Govinda: বৈবাহিক জীবনে টানাপোড়েন, তার মধ্যেই মানহানির অভিযোগ তুলে সুর চড়ালেন গোবিন্দ!
Govinda News: এর আগে, একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, গোবিন্দ তাঁর স্বভাব না বদলালে আর কাজ পাবেন না।

কলকাতা: বারে বারেই তিনি থেকেছেন খবরের শিরোনামে। আর সম্প্রতি নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে শিরোনামে উঠে এসেছেন গোবিন্দ (Govinda)। কখনও তারকা পত্নী সুনীতার সঙ্গে তাঁর কলহের কথা প্রকাশ্যে চলে আসে, কখনও আবার সেই সুনীতাই গলা ভরা সোনার হাতের ছবি দিয়ে ঘোষণা করেন, এই হার গোবিন্দ তাঁকে করবা চৌথের উপহার হিসেবে দিয়েছেন। তারকা এবং তারকা পত্নীর একটি মামলাও নাকি আদালতে চলছে। মোট কথা, এই মুহূর্তে তারকার বৈবাহিক জীবন রয়েছে চর্চায়। আর এবার, অন্য একটি বিষয় নিয়ে তাঁর মানহানি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে আনলেন গোবিন্দ!
এর আগে, একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, গোবিন্দ তাঁর স্বভাব না বদলালে আর কাজ পাবেন না। তবে কেবল সুনীতা নন, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিচালক, প্রযোজক অভিযোগ তুলেছেন, গোবিন্দ নাকি অপেশাদার। তিনি সময়ে সেটে আসেন না। পাশাপাশি তাঁর প্রচুর বায়নাক্কাও রয়েছে। সম্প্রতি, কাজ আর ট্যুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসে, এই বিষয়টি নিয়ে মুখ খোলেন গোবিন্দ। বিনা কারণে তাঁর বদনাম করা হচ্ছে, এমন দাবি তোলেন তিনি। গোবিন্দ দাবি করেন, তিনি যেভাবে কাজ করেন, সেভাবে সঠিক সময়ে, সমস্ত সঠিক জায়গায় পৌঁছনো সম্ভব নয়।
গোবিন্দ সম্প্রতি এই শো-তে এসে বলেন, 'মানুষ সবসময়েই বদনাম ছড়ানোর চেষ্টা করেন। আমি ৫টা শিফটে কাজ করতাম। একই দিনে, ৫টা জায়গায় সময়ে পৌঁছনো সম্ভব নয়। সেই কারণে কিছু কিছু সময়ে আমার দেরি হত। আমি অসম্ভব খাটতাম। তারপরেও এই ধরণের কথা আমার নামে ছড়ানো হয়েছে। শুধু আমি কেন, ৫টা শিফটে কাজ করলে, কারোও বাবার ক্ষমতা নেই যে সমস্ত জায়গায় সময়ে পৌঁছবে। এত বেশি শ্যুটিং ১ দিনে কীভাবে করতে পারবে মানুষ? আমি তো শ্যুটিং করতে করতেই ক্লান্ত হয়ে যেতাম।'
গোবিন্দর ফিল্মি ক্যারিয়ারের কথায় আসলে, তিনি তাঁর কমেডি টাইমিং এবং নাচের মাধ্যমে সবার মন জয় করেছেন। তিনি ৮০-৯০ এর দশকে প্রচুর ভালোবাসা পেয়েছেন। তিনি শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। তিনি ‘ইলজাম’, ‘লাভ ৮৬’, ‘ইশক মে জিনা ইশক মে মরনা’-র মতো ছবিতে কাজ করেছেন। এরপর ডেভিড ধাওয়ানের সঙ্গে ‘কুলী নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘রাজা বাবু’ এবং ‘পার্টনার’-এর মতো কমেডি ছবিতে কাজ করেছেন। তাঁর ফিল্মি ক্যারিয়ার ৩ দশকের ছিল। তিনি শেষবার ‘রঙ্গিলা রাজু’ ছবিতে দেখা গিয়েছিল, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। এখন গোবিন্দ প্রায়ই রিয়্যালিটি শো-এ অতিথি হয়ে আসেন। যেখানে তিনি তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে কথা বলেন।





















