Gurmeet & Debina Wedding Pics: ফের বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দম্পতি দেবিনা-গুরমিত?
দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধরী দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেছেন। যা দেখে ইতিমধ্যেই অনুরাগীরা তাঁদেরকে ফের বিয়ে করার প্রশ্ন তুলেছেন।
মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় জুটি দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধরী ফের বিয়ের পিঁড়িতে বসলেন। অন্তত তাঁদের সোশ্যাল মিডিয়া সাইটে চোখ রাখলে এমনটাই দেখা যাচ্ছে। দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধরী দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেছেন। যা দেখে ইতিমধ্যেই অনুরাগীরা তাঁদেরকে ফের বিয়ে করার প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন - Cruise Ship Case: জামিনের আবেদন খারিজ, মাদককাণ্ডে ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান
আরও পড়ুন - Happy Birthday Soha Ali Khan: ননদের জন্মদিনে তাঁর বিশেষ খাদ্যাভ্যাস ফাঁস করলেন করিনা কপূর খান
২০১১ সালে অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধরী। টেলিভিশনের পর্দায় দেবিনা-গুরমিত জুটি খুবই জনপ্রিয়। সম্প্রতি এই জুটি ফের নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। যদিও বহু নেট নাগরিক কমেন্টে দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধরীকে প্রশ্ন করেছেন যে, তাঁরা কি দ্বিতীয়বার বিয়ে করলেন? অবশ্য এখনও এই প্রশ্নের বা এমন কোনও কমেন্টের উত্তর দেননি কেউই। দুই অভিনেতার পোস্ট করা ছবিতে হিন্দু এবং একেবারে বাঙালি বধূ এবং বরের বেশে দেবিনা ও গুরমিতকে লাগছেও দারুণ। বিয়ের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে 'অবশেষে' কথাটি লিখেছেন এবং একটা হৃদয়ের ইমোজিও দিয়েছেন। ফলে খুব দ্রুতই তাঁদের দ্বিতীয়বার বিয়ে করার খবরটা ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন - Durga Puja Special 2021 : বিয়ের পর প্রথম শারদোৎসবই নীলাঞ্জনকে ছাড়া ... পুজোর প্ল্যান থেকে গান, আড্ডায় ইমন
সূত্রের খবর, জনপ্রিয় দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধরির এই বছর বিয়ের দশ বছর পূর্তি হয়। বিবাহিত জীবনের দশ বছর পূর্তি উপলক্ষেই যে তাঁরা ফের সেই বিশেষ দিনের স্মৃতিচারণায় বিয়ের ছবি পোস্ট করেছেন, তা বুঝতে বাকি নেই নেট নাগরিকদের। তাঁরাও তাই কমেন্টে দুজনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।