Sunita Ahuja on Govinda: কপিল শর্মার শোয়ে স্ত্রী সুনীতা গোবিন্দাকে বললেন তাঁকে চুম্বন করতে!
স্ত্রীকে এখনও কতটা ভালোবাসেন কিংবা স্ত্রী-র প্রতি কতটা নজর দেন, সেই প্রসঙ্গে গোবিন্দাকে বেশ কিছু প্রশ্ন করেন কপিল।
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। সম্প্রতি সেখানেই অতিথি হিসেবে এসেছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা (Sunita Ahuja)। সেখানেই সকলের সামনে গোবিন্দাকে তিনি বলেন চুম্বন করতে। কেন এমন বললেন অভিনেতার স্ত্রী?
কমেডি অনুষ্ঠান হিসেবে দারুণ জনপ্রিয় 'দ্য কপিল শর্মা শো'। অতিথিদের সঙ্গে নানারকম মজার মজার কান্ড করতে দেখা যায় কপিল শর্মা এবং তাঁর টিমের অন্যান্যদের। তেমনই গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গেও মজার কিছু কান্ড করতে দেখা গেল তাঁকে। স্ত্রীকে এখনও কতটা ভালোবাসেন কিংবা স্ত্রী-র প্রতি কতটা নজর দেন, সেই প্রসঙ্গে গোবিন্দাকে বেশ কিছু প্রশ্ন করেন কপিল। অভিনেতাকে তিনি স্ত্রী সুনীতার কানের দুলের রং জিজ্ঞাসা করেন। উত্তর না জানা থাকায় কৌশলে সেই প্রশ্নের উত্তর দেন গোবিন্দা। জনপ্রিয় গানের দু কলি গেয়ে গোবিন্দা বলেন, 'তেরে চেহরে সে নজর নেহি হাটতি, নজরে হাম কেয়া দেখে'।
এরপর সুনীতার নেলপলিশের রং জিজ্ঞাসা করায় তারও প্রশ্নের উত্তর দিতে পারেননি গোবিন্দা। স্ত্রী সুনীতাও তাঁকে আনরোম্যান্টিক বলে অভিযোগ করেন। এবার লিপস্টিকের রং জিজ্ঞাসা করায় গোবিন্দা অট্টহাসির সঙ্গে উত্তর দেন যে, স্ত্রী নিশ্চয়ই লাল রঙের লিপস্টিক পরেছেন। গোবিন্দার উত্তর শুনে আর থাকতে না পেরে সুনীতা বলেই বসেন, 'লাল? এসো আমাকে চুম্বন করে দেখে নাও।' সুনীতা আরও বলেন যে, গোবিন্দা তাঁর দিকে তাকানোর পরও তাঁর মনে হয় তিনি লাল রঙের লিপস্টিক পরেছেন। এরপরই স্বামীকে শুধরে দিয়ে জানান যে তিনি ন্যুড শেডের লিপস্টিক পরেছেন। মজাদার এই প্রশ্ন-উত্তর পর্ব দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। বাদ যাননি কপিল শর্মার শোয়ের বাকিরাও।
প্রসঙ্গত, ১৯৮৭তে স্ত্রী সুনীতা আহুজাকে বিয়ে করেন গোবিন্দা। টিনা এবং হর্ষবর্ধন নামে তাঁদের দুই সন্তানও রয়েছে।