Suhana Khan Halloween Celebration: মার্কিন মুলুকে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে 'হ্যালোউইন' উদযাপন সুহানা খানের
Suhana Khan Halloween Celebration: সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুহানার বন্ধু প্রিয়ঙ্কা কেডিয়া। ক্যাপশনে লেখেন, 'একমুঠো রোদ্দুর পেয়েছি'। ক্যামেরায় হেসে পোজ দিতে দেখা গেল শাহরুখ-কন্যাকে।
মুম্বই: নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে ২০২১ সালের 'হ্যালোউইন' উদযাপন করছেন শাহরুখ কন্যা সুহানা খান। তারকা কন্যা আপাতত মার্কিন মুলুকেই রয়েছেন, সেখানেই ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে চুটিয়ে উদযাপন করলেন 'হ্যালোউইন'।
সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুহানার বন্ধু প্রিয়ঙ্কা কেডিয়া। ক্যাপশনে লেখেন, 'একমুঠো রোদ্দুর পেয়েছি'। ক্যামেরায় হেসে পোজ দিতে দেখা গেল শাহরুখ-কন্যাকে। ২১ বছরের তারকা কন্যা, নীল রঙা পোশাকে নজর কাড়ছিলেন। পোস্টে কমেন্টও করেন সুহানা। লেখেন, 'আই লভ ইউ'।
জেল থেকে মুক্তি মিলেছে দাদা আরিয়ান খানের। বাড়ি ফেরার একদিন পরে স্বস্তিতে 'হ্যালোউইন' উদযাপন করতে দেখা গেল সুহানাকে।
View this post on Instagram
আরিয়ানের জামিন মঞ্জুরের খবর প্রকাশ পেতেই নিজের সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি পোস্ট করেন সুহানা খান। বাবা ও দাদার সঙ্গে সাদা-কালো থ্রোব্যাক ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'আই লভ ইউ'। ছবিতে দেখা যায় খুদে আরিয়ান ও সুহানার সঙ্গে খেলতে ব্যস্ত শাহরুখ খান। হাসিখুশি চারটি ছবির কোলাজ পোস্ট করেন শাহরুখ-কন্যা।
আরও পড়ুন: Rajinikanth Discharged: অবশেষে স্বস্তি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত
ছবি পোস্ট হতেই তাতে কমেন্টের বন্যা একাধিক টিনসেল তারকার। মন্তব্য করেন, জোয়া আখতার, বনিতা সন্ধু এবং আরও অনেকে। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান অনেক বলি তারকাই। এমনকী এরপর হাসিমুখে ক্যামেরাবন্দি হন কিং খানও। ছবি দেখেই স্পষ্ট, দীপাবলির আগে ছেলের মুক্তির খবরে স্বস্তি 'মন্নত'-এ।