এক্সপ্লোর
Advertisement
‘করোনাভাইরাস ভাবছে, এই দেশ ছেড়ে পালাই’ জনতা কার্ফুতে রাস্তায় জমায়েত দেখে বিদ্রুপ সোনু সুদের
এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরক্তি ও বিদ্রুপ করলেন সোনু সুদ।সোনু সুদ ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘বেশ ভালই হয়েছে করোনা ভারত ছেড়ে চলে গিয়েছে। ওদের আনন্দ করার যথেষ্ট কারণ রয়েছে। এটা দেখে তো করোনা ভাইরাসই দুশ্চিন্তায় পড়ে যাবে, যদি এই মানুষগুলোর বুদ্ধিমত্তায় সে নিজেই আক্রান্ত হয়ে পড়ে! করোনা ভাইরাস ভাবছে, এই দেশ ছেড়ে পালাই। মানে... এই মানুষগুলোর মস্তিষ্ক কি সঠিক জায়গায় রয়েছে?
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে গত রবিবার করোনাভাইরাস প্রতিরোধে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেশজুড়ে জনতা কার্ফুর মধ্যে যেভাবে রাস্তায় নেমে কিছু লোক কাঁসর-ঘন্টা, থালা বাজিয়ে রীতিমতো শোভাযাত্রা বের করেছিলেন, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করে বিরক্তি প্রকাশ ও বিদ্রুপ করলেন বলিউডের অভিনেতা সোনু সুদ। অভিনেতা লিখলেন, ‘এমনকী ভাইরাসও ভাববে যে আমি যদি এই সমস্ত মানুষের বুদ্ধিমত্তায় প্রভাবিত হই, তবে কী হবে?
প্রধানমন্ত্রী ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের সম্মান জানাতে হাততালি দিতে, কাঁসর, ঘন্টা বাজাতে বলেছিলেন। কিন্তু সেই কৃতজ্ঞতা প্রকাশ রীতিমতো উল্লাসে, উৎসবে পরিণত হয়।
সোনু লিখেছেন, ‘বেশ ভালই হয়েছে করোনা ভারত ছেড়ে চলে গিয়েছে। ওদের আনন্দ করার যথেষ্ট কারণ রয়েছে। এটা দেখে তো করোনাভাইরাসই দুশ্চিন্তায় পড়ে যাবে, যদি এই মানুষগুলোর বুদ্ধিমত্তায় সে নিজেই আক্রান্ত হয়ে পড়ে! করোনাভাইরাস ভাবছে, এই দেশ ছেড়ে পালাই। মানে... এই মানুষগুলোর মস্তিষ্ক কি সঠিক জায়গায় রয়েছে?
এর আগে, তিনি নিজের ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী ভিডিও শেয়ার করেছিলেন। শৈশবে সোনুর মা তাঁকে যা যা বলে সান্ত্বনা দিতেন, ভরসা দিতেন, সেই কথা, সেই স্মৃতিচারণাই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। বর্তমান পরিস্থিতিতে তাঁর অনুরাগীদের মনের জোর বাড়াতে শেয়ার করা এই ভিডিওতে তিনি বলেছেন, "সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। শৈশবে আমার মা আমাকে যা বলতেন, আপনাকে কেবল তারই পুনরাবৃত্তি করতে হবে। হাত ভালভাবে ধুয়ে ফেলুন। শুধু জল নয়, সাবান দিয়ে। বাড়িতে থাকুন, রুমাল ব্যবহার করুন। হ্যালো হাই নয়, সালাম বা নমস্কার করুন।”
করোনাভাইরাসের আতঙ্কের সময় মায়ের শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আরও বলেন, “আজ গোটা বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে। আমার যখন স্কুলে পরীক্ষা থাকত, আমার মা আমায় ভরসা দিয়ে বলতেন সব ঠিক হবে। আজ পৃথিবীরও পরীক্ষা। আমি আপনাকে বলছি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে"
এই ভিডিওটি তাঁর অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। অনেকে প্রশংসাও করেন।
বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন করোনা বিষয়ক বিভিন্ন সচেতনতার বার্তা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement