এক্সপ্লোর
Advertisement
স্ত্রী সোনিয়া কপূরের সঙ্গে হনিমুনের ছবি পোস্ট করলেন হিমেশ রোশমিয়া
নয়াদিল্লি: কিছুদিন আগেই সোনিয়া কপূরকে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রোশমিয়া। বিয়ের পর হনিমুনে দুবাইতে গিয়েছেন তাঁরা। সেখান থেকেই স্ত্রীর সঙ্গে হনিমুনের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন হিমেশ।
সেই ছবিতে অনুরাগীরা তাঁদের পছন্দের সিলমোহর দিয়েছেন। ছবি থেকেই স্পষ্ট, হনিমুন পর্ব দারুণ উপভোগ করছেন নবদম্পতি।
ছবিগুলিতে সোনিয়ার হাতে মেহেন্দির সঙ্গে দেখা যাচ্ছে চুড়াও। হনিমুনের সময়ও ফিটনেসেও ওপর নজর দিতে ভোলেননি হিমেশ। তাঁর ওয়ার্ক আউটের ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে গত ১২ মে হিমেশ তাঁর দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কপূরকে বিয়ে করেছেন। গত ১০ বছর তাঁরা ডেট করছিলেন। নয়াদিল্লির একটি গুরুদ্বারে দুজনের বিয়ে হয়। সোনিয়া কপূর টেলিভিশনের অত্যন্ত পরিচিত অভিনেত্রী। হিমেশ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সোনিয়া কপূরের সঙ্গে বিয়ের খবর অনুরাগীদের দিয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement