Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় মজাদার মিমের বন্যা
Hera Pheri 3 Memes: নেট নাগরিরা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন পেটে খিল ধরানো সমস্ত মিম। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
![Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় মজাদার মিমের বন্যা Hera Pheri 3 Announced Cast Akshay Kumar Paresh Rawal Suniel Shetty Fans react with hilarious memes Twitter Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় মজাদার মিমের বন্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/636315cac0e0837913245cafbaa671ac_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্যই জানা গিয়েছে আসতে চলেছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। স্বয়ং ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন যে, তাঁরা শীঘ্রই এই ছবির ঘোষণা করবেন। আর 'হেরা ফেরি ৩' আসার খবর পেতেই নেট দুনিয়ায় বন্যা বইছে মজাদার সমস্ত মিমের। নেট নাগরিরা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন পেটে খিল ধরানো সমস্ত মিম। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
'হেরা ফেরি ৩' প্রসঙ্গে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালাকে 'হেরা ফেরি ৩' কবে আসছে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, 'আপনারা শীঘ্রই দেখতে চলেছেন 'হেরা ফেরি ৩'। আর প্রথম দুই ছবির তারকারাই থাকছেন তাতে। অক্ষয় জি (Akshay Kumar), পরেশ ভাই (Paresh Rawal) এবং সুনীল জি-কে (Suniel Shetty) নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। গল্প তৈরি হয়ে গিয়েছে। আমরা কাজ চালাচ্ছি। তবে, এই ছবিতে সামান্য কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু 'হেরা ফেরি ৩' তৈরি হচ্ছে সেই একই কায়দায়। পর্দায় ফিরতে চলেছে তিন মুখ্য চরিত্রের পেটে খিল ধরানো কমেডি। প্রথম দুটো ছবি বিপুল জনপ্রিয়তা পায় বলে এই ছবিকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। ছবির গল্প, স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে এবং চরিত্র সম্পর্কে আমরা আরও বেশি সতর্ক হচ্ছি। আরও বেশ কয়েকজনকে দেখা যেতে পারে এই ছবিতে। আশা করছি শীঘ্রই এই ছবির ঘোষণা করব।'
আরও পড়ুন - Kartik Aaryan: 'ভুলভুলাইয়া টু' সফল হওয়ায় প্রযোজকের কাছ থেকে বহুমূল্যের উপহার পেলেন কার্তিক
'হেরা ফেরি ৩' আসার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করা হচ্ছে একের পর এক মিম। জনপ্রিয় এই কমেডি ছবির তিন মুখ্য চরিত্র বাবু ভাইয়া, রাজু আর শামের নানা ডায়লগ দিয়ে তৈরি হয়েছে মিম।
প্রসঙ্গত, 'হেরা ফেরি ৩'-এ নায়িকার চরিত্রে কাদের দেখা যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)