Govinda Health Update: সফল অস্ত্রোপচার, মিলল ছুটি! হাসপাতাল থেকে হুইলচেয়ারে বসে বেরোলেন গোবিন্দ
Govinda: নিজের রিভলভার থেকেই গুলি বেরিয়ে পায়ে লাগে গোবিন্দর। ভর্তি করতে হয় হাসপাতালে। অস্ত্রোপচার শেষে অবশেষে আজ মিলল ছুটি।
মুম্বই: নিজের লাইসেন্সড রিভলভার থেকে দুর্ঘটনা বশত বাঁ পায়ে গুলি লেগেছিল গোবিন্দর (Govinda health update)। অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। তবে এখনও দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারছেন না গোবিন্দ। হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওন দেন তিনি। (Govinda Bullet Injury)
হাসপাতাল থেকে মিলল ছুটি, বাড়ি ফিরলেন গোবিন্দ
বর্ষীয়ান অভিনেত্রী ও শিবসেনা নেতা গোবিন্দ ছাড়া পেলেন মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতাল থেকে। ভুল করে নিজের পায়ে গুলি চালিয়ে ফেলার পর এখানেই তাঁর অস্ত্রোপচার করা হয়। বুধবার তাঁকে সাধারণ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো অভিনেতাকে আগামী ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রাম করতে বলা হয়েছে। ব্যায়াম ও ফিজিওথেরাপি চলছে তাঁর। আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা। বাড়িতেই তিনি বিশ্রামে থাকবেন। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়।
গত মঙ্গলবারই সন্ধ্যার দিকে জানা যায়, অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার সকালে নিজের রিভলভার থেকেই আচমকা গুলি বেরিয়ে জখম হন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে অভিনেতার পা থেকে গুলি বার করা হয়। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানান চিকিৎসকরা। কিছুটা সুস্থ হওয়ার পরে একটি অডিও বার্তায় চিকিৎসক ও ভক্তদের ধন্যবাদ জানান অভিনেতা। সেই সঙ্গে পোস্ট করে মামার স্বাস্থ্যের আপডেট দেন অভিনেতা ক্রুষ্ণা অভিষেকও। জানান সেরে উঠছেন গোবিন্দ।
#WATCH | Mumbai: Actor and Shiv Sena leader Govinda discharged from CritiCare Asia in Mumbai.
— ANI (@ANI) October 4, 2024
He was admitted here after he was accidentally shot in the leg by his own revolver. pic.twitter.com/XU1Tidt7hu
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে ক্রুষ্ণা লেখেন, 'মামা এখন অনেকটা সুস্থ বোধ করছেন। আপনাদের ভালবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। ঈশ্বর দয়াশীল। দয়া করে আপনারা প্রার্থনা করতে থাকুন।'
সূত্রের খবর গোবিন্দর যখন গুলি লাগে, তখন তাঁর স্ত্রী সুনীতা বাড়িতে ছিলেন না। গুলিবিদ্ধ হওয়ার পর, অভিনেতা প্রথম ডেকেছিলেন তাঁঁর ভাই কীর্তি কুমারকে। ভাই তড়িঘড়ি করে তাঁর বাড়িতে পৌঁছে যান। তিন-চারজন মিলে গোবিন্দকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পুলিশ জানায়, গুলি চালানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দের বন্দুকটি বাজেয়াপ্ত করে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে গোবিন্দর পা থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায়। পুলিশ পরিবারের সদস্যদের জবানবন্দি রেকর্ড করবে বলেও জানা যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান ইন্ডাস্ট্রির সদস্যরা, এমনকী সাধারণ মানুষ ও তাঁর অনুরাগীরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।