্রসঙ্গত, এই গানের ঝলক ছবির ট্রেলারে ব্যবহৃত হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার পুরো গানটি শোনার অপেক্ষায় সকলে।

'বিগ বস ১৬'-তে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে এই তারকাদের-

বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, চলতি বছর 'বিগ বস'-এর ঘরে দেখা যেতে পারে বলিউডের বড় পর্দা থেকে ছোট পর্দার একঝাঁক তারকাকে। সেই তালিকায় নাম রয়েছে শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, মনাওয়ার ফারুকি, কণিকা মান, আমির খানের ভায ফয়জল খান, টুইঙ্কল কপূর, শিবিন নারাং, ভিভিয়ান ডিসেনা, অর্জুন বিজলানি এবং ফরমানি নাজের। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত বছর বিগ বস জয়ী হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে ছিলেন প্রতীক সেহজপাল, কর্ণ কুন্দ্রা।

'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ-

চতুর্থ দিন অর্থাৎ সোমবার, 'ব্রহ্মাস্ত্র' দেশজুড়ে ১৬.২৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর সূত্রের। তার মধ্যে হিন্দি বাজার থেকে ১৪.২৫ কোটি টাকা এবং বাকি ভাষা থেকে ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বাজারে ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। 

প্রকাশ্যে রণবীরকে কষিয়ে চড় তারই দেহরক্ষীর! তারপর?

বেঙ্গালুরুতে আয়োজিত উল্লেখিত অ্যাওয়ার্ডসের মঞ্চে অনুরাগীদের সঙ্গে অনেকটা সময় কাটান বলিউড তারকা রণবীর সিংহ। তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। উচ্ছ্বসিত জনতা পছন্দের তারকাকে কাছ থেকে দেখার জন্য আর তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমাতে থাকে। সেই সময় রণবীরে দেহরক্ষীদের পক্ষে অনুরাগীদের ভিড় সামলানো বেশ মুশকিল হয়ে পড়ছিল। উত্তেজিত জনতার হাত থেকে তারকাকে রক্ষা করতে গিয়ে এক দেহরক্ষীর চড় এসে লাগে অভিনেতার গালে। এমন পরিস্থিতি যে আসতে পারে, কল্পনাও করতে পারেননি তিনি। মুহূর্তের জন্য হকচকিয়ে গেলেও পরমুহূর্তেই সামলে নেন। আর ফের স্বাভাবিক হয়ে যান। ফের যেমন অনুরাগীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তা করতে থাকেন। আসলে তিনিও হয়তো বুঝতে পেরেছিলেন যে, ঘটনাটা ইচ্ছাকৃত নয়। সেই ভিডিওই ক্যামেরাবন্দি হয়ে যায়। আর তা নেট দুনিয়ায় পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি।

'জানোয়ার' মুক্তির আগে কী হয়েছিল? অক্ষয়ের দুঃসময়ের স্মৃতিচারণা প্রযোজকের-

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক সুনীল দর্শন জানাচ্ছেন যে, কেরিয়ারের শুরুর দিকের ব্যর্থতা এবং প্রযোজকের অপমান কতটা মানসিকভাবে ভেঙে দিয়েছিল অক্ষয় কুমারকে। সেই পরিস্থিতি তিনি কাটিয়ে উঠেছেন। ফের হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আর আজ তিনি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। প্রযোজক জানাচ্ছেন, 'জানোয়ার' মুক্তির আগে প্রযোজকের কাছ থেকে মারাত্মকভাবে অপমানিত হন অভিনেতা। তিনি বলছেন, 'তখন 'জানোয়ার' মুক্তি পাবে বাকি আর মাত্র মাস দুয়েক। একজন অক্ষয় আমার কাছে এসে বলল, সুনীল জি আমি নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার যে ছবিটা মুক্তি পেতে চলেছে, তার কোনও পোস্টার এখনও দেয়নি প্রযোজক। একটাও হোর্ডিং পড়েনি কোথাও।' তিনি যখন অভিনেতার কাছে জানতে চান যে, কেন ওই প্রযোজক এমন করছে বা কী বলছে, তখন অক্ষয় বলেন, 'প্রযোজক আমাকে বলেছে যে আমার যোগ্যতা নেই পোস্টারে মুখ দেখানোর। কোনও হোর্ডিংয়ে মুখ দেখানোর মতো যোগ্যতা আমার নেই।'

হাত জোড় করে পন্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী, ঝামেলা মিটল?

সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন পন্থ ও উর্বশী । ঘটনার সূত্রপাত উর্বশীর একটি দাবিকে কেন্দ্র করে । তিনি জানিয়েছিলেন, মিস্টার 'আর পি' তাঁকে বহুবার ফোন করেছিলেন । কিন্তু সেই ফোনে তিনি সাড়া দেননি। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, উর্বশীর উল্লেখ করা আর পি কি তবে ঋষভ পন্থ? সম্প্রতি এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, আর পি-র জন্য কোনও বার্তা? উর্বশী করজোড়ে বলেন, 'আমি দুঃখিত ।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
India vs Australia Day 1 Highlights: শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
Advertisement
ABP Premium

ভিডিও

Bratya Basu: কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! | ABP Ananda LIVEFake Passport News: ইতালিতে থাকাকালীন বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ধীরেনের ! | ABP Ananda LIVEKolkata News: ন্যাশনাল মেডিক্যালে ২ মাসেরও বেশি সময় ধরে বিকল C-Arm যন্ত্র ! হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিDinhata News: দিনহাটা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে লকেট | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
India vs Australia Day 1 Highlights: শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Viral News: হৃদরোগে মারা গিয়েছিলেন, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই ফিরল প্রাণ; হেঁটে বাড়ি ফিরলেন এই বৃদ্ধ
হৃদরোগে মারা গিয়েছিলেন, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই ফিরল প্রাণ; হেঁটে বাড়ি ফিরলেন এই বৃদ্ধ
Mamata Banerjee: পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
Embed widget