Top Entertainment News Today: বিনোদনের সেরা খবরগুলি দেখে নিন একঝলকে
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
সিম কার্ড দিয়ে তৈরি পোশাক পরলেন উরফি জাভেদ-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, কীভাবে তিনি সিম কার্ডের তৈরি পোশাক নিজের জন্য বেছে নিচ্ছেন। সেই পোশাকের জন্য অভিনেত্রীর থেকে দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা। আর নতুন ধরনের পোশাক পেয়ে উচ্ছ্বসিত উরফি দাম দিচ্ছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা। বলা হচ্ছে, ওই পোশাকে দু হাজার সিম কার্ড রয়েছে। তাঁর নতুন এই ভিডিওতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। চেন, সেফটি পিন, ভাঙা কাঁচ এবং আরও অনেক কিছু দিয়ে তৈরি পোশাক পরেন উরফি। এবার তাঁর সিম কার্ড দিয়ে তৈরি পোশাক মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দর্শকদের মতামতের কতটা দাম দেন আলিয়া ভট্ট?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট বলেন, 'আমি রিভিউ পড়ি না। রিভিউ ভালো হলেও পড়ি না, রিভিউ খারাপ হলেও পড়ি না। কখনও কখনও আমাকে পাঠানো হেডলাইনগুলি পড়ি। জানি না কেন, প্রথম ছবির সময় থেকেই আমি বুঝতে পারি, কোন ছবিটা চলছে, আর কোনটা চলছে না। আমি বহু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাই। তবে, তা সাক্ষাতে। যখন অনেক মানুষের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়, তখন তাঁদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই। এমন নয় যে, আমার রিভিউ পড়ার কথা নয় মনে করে পড়ি না। আমি এসব নিয়ে আলোচনা করাই পছন্দ করি না।'
পরিবারের জন্য কত সম্পত্তি রেখে গেলেন রাজু শ্রীবাস্তব?
জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব রেখে গিয়েছেন স্ত্রী শিখা শ্রীবাস্তব, দুই সন্তান আয়ুষ্মান ও অন্তরা শ্রীবাস্তবকে। জানা যায়, কেরিয়ারের শুরু থেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন রাজু। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে তাঁকে। স্ত্রী শিখা শ্রীবাস্তবকে বিয়ে করার আগেইমুম্বই একটি বাড়ি কিনেছিলেন তিনি। বর্তমানে তাঁর বিলাসবহুল বাড়ি ও গাড়ি রয়েছে। বিভিন্ন সূত্রে খবর, মুম্বইয়েএকটি বিলাসবহুল বাড়ি রয়েছে রাজু শ্রীবাস্তবের। যার দাম কম বেশি সাত থেকে সাড়ে সাত কোটি টাকা। গাড়ির প্রতি ভালোলাগা ছিল তাঁর। তাই তাঁর গ্যারেজে রয়েছে ৮৫ লক্ষ টাকা দামের অডি থেকে ৪৭ লক্ষ টাকা দামের বিএমডব্লিউ। এছাড়াও রোজকার ব্যবহারের জন্য রয়েছে একটি ইনোভা গাড়ি। জানা যায়, রাজু শ্রীবাস্তবের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকার মতো।
আরও পড়ুন - Bigg Boss 16: চলতি বছর কবে থেকে শুরু হবে 'বিগ বস'?
আন্ধেরির বিলাসবহুল সম্পত্তি বিক্রি করলেন অক্ষয় কুমার, দাম কত উঠল?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বলিউড তারকাদের সম্পত্তি কেনা বেচার তালিকায় এবার যোগ দিলেন অক্ষয় কুমার। তাঁর আন্ধেরি ওয়েস্টের সম্পত্তি তিনি বিক্রি করেছেন আরমান মালিক, অমল মালিকের বাবা ডাবু মালিককে। এই সম্পত্তি তিনি নিজে কিনেছিসেন ৪.১২ কোটি টাকায়। আর এবার সেটি তিনি বিক্রি করলেন ৬ কোটি টাকায়। সূত্রের খবর, অক্ষয় কুমারের এই সম্পত্তি বিলাসবহুল একটি আবাসনে। যার কার্পেট এরিয়া ১২৮১ স্কোয়ার ফুট। অক্ষয়ের এই সম্পত্তি কেনার জন্য দুটো পার্টির ডিল হয়েছিল। অবশেষে অভিনেতা তাঁর সম্পত্তি জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর বাবা ডাবু মালিককে বিক্রি করেন।
চলতি বছর কবে থেকে শুরু হবে 'বিগ বস'?
সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার করা হয়েছে 'বিগ বস ১৬'র প্রোমো। শেখানে 'শোলে' ছবিতে গব্বর সিং-এর জনপ্রিয় ডায়লগ বলতে দেখা যাচ্ছে সলমন খানকে। ভাইজান বলছেন, '৫০-৫০ ক্রোশ দূরে যখন বাচ্চা কাঁদবে, তখন মা বলবেন, বাছা শুয়ে পড়, নাহলে বিগ বস চলে আসবে।' প্রোমোতে এটাও জানা যাচ্ছে যে, আগামী ১ অক্টোবর হতে চলেছে 'বিগ বস'-এর প্রিমিয়র। ১ অক্টোবর রাত ৮টায় শুরু হবে 'বিগ বস ১৬'-এর প্রিমিয়র।